নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি সত্যের, সুন্দরের। যেখানে সবাই আশা ছেড়ে দেয় আমি সেখান থেকেই স্বপ্ন দেখতে শুরু করি। অপেক্ষা করতে চাই শেষ পর্যন্ত। তাইতো আছি পরিশেষের অপেক্ষা্য...

পরিশেষের অপেক্ষায়

আমি একজন মুসলমান কিন্তু সবধর্মের মানুষকেই ভালবাসি কারণ আমরা সবাই এক আল্লাহর সৃষ্টিl আমি আমার দেশ ও দেশের মানুষকে খুব ভালোবাসি।

পরিশেষের অপেক্ষায় › বিস্তারিত পোস্টঃ

কাঁপবে বিশ্ব, নায়ক হবে টাইগাররা

১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:২৬

১৬ ই মার্চ,২০০৭ বিশ্বকাপ।

পরেরদিন ভারতের সাথে বিগ ম্যাচ, টাইগাররা ব্যাস্ত ছিল প্রস্তুতিতে। হঠাৎই মানজারুল রানার মৃত্যু সংবাদ শুনে বিধ্বস্ত বাংলাদেশ। তার উপর শেওয়াগ অবজ্ঞায় বলেছিলেন বাংলাদেশকে নিয়ে তারা চিন্তিত নন, গোনায়ই ধরছেন না।

রানার বেস্ট ফ্রেন্ড ইন্সপায়ারেসনের বোম্ব খ্যাত মাশরাফি কষ্টের মাঝেও দলকে মন্ত্র দিলেন “ভারতকে ধরে দিবানি” থিউরি

১৭ই মার্চ ২০০৭, মঞ্চ তৈরি

আগে ব্যাটিং করতে নামে ভারত। নিজের দ্বিতীয় ওভারের ৪র্থ বলে শেওয়াগের অফস্ট্যাম্প উড়িয়ে দিয়ে ধ্বংসযজ্ঞ শুরু করেন মাশরাফি। সেই ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে শক্তিশালী ভারতের ব্যাটিং অলআউট হয় মাত্র ১৯১ রানে।

জবাবে বিশ্বকাপে অভিষেক হওয়া তিন তরুন তামিম, সাকিব, মুশফিকে- মারকাটারি, দায়িত্বশীল আর ধৈর্যশীল ব্যাটিংয়ে ৫ উইকেট হারিয়েই ১২০ কোটি ভারতীয় সমর্থকদের স্বপ্ন চুরমার করে দেয় টাইগার বাহিনী।

১৯শে মার্চ ২০১৫, বিশ্বকাপ।

আবারো ভারতের সামনে টাইগাররা। তবে হিসাবটা পাল্টে গেছে। ১২০ কোটির স্বপ্নটা দেড়শো কোটিতে ছাটিয়েছে, সেবার ছিল গ্রুপ পর্বের লড়াই,এবার কোয়ার্টার ফাইনালের।

সেবার ছিল ১৭ই মার্চ এবার ১৯ শে মার্চ। মাঝখানে মাত্র দু দিনের ব্যাবধান। তবে হিসাবটা পুরোনো, আগের মতই..

● টাইগাররা কি পারবে ১৭ই মার্চকে ১৯শে মার্চে নিয়ে যেতে ??

● টাইগাররা কি পারবে পোর্ট অব স্পেনকে মেলবোর্নে নিয়ে যেতে ??

● টাইগাররা কি পারবে সকল না না পারার হিসাবটা বুঝিয়ে দিতে ??

কলম রেডি, মঞ্চ রেডি, রেডি ইন্সপায়ারেসনের বোম্ব মাশরাফি পাগলাও...শুধু মঞ্চায়নের অপেক্ষা... কাঁপাবে বিশ্ব... নায়ক হবে টাইগাররা...

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৩১

ইমতিয়াজ ১৩ বলেছেন: বাংলাদেশ দলের জন্য শুভকামনা, তবে যে কোন পরিস্থিতি মেনে নেয়ার মানষিকতা থাকা দরকার।

১৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৫

পরিশেষের অপেক্ষায় বলেছেন: জয় চাই, তবে পরাজয়ও মেনে নিতে হবে। জয়-পরাজয়ে সাথে আছি।

২| ১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৪২

জাহেদুর রহিম লিটন বলেছেন: শুভ কামনা রইল।

১৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৬

পরিশেষের অপেক্ষায় বলেছেন: আপনার জন্যও শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.