নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি সত্যের, সুন্দরের। যেখানে সবাই আশা ছেড়ে দেয় আমি সেখান থেকেই স্বপ্ন দেখতে শুরু করি। অপেক্ষা করতে চাই শেষ পর্যন্ত। তাইতো আছি পরিশেষের অপেক্ষা্য...

পরিশেষের অপেক্ষায়

আমি একজন মুসলমান কিন্তু সবধর্মের মানুষকেই ভালবাসি কারণ আমরা সবাই এক আল্লাহর সৃষ্টিl আমি আমার দেশ ও দেশের মানুষকে খুব ভালোবাসি।

পরিশেষের অপেক্ষায় › বিস্তারিত পোস্টঃ

সুপ্রভাত বাংলাদেশ, অপেক্ষা বিজয়ের!

০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২৮

সুপ্রিয় বাংলাদেশ,
অপেক্ষা করো আর কিছুদিন
অপেক্ষা করো বিজয়ের জন্য,
রাজাকারদের দিন ঘনিয়ে আসছে
ওরা চলে যাবে, ওদের চলে যেতে হবে।

ওদের অন্যায়, ওদের প্রায়শ্চিত্ত
তোমার বুকে ওদের আর ঠাই নাই
ওরা এসেছিলো, বুনো পশুর মতো
ওরা এসেছিলো ধর্মকে ব্যবহার করে
চেয়েছিলো দেশটাকে নিয়ে নিবে
মানুষগুলোকে মেরে ফেলে দিবে

ওরা পেরেছে, হ্যা ওরা পেরেছে!
হ্যা আমি জোর দিয়েই বলছি!
ওরা সত্যিই পেরেছে।
কি পেরেছে জানতে চাইবে না?
নারীদের সম্ভ্রম নিতে, মানুষ হত্যা করতে

কিন্তু না ওরা পারেনি
ওদের নিশানা সফল হয়নি
ওরা মানুষ মেরেছে, ইচ্ছাকে পারেনি
ছিলো বিজয়ের আকাঙ্ক্ষা আমাদের
ছিলো জয় বাংলা জয়ধ্বনি করার
ওরা পারেনি, পেরেছি আমরা

ওরা পারেনি আমাদের দমাতে
একজনকে মেরেছে, শত মাথা তুলেছে
বুলেটের সামনে দাড়িয়ে বুক পেতেছে
সেই বুক থেকে লালরঙ্গা রক্ত ঝরেছে
ব্রাশফায়ারে রক্তনদী বইয়ে দিয়েছে

কিন্তু একি অবাক বিষ্ময়?
ওরা মরছে, কিন্তু তাও দেখি লড়ছে
হানাদারেরা ভয় পেয়েছে
ওদের সহচারীরা লেজ গুটিয়েছে

দেশের তরে সব মরতে রাজি
মারবি? চালা গুলি। নে মার!
কয়টাকে মারবি?
মায়ের জন্য হাজারবার মরতে রাজি

ওরা মেরেছে, আমরা মরেছি
সেতো যেনতেন মৃত্য নয়!
এ যে মায়ের জন্য, দেশের জন্য মৃত্য
লক্ষ লক্ষ প্রাণ ঢেলে দিয়েছি
কিন্তু পণ নিতে দেইনি!

পণ ছিলো বিজয়ের
অপেক্ষা ছিলো হানাদারের সমার্পনের
লক্ষ্য ছিলো মাকে আপন করার
দাবি ছিলো দেশকে স্বাধীন করার
পেরেছি আমরা পেরেছি! পেয়েছি
লাল সবুজের পতাকা আর
একটি ষোলই ডিসেম্বরের গল্প

আর তাদের রক্তমাখা জামার মধ্যেই
আমি খুঁজে পেয়েছি
লাল সবুজে রক্তমাখা পতাকা
একটি দেশ, একটি বাংলাদেশ
যেখানে দাড়িয়ে আমি তোমাদের বলছি
সুপ্রভাত বাংলাদেশ!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.