নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি সত্যের, সুন্দরের। যেখানে সবাই আশা ছেড়ে দেয় আমি সেখান থেকেই স্বপ্ন দেখতে শুরু করি। অপেক্ষা করতে চাই শেষ পর্যন্ত। তাইতো আছি পরিশেষের অপেক্ষা্য...

পরিশেষের অপেক্ষায়

আমি একজন মুসলমান কিন্তু সবধর্মের মানুষকেই ভালবাসি কারণ আমরা সবাই এক আল্লাহর সৃষ্টিl আমি আমার দেশ ও দেশের মানুষকে খুব ভালোবাসি।

পরিশেষের অপেক্ষায় › বিস্তারিত পোস্টঃ

লাল-সবুজে আবারো রাঙ্গাতে চাই..

১৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪৬

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বিশ্বকাপ। তখনকার বাংলাদেশ ছিল “মিনোজ” টাইপের দল। মাঝে মাঝে বড় দল হারিয়ে দুই একটা চমক দেখালেও জয়ের অভ্যাসটা তখনো ঠিকভাবে গড়ে উঠেনি।

পোর্ট অব স্পেনে শক্তিশালী ভারতের মুখোমুখি বাংলাদেশ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশকে মোটামুটিভাবে উড়িয়েই দিয়েছিল বিরেন্দের শেওয়াগ।

একশো বিশ কোটি ভারতীয়কে চোখের জ্বলে ভাসিয়ে টাইগাররা বুঝিয়ে দিয়েছিল বাঘের গুহায় পা দিলে বেশিক্ষন টিকে থাকা যায়না।

শচীন, গাঙ্গুলী, যুবরাজ, ধোনী, গম্ভীর, হরভজন, জহির খানের মত তারকা সমৃদ্ধ ভারতকে সেবার ৫ উইকেটে হারিয়ে দেশে ফেরার রাস্তা দেখিয়েছিল টাইগার বাহিনী।

জয় নিয়ে দলের প্লেয়াররা এখনো বলেন যে মাঠের ভিতরের মাশরাফি নয়, মাঠের বাইরের মাশরাফির কল্যাণেই নাকি সেবার ভারত বদ করতে পেরেছিল..

বাদ দেন তো পুরোনো কথা...

কাল বাদে পড়শু আবারো ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেদিনের শচীন, সৌরভরা আজ নেই। আছে কোহলি, ধাওয়ান, রায়নারা...

জবাব দিতে প্রস্তুত সাকিব, তামিম, মুশফিক, তাসকিন, রিয়াদ দের এক ব্যাটালিয়ন। এক চুলও ছাড় দিতে রাজি নয় এই যোদ্ধাগুলা...

সবচেয়ে বড় কথা সেদিনের সেই তরুন ইন্সপায়ারেসন বোম্ব মাশরাফি আজ দলের ক্যাপ্টেন। দেশের পতাকা উচু করে তুলে ধরবার দৃঢ় দায়িত্ব...

আজ আবার ১৭ই মার্চ। আজ থেকে আট বছর আগে আজকের দিনেই কোটি প্রানের স্বপ্নের ক্যানভাসে একফোঁটা লাল সবুজ তুলির আচড় কাটতে পেরেছিল টাইগাররা..

তবে সে আচড়টাতে যেন অনেকটা পুরোনো হয়ে গেছে, আবার নতুন করে রঙ্গ লাগাতে চাই ...

আবারো চাই চিৎকার করে কাঁদতে, আবারো চাই চুপ করে টাইগারদের গর্জন শুনতে, আবারো অশ্রুসিক্ত কান্নাভেজা কন্ঠে বলতে চাই
…হ্যা আমরা পেরেছি…

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩১

প্রেতরাজ বলেছেন: ইনশাল্লাহ, মহান তিনি থাকবেন আমাদের পাশে।

১৭ ই মার্চ, ২০১৫ ভোর ৬:২৫

পরিশেষের অপেক্ষায় বলেছেন: আমিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.