নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাস্ট ক্লিক : http://unibangladesh.blogspot.com/

শরীফ মাহমুদ ভূঁইয়া

দেশপ্রেমিক নিধিরাম সর্দার। স্বপ্নময় জীবন, স্বপ্ন দেখতে ভালবাসি।

শরীফ মাহমুদ ভূঁইয়া › বিস্তারিত পোস্টঃ

ঢাকা উত্তর সিটি নির্বাচনে প্রধান দুই মেয়র প্রার্থীর হলফনামার তথ্যাদি

১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০৬

প্রার্থী: আনিসুল হক, শিক্ষাগত যোগ্যতা: এম.এ. বয়স : ৬২ বছর ৫ মাস ২ সপ্তাহ ১ দিন ( ১১/০৪/২০১৫ ইং তারিখে) , বসবাস: বনানী, প্রতীক:টেবিল ঘড়ি।
পরিচিতি: সাবেক সভাপতি এফবিসিসিআই। সমর্থন: বাংলাদেশ আওয়ামী লীগ ।
প্রার্থী: তাবিথ আউয়াল, শিক্ষাগত যোগ্যতা: এম.এস.সি ইন ইনফরমেশন টেকনোলজি, বয়স: ৩৬ বছর ১ মাস তিন সপ্তাহ ১ দিন ( ১১/০৪/২০১৫ ইং তারিখে), বসবাস: গুলশান, প্রতীক: বাস।
পরিচিতি: সাবেক এফবিসিসিআই সভাপতি আব্দুল আউয়াল মিন্টুর পুত্র।
সমর্থন: বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি)।
তথ্যসূত্র: বাংলাদেশ নির্বাচন কমিশনে দেয়া হলফনামা।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২১

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: বি:দ্র: যেহেতু এটি জাতীয় নির্বাচন নয় তাই প্রার্থী সমর্থনটা হলফনামায় থাকে না। এটা প্রার্থী এবং দল থেকে নির্ধারণ করা হয়ে থাকে।

২| ১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২৯

চাঁদগাজী বলেছেন:


তারিথ আউয়াল, ঋণ-খেলাফী ব্যাংক ডাকাত।
আনিসুল হক, ঋণ-খেলাফী ও ভুমি দস্যু

১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৯

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ঢাকা সিটির নির্বাচনে যে পরিমাণ ব্যয় হবে , আমার আপনার মত সৎ লোকের পক্ষে সেটা বহনযোগ্য নহে। ওনারা হচ্ছেন রবিনহুড আর আমরা হচ্ছি আম জনতা (ম্যাংগো পিপল)।

৩| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৯

রাঘব বোয়াল বলেছেন: বরাবরের মত ইশতেহারের বন্যা দিয়াতো ফাটাইয়া দিতাছে :D :D , সব রেকর্ড কইরা রাখুম।আর বার বার ফ্যান পেজে আপলোড দিমু ;) ;)

১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫১

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: বুদ্ধিটা ভালা।, গলায় পরেন মালা, হা হা হা হা ।
সব প্রার্থীকেই ইশতেহার দেয়ার পাশাপাশি প্লানিং দিতে হবে। কারণ শুধু ইশতেহার দিলে হবে না, প্লানিং থাকতে হবে , কি কি পদ্ধতিতে তারা এসব করবেন। প্লানিং না থাকলে তারা এসব সমস্যার সমাধান করতে পারবেন না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.