নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি সত্যের, সুন্দরের। যেখানে সবাই আশা ছেড়ে দেয় আমি সেখান থেকেই স্বপ্ন দেখতে শুরু করি। অপেক্ষা করতে চাই শেষ পর্যন্ত। তাইতো আছি পরিশেষের অপেক্ষা্য...

পরিশেষের অপেক্ষায়

আমি একজন মুসলমান কিন্তু সবধর্মের মানুষকেই ভালবাসি কারণ আমরা সবাই এক আল্লাহর সৃষ্টিl আমি আমার দেশ ও দেশের মানুষকে খুব ভালোবাসি।

পরিশেষের অপেক্ষায় › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন গনমানুষের নেতা

২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৫

... প্রায় ৮ দশক আগের কথা, বাংলাদেশ কিংবা ভারত তখনও সৃষ্টি হয়নি। কলকাতা হাইকোর্টে চলছিল এক জটিল মামলা, যাতে লড়ছিলেন এই উপমহাদেশের শ্রেষ্ঠ আইনজীবীদের একজন...

.... তো মামলা চলার সময় তিনি আকস্মিক উত্তেজিত হয়ে তার অধস্তন অন্য এক আইনজীবীকে এজলাসের মধ্যেই চড় দিয়ে বসেন! অপরাধ ছিল তিনি প্রয়োজনীয় কাগজপত্র ঠিকসময়ে উপস্থাপন করতে পারেননি...

.... তার ২০ বছর পরে কোনো এক দিনে আবারো দেখা হয়ে যায় দুজনের। সেদিনের সেই অধস্তন ব্যক্তিটি তখন ভারতবিখ্যাত এক ব্যক্তিত্ব। দেখা হওয়ার পরে তিনি সেদিন বলেছিলেন,

“স্যার, ম্যায় খুশ নসিব হু যো আপনে মুঝে উসদিন সবক দিয়া।” অর্থাৎ “আমি সৌভাগ্যবান যে, আপনি সে দিন আমাকে শিক্ষা দিয়েছিলেন।”

মনে কি প্রশ্ন জাগছে যে, উপরের ঘটনার দুইজন ব্যক্তি কে? তাদের পরিচয় কি?

...তাহলে শুনুনু...

... চড় খাওয়া যে লোকটি ২০ বছর পর ভারত বিখ্যাত ব্যক্তিত্বে পরিণত হওয়ার পরেও সেদিন বিনয় দেখিয়েছিলেন তিনি হলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ...

... আর যিনি চড় মেরেছিলেন তিনি? তিনি আর কেউ নন, তিনি বাংলার বাঘ খ্যাত, উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আইনজীবী, জনদরদি, রাজনীতির প্রোজ্জ্বলতম জ্যোতিষ্ক শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হক...

...শুভ জন্মদিন গনমানুষের নেতা...

মন্তব্য ১৬ টি রেটিং +১৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২০

ধমনী বলেছেন: দারুণ।

২| ২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৮

তাল পাখা বলেছেন: উতসাহ যোগানো লেখা। ধন্যবাদ।

৩| ২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গনমানুষের নেতা এ,কে ফজলুল হকের ১৪২তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

৪| ২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৬

পরিশেষের অপেক্ষায় বলেছেন: দারুন মানুষদের গল্প দারুনই হয়।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৯

সুমন কর বলেছেন: শেয়ারটা চমৎকার হয়েছে।

শুভ জন্মদিন গণমানুষের নেতা...

৬| ২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০১

পরিশেষের অপেক্ষায় বলেছেন: দারুন মানুষদের গল্প দারুনই হয়।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৯

আমিনুর রহমান বলেছেন:



বাংলার বাঘ !

৮| ২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫০

নিজাম বলেছেন: ধন্যবাদ মূল্যবান তথ্যের জন্য।

৯| ২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৯

গেম চেঞ্জার বলেছেন: দেহে শিহরণ জাগলো!! মনটা আনন্দে ভিড়ভিড় করলো। অান্তরিক শুভেচ্ছা ও +

১০| ২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৮

হাসান মাহবুব বলেছেন: শুভ জন্মদিন বাংলার বাঘ!

১১| ২৬ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

হামিদ আহসান বলেছেন: ...শুভ জন্মদিন গনমানুষের নেতা...

১২| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:৫১

আব্দুল্যাহ বলেছেন: শুভ জন্মদিন

১৩| ২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:০৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আহা,,,গর্বে বুকটা ভরে গেলো
শুভ জন্মদিন বাংলার বাঘ।

১৪| ২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৫

রমিত বলেছেন: এই ইতিহাসটা জানা ছিলো না। জানানোর জন্য আপনাকে ধন্যবাদ।
শের-ই-বাংলা আমার প্রিয় নেতাদের একজন। উনাকে সশ্রদ্ধ সালাম।

১৫| ২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১০

রুদ্র জাহেদ বলেছেন: বাংলার বাঘ

১৬| ২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৬

কিরমানী লিটন বলেছেন: সুমন কর বলেছেন: শেয়ারটা চমৎকার হয়েছে।

শুভ জন্মদিন গণমানুষের নেতা..

শুভকামনা সতত ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.