নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি সত্যের, সুন্দরের। যেখানে সবাই আশা ছেড়ে দেয় আমি সেখান থেকেই স্বপ্ন দেখতে শুরু করি। অপেক্ষা করতে চাই শেষ পর্যন্ত। তাইতো আছি পরিশেষের অপেক্ষা্য...

পরিশেষের অপেক্ষায়

আমি একজন মুসলমান কিন্তু সবধর্মের মানুষকেই ভালবাসি কারণ আমরা সবাই এক আল্লাহর সৃষ্টিl আমি আমার দেশ ও দেশের মানুষকে খুব ভালোবাসি।

পরিশেষের অপেক্ষায় › বিস্তারিত পোস্টঃ

সফল উদ্যোক্তার ব্যার্থতার কাহিনী!

২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৪

... শিবাজি দ্যা বস মুভি দেখে মোটামুটি অনুপ্রাণিত হয়েছিলাম যে শূন্য থেকেই অনেক বড় কিছু করা যায়। ছবিতে বস রূপি শিবাজি ১ টাকা থেকে কোটি টাকার পাহাড় বানিয়েছিলেন ...
.
... তার কথা ভাবতে ভাবতে পকেটে হাত দিলাম। নিরাশ হলাম নাহ, পকেটে ৫ টাকার একটি কয়েন ছিল। শিবাজির কাছে একটা ১ টাকার কয়েন ছিল আমার কাছে ৫ টাকার কয়েন...
.
৫ টাকার মানে বুঝেন?
.
... এক টাকা না, দুই টাকা না, তিন টাকা না, চার টাকাও না! পাচঁ পাঁচটি টাকা। বস শিবাজির টাকার দুই-তিন গুন না। একেবারে পাচ গুন...
.
... ভাবলাম শিবাজি যদি এক টাকা থেকে শুরু করে এতো উপরে উঠতে পারে তাহলে আমি কেন পারবো না। আর আমার কাছে তো তারচেয়েও বেশি কিছু আছে শুরু করার জন্য...
.
... যেই ভাবা সেই কাজ। ডিশিসন নিয়ে দোটানায় না থেকে কাজ শুরু দেওয়া উচিত...
.
... একটা দোকানে গেলাম যাতে করে ছোট কিছু করে হলেও প্রাথমিক ইনভেস্টমেন্টটা একটু বাড়িয়ে নেওয়া যায়। দোকানদার চাচার কাছ থেকে ৫ টাকায় ৮টি চকলেট পাইকারিতে কিনে নিলাম। ভাবলাম প্রথম লগ্নিতেই ৩ টাকা লাভ। বাহ...
.
... কিন্তু বাধ সাধলো দাম দেওয়া নিয়ে। পকেটে থাকা ৫ টাকার কয়েনটি নিয়ে যখন উনাকে দিলাম উনি এমনভাবে তাকালেন যেন এই কয়েন আর কখনো দেখেননি...
.
... ৫ টাকার কয়েন নাকি এখন অচল হয়ে গেছে! আমি বিস্ময়ে হতবাক, দোকানদার নির্বাক। তাকে কিছুতেই বোঝাতে পারলাম না ৫ টাকার কয়েন এখনো ধুমছেই চলতেছে...
.
... দোকানদার কিছুতেই বোঝলেন না। আমি বিরাট ধাক্কা খেলাম। আমার কথা আর নাহয় বা বললাম, জাতীয় অর্থনীতি কি যে ধাক্কা খেলো সে কথা তাকে কে বোঝাবে?
.
...বছর কয়েক পরে যখন দেখবেন দেশের অর্থনীতি, বানিজিক অবস্থা, জাতীয় সিদ্ধান্তে দোটানা কিংবা অচলাবস্থা দেখে আপনারা যখন আফসোস করবেন, তখন ধরে নিতেই হবে আজকের আমি সেইখানে না থাকার কারনেই দেশ জুড়ে এই অচলাবস্থার উদয়....
.
... আজ থেকে বছর দশেক পর নিজেকে একজন উদ্যোক্তা দেখার যে স্বপ্ন আজ ধুলিস্যাত হয়ে গেল, সেই স্বপ্নভঙ্গের দায় কে নেবে?
.
... আজ থেকে ২০ বছর পরে আমি যখন হোটেল সোনার বাংলার একচ্ছত্র মালিক হতাম, তখন যে তিনি যখন-তখন গিয়ে ফ্রিতে খেয়ে আসতে পারতেন। সে সুযোগটা তিনি যে মিস করলেন সেটা তাকে কে বুঝিয়ে দেবে?
.
...কিংবা আজ থেকে ৩০-৪০ বছর পরে ব্যবসায় শিক্ষা বিভাগের পাঠ্যবই যে তার এক বিশাল উদ্যোক্তার ইতিহাস হারিয়ে ফেললো সেটা এই দোকানদারকে কে বোঝাবে?
.
কে..?..কে..? কে..? জবাব চাই...

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: জবাব চাই... জবাব চাই... জবাব চাই...


আচ্ছা ভাই জবাব দেবে টা কে? ;) :-/ :P

ভানুর কৌতুকের চেয়েও অনন্ত জলিল হালে চলছে দেশ :)

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৭

পরিশেষের অপেক্ষায় বলেছেন: চলছে চলুক না.. চলতে দিন..

২| ২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কে..?..কে..? কে..? জবাব চাই... ;) :P :)

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৮

পরিশেষের অপেক্ষায় বলেছেন: জবাব দিবে কে??

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৭

ম্যাড ম্যান আকাশ বলেছেন: আমরাও জবাব চাই।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৮

পরিশেষের অপেক্ষায় বলেছেন: জবাব দেওয়ার কেউ নাই

৪| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৫

প্রণব দেবনাথ বলেছেন: জবাব দিলাম না কি করবেন করেন. /:)

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৯

পরিশেষের অপেক্ষায় বলেছেন: সব তো আপনারাই করলেন, আমি আর কি করবো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.