নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাস্ট ক্লিক : http://unibangladesh.blogspot.com/

শরীফ মাহমুদ ভূঁইয়া

দেশপ্রেমিক নিধিরাম সর্দার। স্বপ্নময় জীবন, স্বপ্ন দেখতে ভালবাসি।

শরীফ মাহমুদ ভূঁইয়া › বিস্তারিত পোস্টঃ

কইনছেন দেহি , পর্ব -০১

১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৭

কইনছেন দেহি ,
১) গারুদা কোন দেশের এয়ারলাইন্সের নাম?
২) Lutfthansa কোন দেশের এয়ারলাইন্সের নাম?
৩) এয়ার লংকা কোন দেশের এয়ারলাইন্সের নাম?

প্রথম পুরষ্কার - পদ্মা অথবা মেঘনা নদীতে বিনামূল্যে সাতারের সুযোগ।
২য় পুরষ্কার - বাংলা সিনেমার যেকোন একজন নায়িকার সাথে ড্যান্স করার সুযোগ।
৩য় পুরষ্কার - ঢাকা শহরের যেকোনো ফ্লাই ওভারের উপর দিয়ে বিনামূল্যে পা-চালিত বাহনে হাটার সুযোগ।
আগামী সাতদিনের মধ্যে আপনার যেকােনাে পছন্দীয় ঠিকানায় উত্তর পাঠিয়ে দিন এবং জিতে নিন উপরল্লিখিত সব আকর্ষনীয় পুরষ্কার।
বি:দ্র: সামুর সাথে সংশ্লিষ্ট কেউ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৭

ছাসা ডোনার বলেছেন: কইনছেন দেহি কি করি?পুরস্কার তিনটাই তো লোভনীয়। চিন্তার বিষয়, তয় এতো কম সময়ে উত্তর দিতে পারুম না তাই মাফ চাই।

১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৪

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: তাড়াহুড়ার কোনো দরকার নাই , আস্তে-ধীরে সুস্থে দিলেও হবে।
বি:দ্র: অফিসে বসে কেউ এ প্রতিযোগিতায় অংশগ্রহন করবেন না এবং যদি অফিসে বসে এ প্রতিযোগিতায় অংশগ্রহন করতে গিয়ে বসের কাছে কট খেয়ে যান তবে আয়োজক কর্তৃপক্ষ তার জন্য দায়ী নহে।

২| ১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৯

আরণ্যক রাখাল বলেছেন: উত্তর দিমু না! আমার কুনো পুরুস্কার লাগপো না

১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৩

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ভাই, আপনেরে ২য় পুরষ্কারটা লইতে হইব। আমরা জানি আপনি একজন প্রতিভাবান।

৩| ১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৩

ট্রোল বলেছেন: ১. ইন্দোনেশিয়া
২.জার্মানী
৩.শ্রীলংকা
ঠিক আছে তো?

১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৩

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: আপেক্ষিকতার সূত্র অনুযায়ী ঠিক আছে। যদি কোনো সময় দেশ বা এয়ারলাইন্সের মালিকানা বদল হয় তবে উত্তরও চেঞ্জ হয়ে যেতে পারে।
ধন্যবাদ আপনাকে, পরবর্তী প্রতিযোগিতার জন্য নিজেকে তৈরি রাখুন। আর আপনি ঢাকা শহরের যেকােনাে ফ্লাইওভার দিয়ে আপনার পা-চালিত বাহনে নিজ উদ্যেগে চলাচল করে নেবেন, কারণ আপনি এ প্রতিযোগিতায় ৩য় হয়েছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.