নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি সত্যের, সুন্দরের। যেখানে সবাই আশা ছেড়ে দেয় আমি সেখান থেকেই স্বপ্ন দেখতে শুরু করি। অপেক্ষা করতে চাই শেষ পর্যন্ত। তাইতো আছি পরিশেষের অপেক্ষা্য...

পরিশেষের অপেক্ষায়

আমি একজন মুসলমান কিন্তু সবধর্মের মানুষকেই ভালবাসি কারণ আমরা সবাই এক আল্লাহর সৃষ্টিl আমি আমার দেশ ও দেশের মানুষকে খুব ভালোবাসি।

পরিশেষের অপেক্ষায় › বিস্তারিত পোস্টঃ

==== শুভ জন্মদিন বিজয় ====

১৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫৪

আজকে আমাদের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার এনামুল হক বিজয় এর জন্মদিন। ১৯৯২ সালের ১৬ই ডিসেম্বর তারিখে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন তিনি।

বর্তমানে যে ক'জন তরুন ক্রিকেটার তাদের উজ্জ্বল পারফরম্যান্স দিয়ে স্বপ্ন জয়ের হাতছানি দিচ্ছেন, এনামুল হক বিজয় তাদের মধ্যে অন্যতম।

এনামুল হক বিজয় নামটি শুনলেই এখনো চোখের সামনে ভেসে ওঠে এক তরুণের কথা, যে কিনা ২০১২ এর এশিয়া কাপের ফাইনাল ট্রাজেডির পর শূন্য দৃষ্টিতে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ছিলো আর চোখ দিয়ে ঝরছিলো শ্রাবনের অঝর ধারা।

আবার এই বছরেই শ্রীলংকার বিপক্ষে শেষ বলে জিতাতে না পারার আক্ষেপেও তাকে কাঁদতে দেখেছিলাম।

কেউ যদি আমাকে বলে সে জীবনে কখনো কথা বলেনাই তবে আমি বিশ্বাস করব কিন্তু যদি বলে যে বিজয়ের সেই কান্না ছিল ছলনার তবে বিশ্বাস করব না।

বিজয়ের দিনে জন্ম বলেই হয়ত তার মধ্যে দেশের প্রতি টানটা ইকটু বেশিই। তাইতো দলের পরাজয় মেনে নিতে পারেন না..
বারবার কান্নায় ভেঙে পড়েন..

টেস্টে এখনো স্যাটেল হতে না পারলেও ২৭ ওয়ানডেতে ইতোমধ্যেই ৩ টি সেঞ্চুরিসহ ৩৫.৬৮ গড়ে ৮৯২ রান করে ফেলেছেন তিনি।

জাত চিনিয়েছলেন তারও আগে..
আইসিসি ২০১২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৬০.৮৩ গড়ে টুনার্মেন্টের সর্বোচ্চ রান (৩৬৫) করেন তিনি।

আরেকটি কথা জেনে রাখুন...
স্বাধীন, বিজয়, জয়- তিন ভাই। তিনজনের জন্মদিনই ডিসেম্বর মাসে..!!

যে পরিবারের প্রতিটি সদস্যের পরতে পরতে ‘বিজয়ের চিহ্ন’ তাদের তো জয় হবেই!

তাইতো আমরা বিজয়ের দুর্দান্ত
শটে ছয় মারা দেখি, তারপর
আনমনেই বলে উঠিঃ

“বিজয়ের দিনে জন্ম যার,
তাকে রুখবে সাধ্য কার” ?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৯

কলমের কালি শেষ বলেছেন: শুভ জন্মদিন বিজয় ।

বিজয় দিবসের শুভেচ্ছা.....

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৮

পরিশেষের অপেক্ষায় বলেছেন: আপনাকেও বিজয়ের শুভেচ্ছা..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.