নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি সত্যের, সুন্দরের। যেখানে সবাই আশা ছেড়ে দেয় আমি সেখান থেকেই স্বপ্ন দেখতে শুরু করি। অপেক্ষা করতে চাই শেষ পর্যন্ত। তাইতো আছি পরিশেষের অপেক্ষা্য...

পরিশেষের অপেক্ষায়

আমি একজন মুসলমান কিন্তু সবধর্মের মানুষকেই ভালবাসি কারণ আমরা সবাই এক আল্লাহর সৃষ্টিl আমি আমার দেশ ও দেশের মানুষকে খুব ভালোবাসি।

পরিশেষের অপেক্ষায় › বিস্তারিত পোস্টঃ

নিজের দেশের খেলা দেখা খুবই কঠিন তবুও...

১৫ ই মার্চ, ২০১৫ রাত ১:৫৪

নিজের দেশের খেলা দেখা খুবই কঠিন, প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ব্যাটের আঘাতে কলিজা ছাড়খার হয়ে যেতে চায়..

নিজের দেশের খেলা দেখা খুবই কঠিন, প্রতিপক্ষের বোলারদের উইকেট পেতে দেখে নিজের চুল ছিঁড়তে ইচ্ছা করে..

নিজের দেশের খেলা দেখা খুবই কঠিন, প্রতিপক্ষের চার-ছক্কা মারা ব্যাটসম্যানটাকে লংকার রাবনের মতই দানব মনে করতে হয়..

নিজের দেশের খেলা দেখা খুবই কঠিন,
নিজেদের পরাজয়ে নিজেদেরই পিশাচরূপি স্বজাতির পৈশাচিক জয়োল্লাস দেখতে হয়..

নিজের দেশের খেলা দেখা খুবই কষ্টের, এখানে হার-জিতের উল্লাস-কষ্ট ছাড়া মাঝামাঝি বলতে কিছুই থাকে না..

নিজের দেশের খেলা দেখা খুবই কঠিন, দলের জয়ের উল্লাসে মাতোয়ারা হতে হয় নইলে আবেগহীন শুন্যতা জাপটে ধরে..

নিজের দেশের খেলা দেখা খুবই কঠিন, দলের পরাজয়ের বেদনায় নীল হতে হয়। এই নীল ভালোবাসার প্রতীক নয়, এই নীল কষ্টের নীল..

তবুও সবাই নিজের দেশের খেলা দেখতে চায়, কঠিন হলেও চায়, চায় বেদনার নীল দিয়ে ভালোবাসার ক্যানভাসে একটু হলেও রঙের আচড় দিতে...

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৪১

নীল আকাশ ২০১৪ বলেছেন: কে বাধ্য করেছে দেখতে? দরজা-জানালা বন্ধ করে ঘুম দিলেই তো পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.