নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি সত্যের, সুন্দরের। যেখানে সবাই আশা ছেড়ে দেয় আমি সেখান থেকেই স্বপ্ন দেখতে শুরু করি। অপেক্ষা করতে চাই শেষ পর্যন্ত। তাইতো আছি পরিশেষের অপেক্ষা্য...

পরিশেষের অপেক্ষায়

আমি একজন মুসলমান কিন্তু সবধর্মের মানুষকেই ভালবাসি কারণ আমরা সবাই এক আল্লাহর সৃষ্টিl আমি আমার দেশ ও দেশের মানুষকে খুব ভালোবাসি।

পরিশেষের অপেক্ষায় › বিস্তারিত পোস্টঃ

তারা আসলে কারা..??

১৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:১১

আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের আজকের দিনেই পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক ছোট্ট একটি স্বাধীন দেশের অভ্যুদয় ঘটে।

কিন্তু আজকে বিজয় দিবসে কাউকে শুভেচ্ছা জানাব না কারন তারা বলে বিজয় দিবসেই কেনো..?? অন্যদিন কেনো করিনা ..??

তাদের কাছে ১৬ই ডিসেম্বর নাকি কিছুই না শুধুই লোক দেখানো, যেমনটি ২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ।

আজকে সেই সকল বীর শহিদদের কথা শ্রদ্ধাভরে স্মরণও করব না..কারন তারা বলে এতে নাকি শহিদদেরকে অবমাননা করা হয়..

একাত্তরের সেই বীর নারীদের কেও স্মরন করতে তাদের মানা...

তাদের কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নাকি ষড়যন্ত্র আর বাংলার মানুষ সেই ষড়যন্ত্রের শিকার.!!
তারা ১৯৭১ সালকে গন্ডগোলের বছর হিসেবেই মানে..

তারাই মুক্তিযুদ্ধে শহিদদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করে, কেউতো আবার বেশি এগিয়ে গিয়ে মুক্তিযুদ্ধে শহিদদের তালিকা দিতে বলে..!!
নাইলে তারা কিভাবে বিশ্বাস করবে..??

তাদের কাছে দেশ অনেক বড়..
কিন্তু পতাকার কোনো মূল্য নেই...!!

সেই তারা কিন্তু অনেক বড় মাপের দেশপ্রেমিক, দেশের জন্য অনেক বড় বড় কাজ করবে..
কবে করবে এইটা জানায় না...
তবে করবে ...!!

মাঝে মধ্যে জানতে মনে চায়
তারা আসলে কারা...??
কেউ কি জান...??

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩২

কলাবাগান১ বলেছেন: তারা এখন সুর তুলেছে যে শহীদ মিনারে ফুল দেওয়া ও নিষেধ

১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪০

পরিশেষের অপেক্ষায় বলেছেন: আসল কথা হল উদ্দেশ্য..

আপনি যদি পূজা করার উদ্দেশ্য দেন তবে সেটা পূজা.. আর সম্মানের উদ্দেশ্য দিলে সেটা সম্মান ...

মন থেকে কোনো কাজ করলে সেটা খারাপ হয়না ... আমার বিশ্বাস এইটাই...

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৮

অপূর্ণ রায়হান বলেছেন: বিজয়ের শুভেচ্ছা। আনন্দের, বিষাদের।।

স্তন্যপায়ী সেই পাক সরীসৃপেরা এখানে ওখানে ডিম পেরে রেখে গেলো
রাজাকারের পাকস্থলীতে এবং আলবদরের উদরে,
সুশীল আর ধর্মের লেবাসে সেইসব ডিম ফুটে বেরিয়ে আসে
অগুনিত রক্তচোষা শূকর। জন্ম দেয় আরও শূকরের বাচ্চাদের।
স্বাধীনতা মায়ের পেটে তেতাল্লিশ বছর ধরে – ভূমিষ্ঠ হবার অপেক্ষায়।

১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৩

পরিশেষের অপেক্ষায় বলেছেন: ধর্ম তাদের হাতিয়ার..

আপনি দেশপ্রেমিক...আপনি ধার্মিক হোন কে আপনাদের না করল..?? (তাদের বলছি)

ধর্ম দিয়ে তারা দেশের মানুষকে বিভ্রান্ত করছে।

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৪

কলমের কালি শেষ বলেছেন: হুম তারা আসলে কারা ? নামকরনের কোন নাম এখনো পাওয়া যায়নি ।

বিজয়ের উষ্ণ শুভেচ্ছা.......

১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৫

পরিশেষের অপেক্ষায় বলেছেন: আপনাকেও বিজয়ের উষ্ণ শুভেচ্ছ(শীতের মাঝেও)

তাদের যে নামে ডাকা হবে সেই নামই কলংকিত হবে।

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: দারুন বলেছেন। চমৎকার উপলব্ধি । তবে আমি চাই আজকের দিন আমাদের সামনে চলার অনুপ্রেরণা হোক ।

১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৭

পরিশেষের অপেক্ষায় বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাদের মত মানুষ আছে বলেই মানুষ অনুপ্রেরণা পায়। আমি আপনাদের দোয়াপ্রার্থী।

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫২

সুমন কর বলেছেন: ভালো বলেছেন।

বিজয়ের শুভেচ্ছা।

১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৮

পরিশেষের অপেক্ষায় বলেছেন: ধন্যবাদ ভাই..। আপনাকেও বিজয়ের শুভেচ্ছা।

৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫০

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অপূর্ণ রায়হান বলেছেনঃ-
স্তন্যপায়ী সেই পাক সরীসৃপেরা এখানে ওখানে ডিম পেরে রেখে গেলো
রাজাকারের পাকস্থলীতে এবং আলবদরের উদরে,
সুশীল আর ধর্মের লেবাসে সেইসব ডিম ফুটে বেরিয়ে আসে
অগুনিত রক্তচোষা শূকর। জন্ম দেয় আরও শূকরের বাচ্চাদের।
স্বাধীনতা মায়ের পেটে তেতাল্লিশ বছর ধরে – ভূমিষ্ঠ হবার অপেক্ষায়।



১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৬

পরিশেষের অপেক্ষায় বলেছেন: দুঃখের বিষয় হচ্ছে এদের সংখ্যা আশংকাজনক
ভাবে বাড়ছে...

৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৪

পরিশেষের অপেক্ষায় বলেছেন: দুঃখের বিষয় হচ্ছে এদের সংখ্যা আশংকাজনক
ভাবে বাড়ছে...

৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



সুবিধাবাদি রাজনীতিকরা এদের সংখ্যাটি বাড়াচ্ছে.... তাতে তাদের রাজনৈতিক ফায়দা আছে....

১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪০

পরিশেষের অপেক্ষায় বলেছেন: তাদের ফায়দাতে অনেকের ফায়দা হয়..
সংখ্যা বাড়ানোতে আমাদের ভূমিকাও কম নয়
.।

৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



বটেই...

এমা....! তা না হলে এরা আমাদের নেতা হলেন কীভাবে? B-)

১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৯

পরিশেষের অপেক্ষায় বলেছেন: আমাদের সবচেয়ে বড় দোষটা হল আমরা সবসময়ই রাজনৈতিক নেতাদের দোষ দিয়ে নিজের দায়টা এড়িয়ে যাই...।

১০| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৭

এনামুল রেজা বলেছেন: এরা বাংলায় বাস করলেও এদের আত্মা বাস করে পাকিস্তানে।

১১| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০১

আজকের বাকের ভাই বলেছেন: জানিনা কে কী কারণে নিষেধ করে। তবে আসলেই ইসলামে এমন স্তম্ভে ফুল দেওয়ায় নিষেধ আছে, আর যারা সবকিছুতেই ধর্ম রাজনীতি ভাবেন তাদের জন্য বলছি, গোলাম আজম বা মাওলানা শফি ইসলামের আদর্শ না। ইসলামে আদর্শ একজনই আর তিনি হলেন হযরত মুহাম্মদ স: আর সংবিধান আল-কুরআন।
কখনোই একজনকে দিয়ে ইসলামকে মাপতে যাবেন না। আর কে কী কারণে ফুল দিতে নিষেধ করেছে জানিনা, তবে এটা আসলেই ঠি যে ফুলের সেই টাকাটা আরও ভালো কাজে লাগানো যেত। কারণ সেদিন সামুরই এক পোস্টে দেখলাম এখ বীরশ্রেষ্ঠের পরিবারের একজন হোটেলে কাজ করছেন তাও নিম্ন পর্যায়ে। আজও আমাদের অনেক মুক্তিযোগ্ধা বা তাদের পরিবার একবারে নিম্নমানের জীবন ধারণ করে অতি কষ্টে বেচে আছে। তাদের এমনভাবে ফেলে রেখে কোটি টাকার ফুল নষ্ট করাই কী দেশপ্রেম?
আজ সুন্দর বন বড় বিপদে, এবার না হয় সবাই সেখানে গিয়ে বিজয় দিবস পালন করতেন। ১৯৭১ এ তো যুগ্ধ হয়েছিল এমন এক বাংলার জন্য যেখানে সবাই সুখে বাস করবে, ৪৩বছরে তো তার কিছুই হলো না, আর আপনারা কিছু বললেই বলেন শুয়োর, শুয়োরের বাচ্চা, রাজাকার।
ভাই শুধু যদি বছরে কয়েকদিন ফুল দিয়েই দেশকে ভালবাসা যায়। আমাদের এখোনো অনেক দুর পাড়ি দিতে হবে, তবেই না স্বপ্নের বাংলাদেশ হবে। থাক অন্যের ভাবনা অন্যের কাছে, খামাখা গালি দিয়ে নিজেকে কুলষিত করার কী দরকার। তার চেয়ে আসুন দেশকে মন থেকে ভালবাসি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.