নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি সত্যের, সুন্দরের। যেখানে সবাই আশা ছেড়ে দেয় আমি সেখান থেকেই স্বপ্ন দেখতে শুরু করি। অপেক্ষা করতে চাই শেষ পর্যন্ত। তাইতো আছি পরিশেষের অপেক্ষা্য...

পরিশেষের অপেক্ষায়

আমি একজন মুসলমান কিন্তু সবধর্মের মানুষকেই ভালবাসি কারণ আমরা সবাই এক আল্লাহর সৃষ্টিl আমি আমার দেশ ও দেশের মানুষকে খুব ভালোবাসি।

পরিশেষের অপেক্ষায় › বিস্তারিত পোস্টঃ

শিক্ষা বাজেট !

১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪০

...শিক্ষাখাতে বাজেট নির্ধারণ করা হয়েছে প্রায় ১১ %, যেখানে একটি দেশের/জাতির সামগ্রিক উন্নতির পিছনে শিক্ষার অবদান সবচেয়ে বেশি...

...আমাদের উচিত শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট নির্ধারণ করা, মোট বাজেটের ৫০% শিক্ষাখাতে ব্যায় করা প্রয়োজন…

…যেহেতু আমরা এখনো মধ্যম আয়ের দেশেও পরিণত হইনি তাই এক্ষেত্রে কিছুটা কমানো যেতে পারে, তবে সেটা কোনো মতেই ৩০% এর নিচে হলে হবেনা...

…শিক্ষাখাতে বাজেট না বাড়লে একদিকে স্কুল কলেজগুলো ব্যবসায় প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে, অন্যদিকে শিক্ষার মান মারাত্মকভাবে কমে যাবে…

…সাথে কোচিং ব্যবসা, প্রশ্নপত্র ফাস, গোল্ডেন-প্লাসের হিড়িক সহ বিভিন্ন শিক্ষাব্যবসায় কার্যক্রম বিস্তার লাভ করে যাবতীয় শিক্ষাব্যবস্থায় চরম অনিয়মের সৃষ্টি করবে…

…যদি প্রবলেম এতোটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকত তাহলেও এই বাজেটের সাথেই আপোষ করা যেত। কিন্তু সমস্যা এতটুকুতে সীমাবদ্ধ থাকেনা... তারচেয়েও আরও বড় সমস্যা আছে...

...আমরা হাজার হাজার সংখ্যাটা ছাড়িয়ে লাখে লাখে ‘পারফেক্ট’ স্টুডেন্ট পাব, কিন্তু যেটা দরকার সেই ‘ট্যালেন্টের’ সংখ্যাটা শূন্যের আশেপাশেই থাকবে…

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৯

চাঁদগাজী বলেছেন:

বাজেটের দরকার নেই, সবাইকে ফ্রি কিংবা পরিবারের আয় অনুসারে ফি দিয়ে পড়ার সুযোগ দেয়া হোক, টাকা যতো লাগে লাগুক; জাতির সেই সম্পদ আছে।

১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৫

পরিশেষের অপেক্ষায় বলেছেন: ইশশশ! যদি এমনটা হতো তবে কতই না ভালো হতো.।

২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৯

আজমান আন্দালিব বলেছেন: শিক্ষার বাজেট বাড়িয়ে শিক্ষকদের গুণগত মান উন্নয়নে ব্যয় করতে হবে। বর্তমানে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দের (প্রাইমারি থেকে কলেজ) সমস্যা আগে সমাধান করতে হবে। বর্তমান সরকার সারা বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করার কথা ভাবছে। এর জন্য বাজেট যা লাগে বরাদ্দ রাখা দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.