নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি সত্যের, সুন্দরের। যেখানে সবাই আশা ছেড়ে দেয় আমি সেখান থেকেই স্বপ্ন দেখতে শুরু করি। অপেক্ষা করতে চাই শেষ পর্যন্ত। তাইতো আছি পরিশেষের অপেক্ষা্য...

পরিশেষের অপেক্ষায়

আমি একজন মুসলমান কিন্তু সবধর্মের মানুষকেই ভালবাসি কারণ আমরা সবাই এক আল্লাহর সৃষ্টিl আমি আমার দেশ ও দেশের মানুষকে খুব ভালোবাসি।

পরিশেষের অপেক্ষায় › বিস্তারিত পোস্টঃ

আমি খানিক বিচলিত

১৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

সেদিন রাতে গিয়েছিলাম মোবাইল দোকানে, দোকানে প্রবেশ করিয়া দোকানির সহিত কুশলাদি বিনিময় সম্পন্ন করিবার আগেই দোকানে অতি পরিচিত এক ভাতৃপ্রতিম বন্ধুমামা প্রবেশ করিলেন।

দোকানদার তাহাকে দেখিয়া বিন্দুমাত্র বিচলিত হইলেন না। অতি উৎসাহে প্রশ্ন করিলেন এতোদিন পর হঠাৎ করিয়া কোথা হইতে তাহার আগমন ঘটিলো। এতোকাল কোথায় ছিলেন?

বন্ধুপ্রতিম মামা কণ্ঠস্বর কঠিন করিয়া সহজভাবে কহিলেন, “এতোদিন ভিতরে ছিলাম।”

দোকানির বোধগাম্য হইলো না। এইবার তিনি খানিক বিচলিত হইলেন। তিনি পুনরায় বলিলেন, “ভিতরে মানে বুঝলাম না।”

বন্ধুমামা বলিলেন, “এতোদিন জেলে ছিলাম। একটা ক্রাইম ঘটাইয়াছিলাম তাই মাস তিনেক জেলের ভিতরে ছিলাম। তোমাদের নগরীতে যাহাকে জেল বলিয়া সম্বোধন করিয়া থাকো, আমরা তাহাকেই ‘ভিতর’ বলিয়া থাকি।

আমি তাহাদের এই কথোপকথনের মাঝে তৃতীয় পুরুষের মতই কর্ম সাধন করিতেছিলাম। মনে হইলো, না কিছু বলা অতীব প্রয়োজনীয়। যখনই কিছু বলিতে উদ্ধত হইলাম তখনই স্মরণ হইলো যে, এই বন্ধুমামার সহিত আমার প্রায়শই কথার সাক্ষাত না হইয়া থাকলেও দুই চক্ষুর মিলন তো প্রায়ই সম্পন্ন হইতেছে।

আমি বুঝিতে পারিলাম যে, আজিকালকার এই অত্যাধুনিক যুগে আসিয়া জেল হাজতে যাওয়াও এক ধরণের ফ্যাশনে পরিনত হইয়াছে। উপলব্ধি করিতে পারলাম যে, এইভাবে চলতে থাকিলে আমরা একসময় স্টাইলিশ জাতি গঠন করিতে পারিবো।

যাহা বুঝিলাম না বা উপলব্ধি করিতে ব্যার্থ হইলাম তাহা হইলো, এই ফ্যাশনের স্টাইলিস্ট তরুণ দিয়া এই জাতি করিবে কি?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৯

আরণ্যক রাখাল বলেছেন: ফ্যাশান আবার কবে হইল? কয়জন তরুণ জেলে যাওয়াটাকে ফ্যাশান মনে করে?
আর আপনি কোন যুগের? বুড়ো হয়ে গেছেন? একটা পা কবরে চলে গেছে?
যারা মুমূর্ষু অবস্থায় আছে তারাও এ জাতির তরুণদের নিয়ে এতোটা হতাশাগ্রস্থ নয়

২| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৯

আলাপচারী বলেছেন: বড্ডই উত্তম খুশবুদার হইয়াছে।

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: জেলে যাওয়া ফ্যাশন নাকি? ক্রিমিনালদের জন্য শান হতে পারে বড়জোর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.