নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি সত্যের, সুন্দরের। যেখানে সবাই আশা ছেড়ে দেয় আমি সেখান থেকেই স্বপ্ন দেখতে শুরু করি। অপেক্ষা করতে চাই শেষ পর্যন্ত। তাইতো আছি পরিশেষের অপেক্ষা্য...

পরিশেষের অপেক্ষায়

আমি একজন মুসলমান কিন্তু সবধর্মের মানুষকেই ভালবাসি কারণ আমরা সবাই এক আল্লাহর সৃষ্টিl আমি আমার দেশ ও দেশের মানুষকে খুব ভালোবাসি।

পরিশেষের অপেক্ষায় › বিস্তারিত পোস্টঃ

তবুও ফিরে আসবো

২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০০

যাও আমায় ছেড়ে চলে যাও
অনেক দূরে চলে যাও
তবুও তোমার প্রতিক্ষায় বসে থাকব

যাও আমাকে ভুলে যাও
ভুলে একেবারে সরে দাড়াও
তবু তোমার অপেক্ষায় বেচে থাকবো

যাও বিলীন হয়ে যাও
আমাকে একেবারে ভুলে যাও
তবুও তোমার মাঝেই মিশে থাকবো

ডেকে উঠো তুমি
নাম ধরে মোর একটিবার
দেখা দিব দৃষ্টির সীমানায়

ফিরে আসবো
কথা দিচ্ছি ফিরে আসবোই
নতুন কিছুর প্রত্যাশায়!

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬

মাধব বলেছেন: অনেক স্মৃতি মনে করিয়ে দেয়। অনেক প্রতীক্ষার গল্প মনে করিয়ে দেয়।

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩০

পরিশেষের অপেক্ষায় বলেছেন: স্মৃতিগুলো মনেই বেচে থাকুক।

মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা নিবেন।
দেরীতে প্রতিউত্তরের জন্য দুঃখিত।

২| ২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৮

মাহবুবুল আজাদ বলেছেন: বেশ চমৎকার লিখেছেন, ভাল লাগল।

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৬

পরিশেষের অপেক্ষায় বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৩| ২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪১

চাঁদগাজী বলেছেন:

লক্ষ কোটী বার মানুষ এ কথাট বলেছে, বহুভাবে

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৯

পরিশেষের অপেক্ষায় বলেছেন: একেক মানুষের ভাব প্রকাশের ভঙ্গি একেক রকম। কিন্তু অনুভূতি অনেকের প্রায়ই কাছাকাছি

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৪| ২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১০

আরজু পনি বলেছেন:

এভাবে অপমানিত হতে ভালো লাগে না, কিন্তু তারপরও অপেক্ষায় থাকতে হয়...যদি সে ডাকে !

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৮

পরিশেষের অপেক্ষায় বলেছেন: সে কি ডাকবে ?
প্রতীক্ষায় আছি তার...

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.