নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি সত্যের, সুন্দরের। যেখানে সবাই আশা ছেড়ে দেয় আমি সেখান থেকেই স্বপ্ন দেখতে শুরু করি। অপেক্ষা করতে চাই শেষ পর্যন্ত। তাইতো আছি পরিশেষের অপেক্ষা্য...

পরিশেষের অপেক্ষায়

আমি একজন মুসলমান কিন্তু সবধর্মের মানুষকেই ভালবাসি কারণ আমরা সবাই এক আল্লাহর সৃষ্টিl আমি আমার দেশ ও দেশের মানুষকে খুব ভালোবাসি।

পরিশেষের অপেক্ষায় › বিস্তারিত পোস্টঃ

ফিলিপ হিউজের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন।

০৩ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিলিপ হিউজের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

সকাল থেকেই হাজার হাজার সমর্থকরা ভিড় জমিয়েছিলেন প্রয়াত অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিল হিউজের জন্মভিটে ম্যাকসভিলে ৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট। অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক, অ্যারন ফিঞ্চ, টম কুপার, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথের মতো হিউজের টিমমেটরা প্রত্যেকেই হিউজের শেষযাত্রায় বন্ধুকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন...।

ম্যকসভিলে হিউজের মরদেহ সমাহিত করার সময় তার প্রতি শ্রদ্ধায় দেশটির ক্রিকেট অধিনায়ক মাইকেল ক্লার্ক কান্নায় ভেঙ্গে পড়েন। হিউজের সবচেয়ে কাছের মানুষ
মাইকেল ক্লার্ক বলেনঃ

‘হিউজ তুমি নিশ্চয় আমাকে এখন ভীতু বলবে৷ আমি জানি এটা পাগলের মতো শোনাবে, কিন্তু আমি এখনও যে কোনও সময় ওর একটা ডাকের অপেক্ষা করছি৷ অথবা চাইছি কোনও কোনায় ওর মুখ ভেসে উঠুক৷ একেই হয়তো আত্মা বলে৷ ওর আত্মা সবসময়েই আমার পাশে থাকবে৷ আমি আশা করব কখনও ও ছেড়ে যাবে না আমায়৷ আমি বৃহস্পতিবার রাতে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হেঁটে বেরিয়েছি৷ সেখানের ঘাসে পা দিয়েই কত স্মৃতি ভেসে উঠছে৷ ওই মাঠে আমাদের কত ভাল ভাল পার্টনারশিপ রয়েছে৷ ওর সেঞ্চুরির জন্য গোটা স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে সেই মাঠেই অবশেষে হিউজের মৃত্যুও ঘটল৷’


ছোট বোন মেগান হিউজ বলেনঃ

‘ফিলিপ আমি অত্যন্ত গর্বিত যে আমি তোমার ছোট বোন৷ আমি জানি আমাদের জীবনে যখন কঠিন সময় আসবে তখন তুমি আমাদের মুখে হাসি ফোটাবে৷ তুমি বিশ্বের সেরা দাদা৷ একটাও এমন দিন যাবে না, যখন তোমার কথা ভাবব না আমি৷ এই ক’দিনে আমি অনেক কিছু শিখেছি৷ শিখেছি গুডবাই বলতে৷ কিন্তু এটাও বুঝতে পেরেছি যে গুডবাই কখনই চিরকালের জন্য হতে পারে না৷ দাদা আই লাভ ইউ! ’


হিউজের ভাই জেসন বলেনঃ

‘ আমাদের ক্রিকেট খেলাটা যেন একটা মহাকাব্যের মতো৷ আমরা ঘণ্টার পর ঘণ্টা খেলতাম৷ আর তুমি সবসময় জিততে৷ বল করতে করতে আমার হাত ব্যথা হয়ে যেত৷ কিন্তু আমরা খেলে যেতাম৷ তোমাকে দেখতে সবসময়েই সুন্দর৷ তোমার চুলটাও ছিল দারুণ৷’


উল্লেখ্য গত মঙ্গলবার সিডনিতে একটি ম্যাচে ২৫ বছর বয়সী হিউজ বলের আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে গোটা অস্ট্রেলিয়াসহ পুরো ক্রিকেট বিশ্ব স্তব্ধ হয়ে যায়..

বিদায় হিউজ চিরতরে...

#Hughes63
#StayUnbeaten

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.