নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি সত্যের, সুন্দরের। যেখানে সবাই আশা ছেড়ে দেয় আমি সেখান থেকেই স্বপ্ন দেখতে শুরু করি। অপেক্ষা করতে চাই শেষ পর্যন্ত। তাইতো আছি পরিশেষের অপেক্ষা্য...

পরিশেষের অপেক্ষায়

আমি একজন মুসলমান কিন্তু সবধর্মের মানুষকেই ভালবাসি কারণ আমরা সবাই এক আল্লাহর সৃষ্টিl আমি আমার দেশ ও দেশের মানুষকে খুব ভালোবাসি।

পরিশেষের অপেক্ষায় › বিস্তারিত পোস্টঃ

কোনো নাম নাই :-P

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:২৮

আফগানদের সাথে ম্যাচ জিতলেও তামিম বিজয়রে নিয়া সমালোচনা হইতাছে। স্লো ব্যাটিং নিয়া হওয়ারই কথা। মনেহয় এখন সময় আসছে এই দুইজনরে ফ্রী লাইসেন্স দেওয়ার।

আফগানিস্তানের বিপক্ষে পাল্টা চাপে ছিলাম আমরা। অজিদের সাথে আমাদের হারানোর কিছু নাই, আছে শুধু পাওয়ার। তামিম বিজয়ের হাত খুলে মারার লাইসেন্সটা তাই ইমিডিয়েটলি দরকার।

পিছনে যাই.. ৯৬'র আগের কথা...

অস্ট্রেলিয়া সফরে হঠাৎ করেই রানাতুঙ্গা নিলেন আজগুবি ডিশিসন। ৭-৮ এ খেলা জয়সুরিয়া-কালুভিতারানাকে ওপেন করতে বললেন

দুজনেই অবাক হলেন, খারাপ খেললে দল থেকে বাদ পড়ার চিন্তা। রিস্ক নিলেন, সাহস দিলেন রানাতুঙ্গা। বললেন ৪ ম্যাচ তোমাদের, যা ইচ্ছা কর। দল থেকে বাদ দেওয়া হবেনা।

রানাতুঙ্গা রিস্কটা নিছিলেন কারন তার দলে পারফেক্ট মিডলঅর্ডার ছিল। রানাতুঙ্গা, ডি সিলভা, আত্তাপাতু, মহানামা, গুরুসিংহর মত ব্যাটসম্যান ছিল।

৯৬ বিশ্বকাপে পাওয়ার প্লের ধারনা পাল্টে দিলেন দুইজন। যেখানে ১৫ ওভারে ৬০ রান হলেই উড়ন্ত সূচনা ধরা হত সেখানে ১৫ ওভারে ভারত ও কেনিয়ার বিপক্ষে ১১৭ ও ১২৩ রান। কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১২১ এবং সেমি-ফাইনালে ৮৬ তোলে ভারতের বিপক্ষে।

আর শ্রীলংকার গল্পটা ইতিহাসের অংশ ...হোয়াটমোর, সিলভা, মাতারা, রানাতুঙ্গা ছিলেন কান্ডারি।

আমাদের দিকে চোখ ফেরান...

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আছে আমাদের দলে। যে কিনা ম্যাচের যেকোনো অবস্থায় নিজের খেলা খেলতে পারে।

বর্তমান ক্রিকেটের অন্যতম টপ ট্যাকনিক্যালি সাউন্ড ব্যাটসম্যান মুশফিক আমাদের দলে। সাইজে ছোট হলেও পকেট ডায়নামোর মত কখন যে ফাইট্টা যাইব বলা যায়না...

আছে রিয়াদের মত বিপদের কান্ডারি। দলের বিপদে যে শেষ পর্যন্ত লেগে থাকে। রিসেন্ট ফর্মটাও চমৎকার..

আছে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য মোস্ট পসিব্লি দ্যা বেস্ট ওয়ান ইন ফিফটিন কোটি মাশরাফি বিন মর্তুজা...

সৌম্য,সাব্বির,মিমি,নাসির এদের মত ক্লাসি ভেরিফাইড জিনিয়াস। সব মিলিয়ে পারফেক্ট লাইনাপ। দ্রুত তামিম বিজয়রে হারাইলেও ভালো স্কোর দাড় করাইতে পারি আমরা।

.. কে জানে তামিম-বিজয়ের ফ্রি লাইসেন্স আমাদেরকেও ইতিহাস বানিয়ে ফেলতে পারে..

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.