নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি সত্যের, সুন্দরের। যেখানে সবাই আশা ছেড়ে দেয় আমি সেখান থেকেই স্বপ্ন দেখতে শুরু করি। অপেক্ষা করতে চাই শেষ পর্যন্ত। তাইতো আছি পরিশেষের অপেক্ষা্য...

পরিশেষের অপেক্ষায়

আমি একজন মুসলমান কিন্তু সবধর্মের মানুষকেই ভালবাসি কারণ আমরা সবাই এক আল্লাহর সৃষ্টিl আমি আমার দেশ ও দেশের মানুষকে খুব ভালোবাসি।

পরিশেষের অপেক্ষায় › বিস্তারিত পোস্টঃ

সহিংসতা নাকি সুবাতাস..??

২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:২৭

ঢাকার উত্তর দক্ষিন আর চট্টগ্রামে নির্বাচন দেখে খুবই হতাশ হয়েছি। বিশেষ করে আওয়ামী লীগের প্রতি।

বিএনপি-জামাতের যা অবস্থা তাতে সত্যিকারের সুষ্ঠু নির্বাচন হলে ফলাফল লীগের পক্ষেই যেত বলে মনে হয়। শুধু শুধু।নিজেদেরই ক্ষতি করল।

তাবিদ আওয়াল এর বিপক্ষে আওয়ামী লীগের প্রার্থী ইজিলিই জিতে যাইত। আবার বিএমপির ভোটগুলো মাহি বি চৌধুরীর সাথে ভাগাভাগি হয়ে যেত।

চট্টগ্রামে গত কয়েক বছরে যে হাল, বিশেষ করে জলাবদ্ধতা তাতে মঞ্জুর আলমকে মানুষ আবার চাইত না বলেই মনে হয়।

৫ জানুয়ারিতে নির্বাচনে না এসে ভূল করেছিল বিএনপি যার ফল দেড় বছর যাবত ভোগ করেছে দেশবাসী। আর এইবার লীগের কান্ডে কে জানে কতদিন

সহিংসতা নাকি সুবাতাস বইবে সেটা সময়ই বলে দিবে...

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৮

রিনকু১৯৭৭ বলেছেন: প্রথম কথা হলো বি.এন.পি গত তিনটা মাসে যে তান্ডব চালালো তা তে তারা কি হিসেবে নির্বাচনে আসলো সেটা আমার কাছে বোধগম্য নয়। ওরা মানুষ পোড়াবে আবার ভোটও চাইবে সেটাতো আর হয়না।

২| ২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

পরিশেষের অপেক্ষায় বলেছেন: যা কিছুই হয়েছে, তা ভালো হয়নাই, আজ যা হলো তাও ভালো হলোনা, ভবিষ্যতে যা হবে তাও ভালো হবেনা।

সত্যিই লীগ এরকম না করলেও পারত। জয়টা তাদেরই হত। দুইটা শিউরলি বলা যায়।

ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.