নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি সত্যের, সুন্দরের। যেখানে সবাই আশা ছেড়ে দেয় আমি সেখান থেকেই স্বপ্ন দেখতে শুরু করি। অপেক্ষা করতে চাই শেষ পর্যন্ত। তাইতো আছি পরিশেষের অপেক্ষা্য...

পরিশেষের অপেক্ষায়

আমি একজন মুসলমান কিন্তু সবধর্মের মানুষকেই ভালবাসি কারণ আমরা সবাই এক আল্লাহর সৃষ্টিl আমি আমার দেশ ও দেশের মানুষকে খুব ভালোবাসি।

পরিশেষের অপেক্ষায় › বিস্তারিত পোস্টঃ

গল্পটা রূপক, বাস্তবতা তারচেয়েও রূপক

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০০

একজায়গায় দাওয়াত ছিলো, আমি সাধারনত কোনো দাওয়াতে যাইনা। এবারও চিন্তা করলাম যাবোনা, কিন্তু আশেপাশের সবাই বলল, 'দাওয়াতে না যাওয়াটা খারাপ দেখায়, তুমি বরং যাও ভালো হবে'। আমি গেলাম...
.
যাওয়ার পর মস্ত আয়োজন করে তারা আমায় বরন করে নিলো। খাওয়া - দাওয়ার সময় আসলো। তারা আমাকে যথাস্থানে নিয়ে বসালো, হাত ধুয়ে প্লেট নিয়ে বসে আছি খাবারের অপেক্ষায়। এমন সময় লোক আসলো এবং বলল ‘ভাইসাব খাবার দাবার শেষ হয়ে গেছে আজ খাওয়া হবেনা। আপনি বরং চলে যান এটাই ভালো হবে’...
.
আমি চলে এলাম। আগেই বলেছি দাওয়াত খাওয়ার কোনো ইচ্ছাই আমার ছিলোনা, এখন যদি বলি দাওয়াত খেতে না পারায় আমি বিভ্রান্ত হইনি তাহলে কি আপনি বিশ্বাস করবেন?
.
গল্পটা রূপক, বাস্তবতা তারচেয়েও রূপক .. সম্ভবত হুমায়ুন আহমেদের সৃষ্ট রূপা চরিত্রের চেয়েও রূপক...

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৯

হাওর ভূমিপুত্র ড. নিয়াজ পাশা বলেছেন: সুন্দর প্রকাশ।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১১

পরিশেষের অপেক্ষায় বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৭

রক্তিম দিগন্ত বলেছেন: আপনার দাওয়াত খাওয়ার অনাগ্রহের কারণেই আপনি দাওয়াতে গিয়েও দাওয়াত খেতে পাননি। এটা আসলে বুমেরাং-এর মত।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১২

পরিশেষের অপেক্ষায় বলেছেন: ব্যাপারটা দাওয়াতের নাহ! রূপক অর্থে দাওয়াত! :(
ধন্যবাদ আপনাকে

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৮

আম আদমি বলেছেন: আফসোস যদিও বা গেলেন, না খেয়ে ফিরতে হল।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১২

পরিশেষের অপেক্ষায় বলেছেন: কি আর করবো বলেন?
আফসোস বাড়িয়ে দিল!

ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৪

কেউ নেই বলে নয় বলেছেন: হইতে পারে। বাস্তবতা আসলে ভাসমান অবস্থা থাকে। ভবিষ্যতের বাস্তবতা নির্ভর করে অতীত বাস্তব কিংবা তাৎক্ষনিক বাস্তবের সিদ্ধান্তের উপর। ধরেন আপনি বিয়ে খাইতে যাওয়ার সময় সিদ্ধান্ত নিলেন একটূ ফাকি দিবেন, ডেট করবার আশায় চইলা গিয়া দেখলেন আপনার বান্ধবী আরেকজনের হাতে হাত রাইখা ভার্সিটি হলের সামনে ফুচকা খাইতেছে। রাগের চটে সেই মুহুর্তেই তার সাথে সকল যোগাযোগের পথ কোন কারন দর্শানো ছাড়াই বন্ধ কইরা দিলে আপনার ভবিষত বউ হইতে পারে অন্যজন। আবার সামনে গিয়ে যদি তাকে জিজ্ঞেস করেন ইনি কে, আর জবাব পান এইটা এখন পর্যন্ত একবারও না দেখা তার যমজ ভাই, তাইলে পরিনতি হইলেও হইতে পারে ভিন্ন।

লাইফ ইজ দ্যা কনসিকোয়েন্স অফ দ্যা ইন্সট্যান্টেনিয়াস চয়েসেস ইউ মেক, সো ইজ রিয়েলিটি। ;)

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৭

পরিশেষের অপেক্ষায় বলেছেন: লাইফ ইজ দ্যা কনসিকোয়েন্স অফ দ্যা ইন্সট্যান্টেনিয়াস চয়েসেস ইউ মেক, সো ইজ রিয়েলিটি (y)

বাস্তবতা আসলে ভাসমান অবস্থা থাকে। ভবিষ্যতের বাস্তবতা নির্ভর করে অতীত বাস্তব কিংবা তাৎক্ষনিক বাস্তবের সিদ্ধান্তের উপর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.