নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাস্ট ক্লিক : http://unibangladesh.blogspot.com/

শরীফ মাহমুদ ভূঁইয়া

দেশপ্রেমিক নিধিরাম সর্দার। স্বপ্নময় জীবন, স্বপ্ন দেখতে ভালবাসি।

শরীফ মাহমুদ ভূঁইয়া › বিস্তারিত পোস্টঃ

ক্রেডিট কার্ড : অসাবধানতায় বোঝা বেড়ে যাবে

১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০২

ব্যবহারীকারী মাত্রই জানেন কি যন্ত্রনা নিজেই ডেকে এনেছেন। অনেকেই ক্রেডিট কার্ডের হিডেন ব্যাপারগুলাে জানেন না বা তাদের জানতে দেওয়া হয় না। বর্তমানে প্রায় সব ব্যাংকেরই ক্রেডিট কার্ড আছে। ক্রেডিট কার্ড ডিভিশনে আলাদা ইম্প্লয়েড লােকজন আছে, যাদের কাজই হচ্ছে নতুন নতুন গ্রাহক তৈরী করা। বিভিন্ন মাধ্যম থেকে তারা গ্রাহকের মোবাইল নম্বর সংগ্রহ করে তাদের সাথে যোগাযোগ করে থাকে। কিছু কিছু ব্যাংক আছে যেমন স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকে এসব কাজে ললনাদের ব্যবহার (মেয়ে) করে থাকে। যাদের মাধ্যমে আপনি ক্রেডিট কার্ড হােল্ডার হলেন তারা আপনাকে যেসব বিষয় অন্ধকারে রাখবেন-
১) বিলম্ব চার্জ জরিমানা ( প্রায় সব কার্ডেই নিদিষ্ট সময়ের পরে ক্রেডিটের টাকা জমা দানে ব্যর্থ হলে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত কেটে নেওয়া হয়। )
২) ক্রেডিট কার্ড থেকে নগদ টাকা উত্তোলনে ১% + ভ্যাট কেটে নেওয়া।
৩) অনলাইনে কেনা কাটায় ট্রান্সজেকশন চার্জ ১% + ভ্যাট কেটে নেওয়া।
৪) ট্রান্সজেকশন রিপোর্টের জন্য ৫-১০ টাকা কর্তন।
৫) মোবাইলে মেসেজিং এর জন্য মাসিক চার্জ।
সো ক্রেডিট কার্ড হতে সাবধান।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ১:১৭

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ক্রেডিট কার্ড নিয়ে আগে একটা পোস্ট করেছিলাম। ক্রেডিট কার্ডের সুদের হার কমানো কিংবা মওকুফ করার কোনো ব্যবস্থা আছে??
Credit Card a real curse in your life

২| ১৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:১৮

দস্যুরাজা বলেছেন: ১ ,২,৪ ও ৫ নং : বেশিরভাগেরই আবেদন ফরমের সাথে বিস্তারিত দেয়া থাকে।
৩ : আমার কখনো কাটেনি

১৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:২৯

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ভাই কতজনই বা আবেদন ফরমটি ভালো করে পড়ে দেখে। ভালো করে চেক করে নিবেন পরেরবার অনলাইনে কেনা কাটার সময় । ক্রেডিট কার্ডে সুদের হারটা স্বাভাবিক লােনের চেয়ে অনেক বেশি যা প্রায় ২২-২৩ পার্সেন্ট পর্যন্ত হয়ে থাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.