নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি সত্যের, সুন্দরের। যেখানে সবাই আশা ছেড়ে দেয় আমি সেখান থেকেই স্বপ্ন দেখতে শুরু করি। অপেক্ষা করতে চাই শেষ পর্যন্ত। তাইতো আছি পরিশেষের অপেক্ষা্য...

পরিশেষের অপেক্ষায়

আমি একজন মুসলমান কিন্তু সবধর্মের মানুষকেই ভালবাসি কারণ আমরা সবাই এক আল্লাহর সৃষ্টিl আমি আমার দেশ ও দেশের মানুষকে খুব ভালোবাসি।

পরিশেষের অপেক্ষায় › বিস্তারিত পোস্টঃ

বিশ্বকাপে নাসিরকে চাই

১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:০৩

বিশ্বকাপে দল নিয়ে বাংলাদেশের
সবচেয়ে আলোচিত হচ্ছে নাসির
হোসেন এর ডাক পাওয়া নিয়ে...।

নাসির হোসেন একটি প্রতিভার
নাম। তার একটি অসাধারন গুন
আছে যেটি সবার মধ্যে থাকেনা।

বলছিলাম তার ফিনিশিং দক্ষতার
কথা। যদি বলা হয় এই মুহূর্তে
দলের সেরা ফিনিশার কে ..??
উত্তর হবে নাসির হোসেন।

আর যারা ক্রিকেট খেলা কিছুটা
হলেও বুঝেন তারা জানেন
ক্রিকেটে খেলায় ফিনিশিং কতটা
গুরুত্বপূর্ণ। একটা ভালো ম্যাচের
ফল পুরোপুরি বদলে যেতে পারে
একজন ফিনিশারের অভাবে...।

নাসির ৪১ টি ওয়ানডে ম্যাচের
৩৬ ইনিংসে ১০৪৪ রান করেন।
তার ওয়ানডেতে ব্যাটিং এভারেজ
৩৬.৮৫ । আর স্ট্রাইক রেটও
তেমন মন্দ নয় প্রায় ৭৯ !
সাথে ছোট হাতে একইসাথে পেস
স্পিন দুইটাই চালাতে পারেন।
অসাধারন একজন ফিল্ডারও বটে।

তবে তার ক্যারিয়ার স্ট্যাট
দিয়ে কখনোই তার কার্যকারিতা
বোঝা যাবেনা। ক্রিকেট মাঠে
তিনি আরও বেশি কার্যকর।

কিছুদিন আগে বাজে ফর্মের
কারনে তাকে দল থেকে বিশ্রাম
দেওয়া হয়। তার ফর্মে ফেরায়
বিশ্রাম দেওয়াটা প্রয়োজনই ছিল।

বিশ্বকাপ নিয়ে নাসির বলেনঃ

‘বিশ্বকাপে খেলার স্বপ্ন সবারই
থাকে। আমারও আছে।
তবে সেটি নিয়ে এখন ভাবছি না।
আমার কাজ ভালো খেলার
চেষ্টা করা। আমি সেটাই
করে যাচ্ছি।


দলের প্রয়োজনেই দল থেকে বাদ
পড়েছিলেন আবার দলের জন্যই
তার দলে ফেরা জরুরী।

আমি চাই বিশ্বকাপ দলে
নাসির হোসেন দলে ডাক পাক।
একান্তই ব্যাক্তিগত মতামত..।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১৮

মিনার বলেছেন: বুঝলাম তারে নিতে হবে, কিন্তু কারে বাদ দিয়ে নিবেন

১৬ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৩৭

পরিশেষের অপেক্ষায় বলেছেন: ১১ সদস্যের দলের কথা নয় ১৫ সদস্যের দলে তো রাখা যায়..!!

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৭

পৃথিবীর আলো বলেছেন: সবেচেয়ে ভালো ফিনিশার নাসির, মানতে পারলাম না। একমাত্র মুশফিককেই বর্তমানে এটা বলা য়ায়।

নাসির ভালো খেলতো। কিন্তু আমাদের এখন দরকার যে ভালো খেলে তাকে, যে ভালো খেলতো তাকে না। বুঝা গেল.......???

১৬ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৩৮

পরিশেষের অপেক্ষায় বলেছেন: আমাকে আরেকবার ভাবতে হবে ..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.