নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি সত্যের, সুন্দরের। যেখানে সবাই আশা ছেড়ে দেয় আমি সেখান থেকেই স্বপ্ন দেখতে শুরু করি। অপেক্ষা করতে চাই শেষ পর্যন্ত। তাইতো আছি পরিশেষের অপেক্ষা্য...

পরিশেষের অপেক্ষায়

আমি একজন মুসলমান কিন্তু সবধর্মের মানুষকেই ভালবাসি কারণ আমরা সবাই এক আল্লাহর সৃষ্টিl আমি আমার দেশ ও দেশের মানুষকে খুব ভালোবাসি।

পরিশেষের অপেক্ষায় › বিস্তারিত পোস্টঃ

জিওফ বয়কটের কাছে চিঠি ..

১০ ই মার্চ, ২০১৫ সকাল ৯:০৩

জিওফ বয়কট,

স্যার বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ায় আপনি বলেছিলেন আপনার বৃদ্ধ অসুস্থ মাকে মাঠে নামিয়ে দিলেও নাকি আমরা তাদের সাথে জিততে পারবেনা। আমরা কিছুই বলিনাই কারন বলার মত সামর্থ্য বা যোগ্যতা কোনোটাই ছিলনা তখন..

আপনি বলেছিলেন ক্রিকেটারদের পিছনে অযথা টাকা খরচের কথা, জবাবে আমরা কিন্তু একবারও বলিনি যে ইংলিশরা বিশ্বকাপ তো দূরে থাক বড় কোনো শিরোপাও জিততে পারেনি...

আপনি বলেছিলেন আমাদের ব্যাটসম্যানরা বাউন্সি পিচে খাবি খাবে, জবাবে আপনাদের মাঠে আপনাদের পিটিয়েই তামিম দুইটা সেঞ্চুরি করলেও আমরা কিছুই বলিনি...

আপনি অজিদের ব্যার্থতার কথা বলতে গিয়ে আমাদের বারবার খোঁচা দিয়েছেন, কিন্তু গত বিশ্বকাপে আপনাদের হারিয়েও আমরা কিছু বলিনি...

হ্যা আমরা কিছু বলিনি কারন আমরা শান্তিপ্রিয় জাতি, আমরা কিছু বলিনি কারন মাঠে ঠিকভাবে আপনার কথাকে বিট করার মত যোগ্যতা হয়ত আমাদের ছিলনা এই ভেবে...

মাঠে প্রতিপক্ষের আঘাতে আর মাঠের বাইরে সমালোচনার তীরে বিদ্ধ হয়ে শক্ত হতে শিখেছি। অপেক্ষা করছিলাম একটা মোক্ষম সুযোগের..

স্যার, আজ ৯ মার্চ ২০১৫। যেখানে আজ বিশ্বকাপে ব্রিটিশ সুর্য স্তিমিত হয়ে গিয়েছে, সেখানে আমাদের পাড়ায় নতুন সূর্যের নতুন রঙ্গ লেগেছে।

আর সেটা আপনাদের হারিয়েই। তাই কেন জানি মনে হচ্ছে আজ সুযোগটা পেয়ে গেছি। তাই আজ কিছু বলতে চেয়েছিলাম..

কিন্তু বলতে যেয়ে আজও কিছুই বলতে পারলামনা। কারন আমরা খুবই শান্তিপ্রিয় জাতি...

শুধু একটা কথা মনে করিয়ে দিতে
চাই, বাঙ্গালী শান্তিপ্রিয় জাতি ঠিকাছে কিন্তু শান্তির জন্য এরা দু চারটা খুনও করতে পারে... এই কথাটা ভুইল্যা যাইয়েন না...

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৫ সকাল ১০:০৯

নিজাম বলেছেন: ঠিক তাই।

১১ ই মার্চ, ২০১৫ সকাল ৯:১৮

পরিশেষের অপেক্ষায় বলেছেন: হুম...।

২| ১০ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৯

কালো গুপ্তচর বলেছেন: আবেগের বিস্ফারণ :) :P .... ভালো লাগলো।

১০ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১১

পরিশেষের অপেক্ষায় বলেছেন: আপনার ভালো লাগাতেই আমার স্বার্থকতা।
ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন

৩| ১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:১৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: কালো গুপ্তচর বলেছেন: আবেগের বিস্ফারণ :) :P .... ভালো লাগলো।

১০ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

পরিশেষের অপেক্ষায় বলেছেন: কালো গুপ্তচরকে বলেছি
আপনার ভালো লাগাতেই আমার স্বার্থকতা।
ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন :) :P

৪| ১০ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

হাসান মাহবুব বলেছেন: বুইড়া মাইনষে কবে কী কইসে, মাফ কইরা দেন!

১১ ই মার্চ, ২০১৫ সকাল ৯:১৮

পরিশেষের অপেক্ষায় বলেছেন: বস, শুধু আপনার কথায় মাফ কইরা দিলাম।
ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.