নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি সত্যের, সুন্দরের। যেখানে সবাই আশা ছেড়ে দেয় আমি সেখান থেকেই স্বপ্ন দেখতে শুরু করি। অপেক্ষা করতে চাই শেষ পর্যন্ত। তাইতো আছি পরিশেষের অপেক্ষা্য...

পরিশেষের অপেক্ষায়

আমি একজন মুসলমান কিন্তু সবধর্মের মানুষকেই ভালবাসি কারণ আমরা সবাই এক আল্লাহর সৃষ্টিl আমি আমার দেশ ও দেশের মানুষকে খুব ভালোবাসি।

পরিশেষের অপেক্ষায় › বিস্তারিত পোস্টঃ

আমি সর্বদাই সুখী

২৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ৭:৩৮

আমাদের বেশিরভাগ হতাশা,
বেদনার জন্ম হয় নিজের
ব্যাপারে অতৃপ্তি থেকে...।

আমি পেলাম না, আমার নেই,
হয়তো আমি যোগ্য নই ইত্যাদি
ভেবে গভীর বেদনা ও হীনমন্যতা
সৃষ্টি করার কোনো মানে হয়না...।

এই ব্যাপারটা কখনও ভুলে
যাই না যে.....পৃথিবীতে কেউই
আমার মতন নয় বা আমি
তাদের মত নই ....সবাই-ই
তাঁর নিজ নিজ দিক হতে বিশেষ।
হয়তবা আমার মধ্যেও এমন....
কিছু একটা গুন আছে যা আর
সবার জন্য অনুকরণীয়.....

তাই নিজেকে কারো তুলনায় ছোট
মনে করে মনে মনে কষ্ট পাই
না বা নিজেকে গুটিয়ে রাখিনা।

জীবন তো একটাই....তাই মন খুলে
বাচার চেষ্টা করি...এবং সুখেই থাকি।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫০

গোল্ডেন গ্লাইডার বলেছেন: আমিও :)

৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:০২

পরিশেষের অপেক্ষায় বলেছেন: সবারই এমন হওয়া উচিত..।

২| ২৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৫

বাউল আলমগী সরকার বলেছেন: অনেক ভাল

৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:০৩

পরিশেষের অপেক্ষায় বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩| ২৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৮

কসমিক- ট্রাভেলার বলেছেন:





সুস্থ দেহ প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন।



৪| ৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:০৬

পরিশেষের অপেক্ষায় বলেছেন: আগে শুনেছিলাম...সম্ভবত কোয়ান্টাম কেয়ার-ভালো থাকার বিজ্ঞান এর ...

সমগ্র জীবন পরিবর্তন করা যায় এই লাইন টির অর্থ বুঝলে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.