নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি সত্যের, সুন্দরের। যেখানে সবাই আশা ছেড়ে দেয় আমি সেখান থেকেই স্বপ্ন দেখতে শুরু করি। অপেক্ষা করতে চাই শেষ পর্যন্ত। তাইতো আছি পরিশেষের অপেক্ষা্য...

পরিশেষের অপেক্ষায়

আমি একজন মুসলমান কিন্তু সবধর্মের মানুষকেই ভালবাসি কারণ আমরা সবাই এক আল্লাহর সৃষ্টিl আমি আমার দেশ ও দেশের মানুষকে খুব ভালোবাসি।

পরিশেষের অপেক্ষায় › বিস্তারিত পোস্টঃ

ফোকাসটা আপাতত তনুতেই রাখুন

৩০ শে মার্চ, ২০১৬ সকাল ৭:১৮

আমরা উঠতে বসতে কথায় কথায় ইন্ডিয়াকে ‘রেন্ডিয়া’ বলি। ২০১২ সালে সেই 'রেন্ডিয়াতেই' দামিনী নামক অচেনা কাউকে ধর্ষন ও হত্যার কারনে ফুঁসে উঠেছিলো ভারতবাসী। ১৩০ কোটি ভারতীয় তখন এক ছাতার নিচে দাড়িয়ে বলেছিল আমরা বিচার চাই...

ওরা পেরেছিলো ১৩০ কোটি ভারতীয়কে এক করতে.. কিন্তু আফসোস.. আমাদের দেশে সেনানিবাস এরিয়ার ভিতরে আমাদের বোন তনুকে হত্যা করার পরেও আমরা ১৬ কোটি মানুষকে এক করতে পারিনি...

ওরা চেয়েছিলো বলেই পেরেছিলো নতুন আইন করে বিচার প্রতিষ্ঠা করতে। আর আমরা চাচ্ছিনা বলেই বিভিন্ন ইস্যুতে ডাইভার্ট হয়ে যাচ্ছি...

তারপরও এবার আশার আলো দেখতে পাচ্ছি কারন এবার এদেশের ছাত্রজনতা রাজপথে নেমে গেছে। আর আমাদের ছাত্ররা কি করতে পারে বা পারে না সেটা বলবো না ..

সেটা ‘দেখাতে’ ও 'দেখিয়ে দিতে' চাই

তাই এখনো বিশ্বাস আছে যে, আমরা শেষ অবধি ন্যায্য বিচারটা পাবো। প্রয়োজনে আমাদের দেশের আইনও চেঞ্জ হবে...

ওয়ে কিন্তু অই একটাই...

ফোকাস রাখতে হবে ‘তনুতে’

হাজার চেষ্টা করলেও তনুকে আর ফিরে পাওয়া যাবেনা। কিন্তু আর কেউ যাতে তনুর মতো এই নরপিশাচদের শিকার না হতে হয় তার জন্যই এই ফোকাসটা জরুরী..

হাজারো ভীড়ের মাঝে হারিয়ে না যাক এই ‘তনুরা’। একটা এক্সাম্পল সেট হয়ে যাক। সবাই জানুক সবাই দেখুক বাংলার মানুষ কোনো ধর্ষক, কোনো খুনিকে চায়না...

এতোদিন চাইনি বলেই কিছু হয়নি
এবার চেয়ে দেখি কি হয়..

কি চাইবেন তো?
পারবেন তো ফোকাস রাখতে?
আমার আপনার বোনের জন্য?
আমার আপনার মেয়ের জন্য?

আর কাউকে যাতে তনুর কাছে যেতে না হয়। তনু অইপাড়ে একাই থাকুক। একাই ভালো থাকুক। আমাদেরও ভালো দেখুক। তবে ভালো থাকার জন্য..

আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে..
যেকোনো ওয়েতেই পারুন করুন..
প্রয়োজনে ফেসবুক স্ট্যাটাসেই করুন..

জাস্ট 'তনু' ফোকাসটা ধরে রাখুন
প্রয়োজনে ৭ দিন বা ৭ মাস
বাকিটা যারা করার তারাই করবে..

একটা ‘গন জাগরণ’ চাই
একটা ‘গন মাধ্যম’ চাই
একটা 'গন স্লোগান' চাই

দাবি শুধু একটাই
তনু হত্যার বিচার চাই
#JusticeForTonu

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১১:২৪

আরণ্যক রাখাল বলেছেন: হ্যাঁ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.