নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি সত্যের, সুন্দরের। যেখানে সবাই আশা ছেড়ে দেয় আমি সেখান থেকেই স্বপ্ন দেখতে শুরু করি। অপেক্ষা করতে চাই শেষ পর্যন্ত। তাইতো আছি পরিশেষের অপেক্ষা্য...

পরিশেষের অপেক্ষায়

আমি একজন মুসলমান কিন্তু সবধর্মের মানুষকেই ভালবাসি কারণ আমরা সবাই এক আল্লাহর সৃষ্টিl আমি আমার দেশ ও দেশের মানুষকে খুব ভালোবাসি।

পরিশেষের অপেক্ষায় › বিস্তারিত পোস্টঃ

তাড়ছিড়া

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৩

সবকিছুতেই অনুপ্রেরণা লাগে। তেমনি খেলতেও লাগে খেলা দেখতেও লাগে। প্রেরণা দিতে মাকড়সা আর ব্রুস তো আছেই।

বাদ দেন একটা ঘটনা বলি..

পোলার নাম খায়রুল। একাত্তরে দেশ রক্ষায় চাইছিল দুই নাম্বার সেক্টরে যুদ্ধ করতে, কিন্তু সাবসেক্টর কমান্ডার তাকে রিক্রুট করছিলনা।

তারছিড়া ছিল পোলা।

ঠিক করল যা করার একাই করবে।
মুহুরী নদীতে পাকিদের টহল বোট ধ্বংস করবে বলে জিদ করে। কিন্তু তার আছে কোন অস্ত্র নাই। ঊপায় একটাই পেট্রলবোটের ট্যাঙ্কি ফুটা করে আগুন ধরিয়ে দিতে হবে।

কিন্তু তাতেও সমস্যা!! বোটে তো পাক সেনা থাকে। তাও দমল না তাড়ছিড়া পোলাডা।

অপেক্ষা করতে লাগল সুযোগের।
একদিন..দুইদিন..দশদিন গেল সুযোগ মিলল না। তাও পোলায় হার মানল না

এইভাবে টানা সতের দিন ধরে প্রতিদিন রাতে নদীর পচা গলা পানিতে ডুব দিয়ে থাকতে লাগল। অপেক্ষা সুযোগের।

সুযোগ মিলল আঠার দিনে..

পাক সেনারা তখন মদ খেয়ে টাল হয়ে বেহুশ। খায়রুল আস্তে করে গিয়ে সাথে আনা পেট্রল ঢেলে বোটে আগুন ধরিয়ে দেয়। সে আগুনে পুড়ে মরে পাকিরা। ধ্বংস হয় বোটটা।

কিন্তু ততদিনে পচা গলা পানিতে কয়েকরাত টানা কাটানোর ফলে বিষাক্ত পোকামাকরের কামড়ে পা পচন ধরে গিয়েছিল। খায়রুলের পুরো পা টাই কেটে বাদ দিতে হয়।

অমন তাড়ছিড়া দেশের পোলা আমাদের সাকিব-তামিম-মুশফিকরা। এই তাড়ছিড়া পোলারা কখন কি করে বলা মুশকিল। এদের জন্মে এদের রক্তেই তাড়ছিড়া স্বভাবটা..

বাদ দেন, আমি আপনিতে আসি..

প্রচন্ড ব্যাথা সহ্য করে রাতের পর রাত খায়রুল অপেক্ষা করেছিল একটা সুযোগের আশায়..
শুধু সাকিব তামিমরা না, আমরাও কিন্ত সেই তাড়ছিড়া দেশেরই...

সাকিব তামিমরা এই তাড়ছিড়া দেশের পতাকাটা বিশ্বে উড়ানোর সুযোগ করে দেয়,
আর এরা কিছুটা খারাপ খেললেই এদের মা-বাপ-বউ চৌদ্দগুষ্টি তুইল্লা গালাগালি শুরু কইরা দেন

আপনাগো বিবেকটা কই থাকে..??

আপনার মাথায়, নাকি খায়রুলদের মত তাড়ছিড়া পোলাগোর ঠ্যাংগের তলে...??

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.