নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি সত্যের, সুন্দরের। যেখানে সবাই আশা ছেড়ে দেয় আমি সেখান থেকেই স্বপ্ন দেখতে শুরু করি। অপেক্ষা করতে চাই শেষ পর্যন্ত। তাইতো আছি পরিশেষের অপেক্ষা্য...

পরিশেষের অপেক্ষায়

আমি একজন মুসলমান কিন্তু সবধর্মের মানুষকেই ভালবাসি কারণ আমরা সবাই এক আল্লাহর সৃষ্টিl আমি আমার দেশ ও দেশের মানুষকে খুব ভালোবাসি।

পরিশেষের অপেক্ষায় › বিস্তারিত পোস্টঃ

ইমরান খানের কাছে খোলা চিঠি

২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৭

ডিয়ার ইমরান খান,

মিস্টার ক্রিকেট লিজেন্ড, জানতে ইচ্ছা করছে কেমন আছেন। জানার উপায় নেই, তবুও মনে হচ্ছে ভালো নেই আপনি। ভালো থাকবেনই বা কি করে আপনার উত্তরসূরিরা যে আজ টাইগারদের হাতে হোয়াইটওয়াশ হয়েছে। আমরা যাকে বাংলাওয়াশ বলি...

...আচ্ছা স্যার আপনার কি মনে পড়ে ২৯ বছর আগের ৩১ মার্চের সেই দিনের কথা? যেদিন আপনাদের সাথেই বিশ্বক্রিকেটে বাংলাদেশ নামক একটি খর্বশক্তির দলের উথান হয়েছিল...

...মনে আছে ৩৪৯ মাস আগের সেই দিনটির কথা? যেদিন গাজি আশরাফ হোসেন লিপু নামের এক বাঙ্গালীর সাথে আপনাকে টস করতে নামতে বলা হয়েছিল...

...স্যার আপনার কি মনে পড়ে ১০৬১৪ দিন আগের কথা? যেদিন অবজ্ঞ্রা সুরে আপনি মাঠে গিয়ে টস করতে যেতে আপত্তি জানিয়েছিলেন...

…স্যার জানিনা ২৫৪৭৩৬ ঘন্টা আগে আপনি কেন এমন করেছিলেন। সেটা কি একাত্তরে হারের বেদনা ছিল নাকি আমরা ছোট আর আপনারা শক্তিশালী দল ছিলেন বলে…

...স্যার জানেন ১৫২৮৪১৬৮ মিনিট আগের সেই ঘটনাটি।আমাদের প্রজন্মের অনেকেই জানেনা, জানতেও চায়না। তাইতো বাংলাদেশের মাটিকে আপনারা দ্বিতীয় ঘাটি হিসেবে ভাবার সাহস করতে পারেন...

…স্যার জানেন ৯১৭০৫০১৩২ সেকেন্ড আগের সেই ছোট্ট ঘটনাটি যারা জানে তাদের মনে এতোই তীব্র ব্যাথা দিয়েছে যে তারা প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে জ্বলে পুড়ে মরে…

…স্যার মনে আছে সেই মুহূর্তের কথা? না থাকুক। আজকের কথাটা মনে রাখুন স্যার। ২৯ বছরের সেই বেদনা আজকে কিছুটা লাগব হয়েছে স্যার…

…জানেন স্যার আজকে আমরা খুব আনন্দিত। এতোদিন বুকে একটা কষ্টের পাথর চাপা দিয়ে রেখেছিলাম। আজ সেই পাথরটা বুকের উপর থেকে নেমে গেছে…

...জানেন স্যার আমরা আপনাদের মত বড় দল হয়ে যাইনি তবুও আমরা টাইগারদের নিয়ে গর্ব করি। কিন্তু আপনাদের মত আমরা অহংকার করিনা, দেখাইনা...

…স্যার আমরা এখনো এখনো টপ রেংকড দল হয়ে যাইনি, কিন্তু কথা দিতে পারি কাউকেই এখন আর ছেড়ে কথা বলব না...

...এখনো আমাদের আশাহত হতে হয়, আমাদের স্বপ্ন ভেঙ্গে যায়, কিন্তু জানেন স্যার টাইগারদের প্রতি আমাদের ভালোবাসার কোনো কমতি হয়না...

...হোয়াইটওয়াশ হইছেন, জানি ভালো থাকতে পারবেননা স্যার তবুও বলব ভালো থাকবেন স্যার...

ইতি,
বাংলাওয়াশের সাক্ষী
একজন বাংলাদেশী সমর্থক

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৯

শামস 8929 বলেছেন: এতা প্রশ্ন করেন কেন? এমনিতে হারের কারনে মাথা ঠিক নাই তার উপর এই কথা সেই কথা..... যান তো মিয়া। ............... আমার মনে হয় ইমরান সাহেবের এর চেয়ে ভাল কোন উত্তর নেই। আর আমার দেশের পাকিরা কি বলে একটু শুনেন------- ভাইয়েরে একটু উপরে তুললাম আর কি...... নাইলে কি বাংলাদেশ পাকির সাথে কখনো পারবে।

ভাইজান, ইমরানকে যতই প্রশ্ন করেন না কেন আমার দেশের পাকিরা কখনোই মরবে না...

২| ২৩ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩২

নিজাম বলেছেন: পাকিস্তানিরা অসভ্য, বর্বর জাতি। একই উপমহাদেশের এবং একই ধর্মের দেশ হওয়া সত্ত্বেও আমাদের প্রতি তারা কোন সহানুভূতি প্রকাশ করেনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.