নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি সত্যের, সুন্দরের। যেখানে সবাই আশা ছেড়ে দেয় আমি সেখান থেকেই স্বপ্ন দেখতে শুরু করি। অপেক্ষা করতে চাই শেষ পর্যন্ত। তাইতো আছি পরিশেষের অপেক্ষা্য...

পরিশেষের অপেক্ষায়

আমি একজন মুসলমান কিন্তু সবধর্মের মানুষকেই ভালবাসি কারণ আমরা সবাই এক আল্লাহর সৃষ্টিl আমি আমার দেশ ও দেশের মানুষকে খুব ভালোবাসি।

পরিশেষের অপেক্ষায় › বিস্তারিত পোস্টঃ

মাহমুদুল্লাহ রিয়াদ - দ্যা সাইলেন্ট কিলার

০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:২৬

বাংলাদেশ দল যখন ব্যাটিং
বিপর্যয়ে পড়ে তখন তিনি প্রায়শই
দলের হয়ে জ্বলে উঠেন...

আবার প্রতিপক্ষের ব্যাটসম্যানরা
যখন ক্রিজে থিতু হয়ে বসেন
তখনই তিনিই ব্রেক-থ্রু এনে দেন.

এইতো আজকেও যখন বাংলাদেশ
চার উইকেট হারিয়ে খারাপ
কিছু একটা ইঙ্গিত দিচ্ছিল তখন তিনি
দলকে খাদের কিনারা থেকে উদ্ধার
করলেন এবং জয়ের বন্দরে
পৌছে দিয়েই ক্ষান্ত হয়েছেন ...

খুব যে মহাকাব্যিক বা শৈল্পিক
কোনো ইনিংস খেলেছেন তা নয়।
মাত্র অপরাজিত ৫১ রানের ইনিংস
আমার কাছে সেটাই অসাধারণ..

কিন্তু অন্যন্য দিনের মত আজকেও
তার ইনিংস চাপা পরে গেলো
তাইজুলের অসাধারন ইনিংসে...!!

পুরো ওয়ানডে সিরিজের পারফরমেন্স
৫ ম্যাচে ৮৯.৫ গড়ে ১৭৯ রান
এবং সাথে আছে তিন উইকেটও...
কিন্তু এখানেও সাকিব-মুশফিকের
পারফরমেন্সের জেরে তিনি
পাদপ্রদীপের নিচেই থেকে গেলেন..

সাকিব-তামিম-মুশফিকের
বিরোধীতা করতে আসি নাই রে..
জাস্ট বলব যে..রিয়াদ ভাইরে উনার
প্রাপ্য সম্মানটা দেন..দলে টিকে
থাকতে বায়রা ভাই হওয়ার প্রয়োজন
নেই উনার নিজেরই যথেস্ট যোগ্যতা
আছে দলে টিকে থাকবার....

আশা করি তিনি বাংলাদেশ
দলকে আজীবন সার্ভিস দিয়ে যাবেন
বিনিময়ে না হয় আমার-আপনার
কিছু কথা শুনবেন....

কিন্তু তাতে কি...??
তিনি তো সাইলেন্ট কিলার..

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৫৭

এস. দেওয়ান বলেছেন: শুরু থেকেই আমার কাছে মনে হতো মাহমুদুল্লার মধ্যে সম্ভাবনা আছে ।

২| ০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:০৫

পরিশেষের অপেক্ষায় বলেছেন: বিশেষ করে বিপদের সময় হাল ধরার ক্ষমতা আছে মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:০৬

পরিশেষের অপেক্ষায় বলেছেন: বিশেষ করে বিপদের সময় হাল ধরার ক্ষমতা আছে মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৩৭

পরিশেষের অপেক্ষায় বলেছেন: বিপদের সময় হাল ধরার চমৎকার সামর্থ্য আছে উনার

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১৭

খেলাঘর বলেছেন:

ওকে

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২৮

সরদার হারুন বলেছেন: আমি একমত যে মাহামুদুল্লাহ বাংলাদেশের একজন উদিয়মান ক্রিকেটর ।
আমি তার মঙ্গল কামনা করি ।

++++++++++++

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩৬

শাফি উদ্দীন বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম।

৮| ০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩০

ভিটামিন সি বলেছেন: পরিশেষে আমি এলাকার ছোট ভাইয়ের পক্ষেই আছি। আমিও যে মমিশিংঙ্গা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.