নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি সত্যের, সুন্দরের। যেখানে সবাই আশা ছেড়ে দেয় আমি সেখান থেকেই স্বপ্ন দেখতে শুরু করি। অপেক্ষা করতে চাই শেষ পর্যন্ত। তাইতো আছি পরিশেষের অপেক্ষা্য...

পরিশেষের অপেক্ষায়

আমি একজন মুসলমান কিন্তু সবধর্মের মানুষকেই ভালবাসি কারণ আমরা সবাই এক আল্লাহর সৃষ্টিl আমি আমার দেশ ও দেশের মানুষকে খুব ভালোবাসি।

পরিশেষের অপেক্ষায় › বিস্তারিত পোস্টঃ

প্লেয়ার প্রোফাইল ২ - এনামুল হক বিজয়

১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৯

প্লেয়ারঃ এনামুল হক বিজয়।
ওপেনার ও উইকেটকিপার।

নাম তার বিজয়। জন্মটাও বিজয়ের দিনেই। ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছিল। অনেক যাচাই বাছাই করার পরেও যেন কিছু হচ্ছিল না।

অনুর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপে নিউজিল্যান্ডের মাটিতে অনবদ্য পারফর্মেন্সের কারনেই নজর কাড়েন তিনি। এরপর ২০১২ সালে ওয়েস্ট-ইন্ডিজ এর সাথে দলে চান্স পান তিনি। বাংলাদেশ পেয়ে যায় পারফেক্ট ওপেনার।

ক্যারিয়ার স্ট্যাটসঃ
ম্যাচঃ ২৭
ইনিংসঃ ২৫
রানঃ ৮৯২
গড়ঃ ৩৫.৬৮
স্ট্রাইক রেটঃ ৭০.৮৪
সর্বোচ্চঃ ১২০
শতক/অর্ধশতকঃ ৩/৩
মেরেছেন ৮৬ টি চার, ১৫ টি ছয়, আর নিয়েছেন ৯ টি ক্যাচ।

ব্যাটসম্যান এনামুলের আছে বিগ ইনিংস খেলার সক্ষমতা। ফিফটি গুলোকে সেঞ্চুরিতে নিয়ে যেতে পারেন। সাচ্ছন্দ্যে খেলতে পারেন পেস-স্পিন দুইটাই।

অফসাইডের বাইরের বলে শক্তিশালী। পেস বোলিংয়েও লং অনের উপরে আছড়ে ফেলতে দুবার ভাবেননা তিনি। ব্যাকফুটের চেয়ে ফ্রন্টফুটেই বেশি খেলে থাকেন।

ফুটওয়ার্কে কিছুটা সমস্যা আছে, আছে ঠিকভাবে ইনিংস টা মেলে না ধরতে পারার সমস্যাটাও ...

উইকেটকিপিংয়ের দায়িত্ব নিতে জানলেও মুশফিকের কারনে এখনো সেদিকে নজর দিতে হয়নি।

তামিম ইকবালের সাথে জুটি বেধে দলের ইনিংস শুরুর দায়িত্বটা তারই কাধে। নতুন বলে প্রতিপক্ষের বোলারদের কি করতে পারেন সেটা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

শুভকামনা রইল বিজয়ের প্রতি।
বিজয়ের ব্যাটের আঘাতে ছিন্ন-বিচ্ছিন্ন করে জয় ছিনিয়ে আনবে টাইগাররা এমনটাই প্রত্যাশা করি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.