নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি সত্যের, সুন্দরের। যেখানে সবাই আশা ছেড়ে দেয় আমি সেখান থেকেই স্বপ্ন দেখতে শুরু করি। অপেক্ষা করতে চাই শেষ পর্যন্ত। তাইতো আছি পরিশেষের অপেক্ষা্য...

পরিশেষের অপেক্ষায়

আমি একজন মুসলমান কিন্তু সবধর্মের মানুষকেই ভালবাসি কারণ আমরা সবাই এক আল্লাহর সৃষ্টিl আমি আমার দেশ ও দেশের মানুষকে খুব ভালোবাসি।

পরিশেষের অপেক্ষায় › বিস্তারিত পোস্টঃ

বঙ্গবব্ধু নয়! !

১৫ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

...আচ্ছা ধরুন, আপনি একজন বাংলাদেশ ক্রিকেটেরে একজন পিওর ভক্ত, আর তার মাঝে সাকিবের অন্ধ ভক্ত, পিওর সাকিবিয়ান, মানে সাকিবের ডাই হার্ড ফ্যান...
.
... আমি কিন্তু আবার তেমন ভক্ত না, আমি সাকিবের তেমন ভক্ত নই,আমি সাকিবকে একেবারেই পছন্দ করিনা। আমি মাশরাফির অন্ধ ভক্ত, মাশরাফির ডাই হার্ড ফ্যান ...
.
... তো ঘটনা হইল, একদিন আপনার সাথে সাকিব আর মাশরাফিকে নিয়ে কথা হচ্ছে। আপনি সাকিবকে নিয়ে বলতেছেন আর আমি মাশরাফিকে নিয়ে...
.
... তর্ক-বিতর্কের কোনো এক পর্যায়ে আমার মাথা গরম হয়ে গেল, তখনই আমি সাকিবকে যা ইচ্ছা তাই বলে গালাগালি করতে লাগলাম.. এক পর্যায়ে আপনার সাথে মারামারি শুরু করে দিলাম...
.
...তো এরপরের কাহিনী হইল যে, আপনি সিদ্ধান্ত নিলেন আর যাই হোক মাশরাফিকে আর কখনোই সাপোর্ট করা যাবেনা, মাশরাফির ফ্যানরা খারাপ, সো মাশরাফিও খারাপ
.
...ঘটনাটা ইকটু চিন্তা করার চেষ্টা করেন
.
কিছু বুঝতে পারলেন...??
.
এখানে দোষটা আসলে কার...??
.
...আমি মাশরাফির ফ্যান তাই দোষ মাশরাফিকে দিবেন নাকি আমাকে দোষ দিয়ে আমাকে বয়কট করবেন...??
.
... আমি মাশরাফি নই যে, আমার আচরন দেখে আপনি মাশরাফির চরিত্র বিচার করবেন। মাশরাফির চরিত্র বা তাকে চিনতে হলে আপনাকে খোদ মাশরাফির কাছেই যেতে হবে...
.
...শুধুমাত্র মাশরাফিকে দেখেই মাশরাফির আচরনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, আমাকে দেখে নয়...
.
বুঝাইতে পারছি...???
.
... ঠিক একইভাবে বঙ্গবন্ধুকে বিচার করতে হলে বঙ্গবন্ধুকে দেখেই, তাকে জেনেই বিচার করতে হবে। তিনি কেমন মানুষ ছিলেন, তিনি অন্তরে কোন চেতনা ধারন করতেন সেটা দেখতে হবে...
.
...আমাকে বা কোথাকার কোন দল বা সংগঠন কি করল বা কি করতে চাইছে বা বঙ্গবন্ধুর নামে কে কি করল সেটা দিয়ে বঙ্গবন্ধুকে বিচার করতে পারবেন না...
.
...তিনি যে চেতনা বুকে লালন করতেন, আমি যদি সেটাকে প্রেরণা হিসেবে নিতে পারি দ্যাটস ফাইন...
.
...কিন্তু আমি সেই প্রেরণা হিসেবে নিতে না পারি দ্যাটস অনলি মাই ফল্ট, সেটার দায় কারও নয়। শুধুমাত্র আমার দোষ, আমার এবং শুধুই আমার...
.
...বঙ্গবন্ধুর নয়...

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) বলেছেন: হাচা কথা কচইছেন তো!

৩০ শে আগস্ট, ২০১৫ রাত ১০:২১

পরিশেষের অপেক্ষায় বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.