নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি সত্যের, সুন্দরের। যেখানে সবাই আশা ছেড়ে দেয় আমি সেখান থেকেই স্বপ্ন দেখতে শুরু করি। অপেক্ষা করতে চাই শেষ পর্যন্ত। তাইতো আছি পরিশেষের অপেক্ষা্য...

পরিশেষের অপেক্ষায়

আমি একজন মুসলমান কিন্তু সবধর্মের মানুষকেই ভালবাসি কারণ আমরা সবাই এক আল্লাহর সৃষ্টিl আমি আমার দেশ ও দেশের মানুষকে খুব ভালোবাসি।

পরিশেষের অপেক্ষায় › বিস্তারিত পোস্টঃ

না বলা কথা হয়নি বলা

১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৮

হতাশার রাজ্যে আর নিমজ্জিত না থেকে আজ সবকিছুই বলে দিব। ঠান্ডা মাথায়ই ডিসিশন নিলাম আজ আমি বলবই। তবে আপনি যদি ভেবে থাকেন মেলাঘরের মেলায় যেই মেয়েটিকে মেলা করতে দেখে আমার ভালো লেগেছিল তার কথা বলব তাহলে আপনি ভুল করবেন।

আবার আপনি যদি মনে করেন পার্কে যার এলোচুলে আমার মন এলোমেলো হয়ে গিয়েছিল তার কথাই বলব তাহলে আপনি দ্বিতীয়বার ভুল করবেন। আপনার তৃতীয়বার একই ভুল করবেন যদি আপনি ঠিক করে নেন আজ আমি সেই মেয়েটির কথাই বলব যার মোহনীয় হাসিতে আমি মোহাচ্ছন্ন হয়ে পড়েছিলাম।

আপনার ভুলের মাত্রা বেড়েই চলবে যদি ভেবে থাকেন সেই ষোড়শীর কথাই বলব যার কন্ঠস্বর আমাকে মুহূর্তেই স্তম্ভিত করে দিয়েছিল। আপনার ভাবনা মিথ্যে হয়ে যাবে যখন আপনি ভাববেন যে ছেলেবেলায় বকুল ফুলের মালা কুড়াতে গিয়ে যে মেয়েটি আমার মন কুড়িয়ে নিয়ে গেছিল তার কথাই বলব।

আপনি একই পথে থাকবেন যদি ধরে নেন আজ তার কথাই বলব ছোটবেলায় আমবাগানে আম খুজতে গিয়ে যার মন খুজে পেয়েছিলাম। সত্যটা অপ্রকাশিতই থেকে যাবে যখন সেই নীলরঙ্গা নয়নার কথা বলব যার চোখের সন্দেহজনক চাহনিতে আমার নিরীহ চোখ ধরাশায়ী হয় এই ভেবে বসে থাকবেন।

না আমি আজ তাদের কারও কথা বলব না কারন এরা সবাই ক্ষনিকের অতিথি। এরা আসে টালমাটাল জোয়ারের মতো যার হঠাৎ এসে সবকিছু এলোমেলো করে দিতে চায়, কিন্তু এদের অস্তিত্ব স্বল্প সময়ের জন্য। এরা চলে গেলে কিছুকাল এদের অস্তিত্ব থাকলেও পরে স্বাভাবিক হয়ে যায়। এদের নিয়ে কবিতা, গান কিংবা গল্প সাজানো যায়না। এদের প্রতি ভালোলাগা কাজ করতে পারে, ভালোবাসা কখনোই নয়।

তবে আমি আজ কার কথা বলবো?

আমি আজ যার কথা বলবো সে অবশ্যই টালমাটাল জোয়ারের মত নয় বরং শান্ত সমুদ্র কিংবা মুক্ত নীল আকাশের মত। গুরুদেব যেমন করে বলেছিলেন "সে আমার সম্পত্তি নয় সে আমার সম্পদ" আমিও তেমন করে বলতাম কিন্তু তিনি বলে ফেলায় আর তেমন করে বলবো না। যার কথা আজ বলবো তার কথা কিবোর্ডের খটখটানিতে লেখা সম্ভব না। তাই আজও তার কথা বলা হলোনা...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৯

রানার ব্লগ বলেছেন: লেখা টা পড়ে পূরোন অনেক মুহূর্তের কথা মনে পরে গেলো। ক্ষণিক দৃষ্টি বিনিময়, ক্ষনিক মুচকি হাসি, সৃতির জানালায় উঁকি দিলো।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৪

পরিশেষের অপেক্ষায় বলেছেন: কিছু স্মৃতি টিকে থাকে চিরকাল। মাঝে মাঝে উকি দেয় স্মৃতির জানালায়...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.