নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি সত্যের, সুন্দরের। যেখানে সবাই আশা ছেড়ে দেয় আমি সেখান থেকেই স্বপ্ন দেখতে শুরু করি। অপেক্ষা করতে চাই শেষ পর্যন্ত। তাইতো আছি পরিশেষের অপেক্ষা্য...

পরিশেষের অপেক্ষায়

আমি একজন মুসলমান কিন্তু সবধর্মের মানুষকেই ভালবাসি কারণ আমরা সবাই এক আল্লাহর সৃষ্টিl আমি আমার দেশ ও দেশের মানুষকে খুব ভালোবাসি।

পরিশেষের অপেক্ষায় › বিস্তারিত পোস্টঃ

কি প্রশ্ন! কি ঘোর! ঘোর কাটছেই নাহ...

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬

আমি মানুষকে বিষ্মিত করতে পারিনা, কারন এই কাজটা সবাই পারেনা। সৃষ্টিকর্তা সব মানুষকে এই গুনটা দেননা। কিছু কিছু লোককে দেন, আমি সেই কিছু কিছু লোকের মাঝে পড়িনা....

তবে আমি মাঝে মাঝে বিষ্মিত হয়ে যাই, অনেক বেশি বিষ্ময় লাগে আমার। কেনো হই জানিনা। হতেই হয় তাই হয়তো হই।

আমি বিষ্মিত হই, যখন দেখি ২০১৬ সালের এই যুগে তথ্য প্রযুক্তির বিশাল সমারোহ থাকা সত্বেও স্ট্যান্ডার্ড লেভেলের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করা কোনো স্টুডেন্টদের কেউ কেউ প্রশ্ন করে - বঙ্গবন্ধু পাকিস্তান থেকে ছাড়া পেয়ে সরাসরি বাংলাদেশে না এসে লন্ডন-দিল্লি হয়ে কেনো দেশে আসে? বঙ্গবন্ধু দেশকে ভারতের কাছে বিক্রি করে দেওয়ার জন্যই ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখা করে এসেছিলেন। সেখানেই বাংলাদেশ কে ভারতের কাছে বিক্রি করার সব চুক্তিই তিনি ঐ মিটিংয়ে করে এসেছেন।

আমি ভাবি তারা কি বলছে, ভাবতে গিয়ে শুধুই বিষ্মিত হই। সৃষ্টিকর্তা এদের মধ্যে মানুষজনকে বিষ্মিত করার কি গুনই না দিয়ে রেখেছেন। দুনিয়ার অনেক বিষ্ময় আমাকে বিষ্মিত না করতে পেরে যখন নিজেই বিষ্মিত হয়ে যায় তখনো তাদের এই প্রশ্ন শুনে আমি অবাক হয়ে যাই। আমি এখনো বিষ্মিত হতেই থাকি, আমার ঘোর কাটে না...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১০

মহা সমন্বয় বলেছেন: সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী "বঙ্গবন্ধু" কে নিয়ে যারা এ জাতীয় কথা বলে তারা আসলে বাঙালী না।

কত বড় কথা "বঙ্গবন্ধু" বাংলাদেশকে ভারতের কাছে বিক্রির চুিক্ত করেছেন!!!! :-< এটা কি কোন শিশু ও পাগলে বিশ্বাস করবে ??

২| ১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

পরিশেষের অপেক্ষায় বলেছেন: তাদের নিয়ে কিছু বলার নাই।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.