নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি সত্যের, সুন্দরের। যেখানে সবাই আশা ছেড়ে দেয় আমি সেখান থেকেই স্বপ্ন দেখতে শুরু করি। অপেক্ষা করতে চাই শেষ পর্যন্ত। তাইতো আছি পরিশেষের অপেক্ষা্য...

পরিশেষের অপেক্ষায়

আমি একজন মুসলমান কিন্তু সবধর্মের মানুষকেই ভালবাসি কারণ আমরা সবাই এক আল্লাহর সৃষ্টিl আমি আমার দেশ ও দেশের মানুষকে খুব ভালোবাসি।

পরিশেষের অপেক্ষায় › বিস্তারিত পোস্টঃ

হ্যা..আপনাকেই বলছি..

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৪

ধরুন দেশের মানুষের সেবা করার
জন্য যে প্রত্যক্ষ সেবা করার যোগ্যতা
সেটা আমার বা আপনার নেই...

তাহলে আমি বা আপনার একান্ত
ব্যাক্তিগত যোগ্যতা দিয়ে কিভাবে
দেশকে সেবা করতে পারি.. বা
দেশপ্রেমের পরিচয় রাখতে পারি..??

অর্থাৎ দেশকে আপনি কিভাবে
আপনার মত করে সেবা করবেন..??

প্লিজ কেউ যদি এই উত্তর গুলো
যদি কেউ দিতেন খুব খুশি হতাম..!!

আশা করি সবাই আপনার
নিজস্ব মতামত শেয়ার করবেন..

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৮

খেলাঘর বলেছেন:

এককভাবে, কোন প্রকারে নিজের বা পরিবারের সেবা করা যায়; জাতির সেবা করতে হলে আপনাকে রাজনৈতিকদল বা কোন ধরণের সামাজিক সংগঠনের সাথে কাজ করতে হবে।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:১৮

পরিশেষের অপেক্ষায় বলেছেন: সম্পুর্ন অরাজনৈতিক ভাবে শুধু নিজস্ব স্বকীয়তার মাধ্যমে করা যায় না..??

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:২০

পরিশেষের অপেক্ষায় বলেছেন: জাতির সেবা দেশপ্রেম ..?
দেশের জন্য কিছু করাই তো দেশপ্রেম

আমার তো মনে হয় দেশকে ভালোবেসে তার জন্য যেকোনো কাজ করলেই সেটা দেশপ্রেম...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.