নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি সত্যের, সুন্দরের। যেখানে সবাই আশা ছেড়ে দেয় আমি সেখান থেকেই স্বপ্ন দেখতে শুরু করি। অপেক্ষা করতে চাই শেষ পর্যন্ত। তাইতো আছি পরিশেষের অপেক্ষা্য...

পরিশেষের অপেক্ষায়

আমি একজন মুসলমান কিন্তু সবধর্মের মানুষকেই ভালবাসি কারণ আমরা সবাই এক আল্লাহর সৃষ্টিl আমি আমার দেশ ও দেশের মানুষকে খুব ভালোবাসি।

পরিশেষের অপেক্ষায় › বিস্তারিত পোস্টঃ

আমি গর্বিত বাংলাদেশী হিসেবে

২৮ শে নভেম্বর, ২০১৪ সকাল ৭:৫০

কিছুদিন আগে ফেসবুকের প্রতিষ্ঠাতা
মার্ক জুকারবার্গের ছবিতে নেগেটিভ
কমেন্টের রেকর্ড করলাম। তার স্ত্রীকে
সহ অশ্রাব্য ভাষায় গালাগালি করে
বিশ্ববাসীকে দেখিয়ে আমরা কতটা
নিচে নামতে পারি..।

আর যারা গালাগালি করেছেন
তারা তাদের জন্ম ও বংশপরিচয়
সম্পর্কে আমাদের জানিয়ে দিয়েছেন।

এই গুটিকয়েক কুলাঙ্গারের জন্যই তখন
নিজেকে বাংলাদেশের মানুষ হিসেবে
নিজেকে পরিচয় দিতে কষ্ট হয়েছিল

কিন্তু একি..? হটাৎ করেই এতো
পরিবর্তন কিভাবে সম্ভব..?
মনেহয় আমাদের শুভবুদ্ধির উদয়
হওয়া শুরু করেছে....

গতকাল সন্ধ্যায় জিম্বাবুয়ের ক্রিকেট
পেজে অনুবাদ করা বাংলায় একটি
স্ট্যাটাস দিল যেন আমরা তাদের
নিয়ে মজা না করি। স্ট্যাটাস টিতে
এখনো পর্যন্ত প্রায় ৬৮০০ কমেন্ট এসেছে।
বিশ্বাস করুন আর নাই করুন এর মধ্যে
কমপক্ষে ৬০০০ কমেন্টই বাংলাদেশের...!!

তবে আশ্চর্যজনক হলেও সত্য এই
কমেন্টগুলোর মাধ্যমে তারা জিম্বাবুয়ে
ক্রিকেট নিয়ে বাজে বা আপত্তিকর
কিছু লেখেনি..!!

একেকজন একেকভাবে তাদের
সান্তনা দিয়ে যাচ্ছে....
কেউ বলছে জিম্বাবুয়ে আবহাওয়ার
সাথে খাপ খাইয়ে নিতে পারছেনা
তাই খারাপ করছে..
কেউবা আবার তাদের কাছে সুন্দর
ভাষায় ক্ষমা প্রার্থনা করছে..
অনেকে কি সুন্দর করে বাংলাদেশকে
তাদের সামনে রিপ্রেজেন্ট করছে..

আবার গতকাল অস্ট্রেলীয়ান ক্রিকেটার
ফিলিপ হিউজের মৃত্যুতে ক্রিকেট
ভক্তদের যে আবেগপ্রবন স্ট্যাটাস গুলো
দেখলাম তাতে সত্যিই কান্না এসে যায়।
বলতে বাধ্য হচ্ছি যে, সুন্দর একটি মন
না থাকলে এইভাবে নিজের মনের কথা
কিবোর্ডের মাধ্যমে প্রকাশ করা সম্ভব না।

প্রথমে যাদের কথা বলছিলাম তাদের
সংখ্যা খুবই কম..। এই কিছুসংখ্যক
মানুষ কখনই আমাদের এই দেশের
মানুষের পরিচয় বহন করতে পারেনা

আমাদের দেশের মানুষের পরিচয়
বহন করবে তারা যাদের কথা
পরের অংশে বলেছিলাম.... এরা
সংখ্যায় অনেক বেশি...

তাদের দেখে সত্যিই গর্বের সাথে
মাথা উচু করে বলতে ইচ্ছা করে..

আমরা বাংলাদেশি সারা বিশ্বে
অতুলনীয়.. এবং..
আমরাই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি...

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৪৬

এহসান সাবির বলেছেন: আমরাই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি...

২৯ শে নভেম্বর, ২০১৪ ভোর ৬:৪৭

পরিশেষের অপেক্ষায় বলেছেন: হুম আমরাই শ্রেষ্ঠ...

২| ২৮ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৯

কলমের কালি শেষ বলেছেন: হুম ।

২৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ৭:৩৭

পরিশেষের অপেক্ষায় বলেছেন: হুম..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.