নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি সত্যের, সুন্দরের। যেখানে সবাই আশা ছেড়ে দেয় আমি সেখান থেকেই স্বপ্ন দেখতে শুরু করি। অপেক্ষা করতে চাই শেষ পর্যন্ত। তাইতো আছি পরিশেষের অপেক্ষা্য...

পরিশেষের অপেক্ষায়

আমি একজন মুসলমান কিন্তু সবধর্মের মানুষকেই ভালবাসি কারণ আমরা সবাই এক আল্লাহর সৃষ্টিl আমি আমার দেশ ও দেশের মানুষকে খুব ভালোবাসি।

পরিশেষের অপেক্ষায় › বিস্তারিত পোস্টঃ

একমুঠো স্বপ্নের বীজ

০২ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

প্রিয়তমা,
তোমায় নিয়ে স্বপ্ন সাজাবো
সেই একমুঠো স্বপ্ন নিয়ে
বেচে থাকতে চাই চিরকাল
ব্যস্ততম নগরীর ব্যস্ততার ভিড়ে
কিছু সময় দিতে পারবে?

প্রিয়তমা,
কসমিক ভালোবাসার এই যুগে
তোমায় নিয়ে বুনতে চাই
সত্য প্রেমের তেজস্বী বীজ
তুমি কি একটু সুযোগ দিবে?

প্রিয়তমা,
নাগরিক কোলাহলের বাইরে গিয়ে
একমুঠো রোদ্দুর হাতে নিয়ে
কিংবা বর্ষার স্বচ্ছজলে ভেজার
প্রতীক্ষার অবসান ঘটাবে কি?

প্রিয়তমা,
মধ্যরাতে জোৎস্নার রূপালী আলোয়
কিংবা নদীতীরে বিকেলের বাতাসে
তোমার হাত ধরে হাটতে চাই
এই অধমের সঙ্গী হবে কি?

প্রিয়তমা
রেস্তোরা কিংবা কফিশপের
দামী খাবারের স্বাদ ভুলে
একঠোঙ্গা বাদামে গল্প জমাব
তুমি কি গল্পের সাথী হবে?

প্রিয়তমা,
হাজার টাকার পার্লার ভুলে
নীলশাড়ি আর খোপায় কালো চুলে
হালকা করে যদি সাজতে বলি
তুমি রাজি হবে তো?

প্রিয়তমা,
নাগরিক সাহিত্যের আভিজাত্য ভুলে
তোমায় নিয়ে মনের আনন্দে
কবিতা লিখব ভালোবাসার ছন্দে
তুমি কি আমার ডায়েরি হবে?

প্রিয়তমা,
ক্লান্তিকর দিনের অস্তভাগে
তোমায় আলতো ছোয়ায়
মুগ্ধতার ফেরিওয়ালা হতে চাই
তুমি সদাই করবে তো?

প্রিয়তমা,
পৃথিবীর শুদ্ধতম মানুষ হিসেবে
তোমায় ভালোবাসতে চাই
সেই দাবীতে প্রশ্ন করব
তুমি আমায় ভালোবাসবে কি?

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৮

মাহবুবুল আজাদ বলেছেন: হে প্রিয়তমা সব প্রশ্ন কাব্যের উত্তরে হ্যা বলে দাও???????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.