নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্পকার

গ্রিন জোন

গল্পকার

গ্রিন জোন › বিস্তারিত পোস্টঃ

সরকারকে বলছি, ধর্মকারি ব্লগ বন্ধ করুন প্লিজ--

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৮

ধর্মকারি ব্লগটা অত্যন্ত স্পর্শকাতর একটা ব্লগ। এখানে যারা লেখে তাদের শরীরে কুক্তার রক্ত বলে মনে হয়। তারা ধর্মকে যেভাবে গালি দেয়- কোনো সভ্য সমাজে মানুষের তা জানার কথা নয়। কোনো সাধারণ মানুষও যদি এই ব্লগ পড়ে তাহলে লেখকদের তাৎক্ষণিক হত্যা করার বিষয়টি মনে হবে।
এ ব্লগারদের মাথায় এতো কুৎসিত চিন্তা ভাবনা এমনি এমনি আসে বলে আমার মনে হয় না। আমার ধারনা, এরা পেইড। বড় মাপের পৃষ্ঠপোষক আছে এদের সামনে। তা না হলে ওই রকম কুৎসিত চিন্তা এমনি এমনি কারও মাথায় আসার কথা না।
ব্লগটিতে যা আছে:
ব্লগটিতে আল্লাহ ও তার রাসুল সম্পর্কে এমন কিছু কথা রয়েছে যা অত্যন্ত শ্রুতিকটূ। সব ধর্মের বিরুদ্ধে লেখার ভান করে তারা মূলত ইসলামের ওপরই আঘাত হানার কাজ করছে। তারা রাসুল স. কে গালি দিচ্ছে নিকৃষ্টভাবে। কুরান ও হাদিসের নিকৃষ্ট ব্যাখ্যা করা হচ্ছে। এ ব্লগটি সম্পর্কে আমি মনে করি ভার্সুয়াল জগতের অনেকেই জানেন না।
ব্লগটিতে সহিহ হাদিসের বিকৃত ব্যাখা করা হয়েছে। রাসুল স. এর বিকৃত ছবিসহ পিডিএফ ফাইল করা হয়েছে। জঙ্গিদের হাতে নিহত নীলয় নীলের লেখা কয়েকটি ফাইল সেখানে দেখা যায়। অত্যন্ত জঘন্য এ ফাইলগুলো পড়লে পা থেকে পর্যন্ত ঘিন ঘিন করে।
আল্লাহর নাম নিয়ে কুৎসিত ব্যাখ্যা করা হয়েছে। মহা সত্যের ওপর এমন আঘাত মানুষকে অসুস্থ্ও করে দিতে পারে। কোনো সভা মানুষ চাইবে না এ লেখকরা দুনিয়ার আকাশে ঘুরে বেড়াক।
সরকারের প্রতি আবেদন:
আমি সরকারের প্রতি আবেদন করি - ধর্মকারি ব্লগটি অবিলম্বে বন্ধ করা হোক। এ ব্লগ টিকে থাকা সরকারের জন্য খোদায়ী গজব হতে পারে। সে গজবে নিরপরাধ মানুষগুলোও পতিত হবে্ এটাই স্বাভাবিক।

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৯

মোটা ফ্রেমের চশমা বলেছেন: প্রথম দু-তিনটা পোস্টের শিরোনাম পড়েই রাগে গা জ্বলে যাচ্ছে। ব্লগ ঘাটা আর সম্ভব হল না। আশা করছি এটার বিরুদ্ধে নিশ্চয়ই কেউ পদক্ষেপ নিবে।

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০২

গ্রিন জোন বলেছেন: এরা ভয়ংকর ষড়যন্ত্রে লিপ্ত । ধন্যবাদ

২| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২১

গেম চেঞ্জার বলেছেন: আপনার আবেগের মাত্রা খুবই বেশি। এটি যতদূর জানি বাংলাদেশ থেকে ওপেন হয়ই না। আর যারা এতে লেখে তাদের পেলে শাস্তির চিন্তা করা যায়। এরা মানসিকভাবে বিকার গ্রস্থ।

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৩

গ্রিন জোন বলেছেন: এরা মানসিকভাবে বিকারগ্রস্থ আমি মানি না গেম চেঞ্জার। এরা সব ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী।

৩| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কোর্টের রায় আছে এই সাইট বন্ধ করার। তবু বন্ধ করছে না। আরো ভালো প্রোগ্রামার নিয়োগ দিতে হবে সরকারকে এসব সাইট নিষিদ্ধ করার জন্য। সাইট ওপেন হয় বাংলাদেশে@ গেম চেঞ্জার

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৪

গ্রিন জোন বলেছেন: কিন্তু কই কোনো কাজ হয়নি। সবাই চুপ।

৪| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৭

গ্রিন জোন বলেছেন: ক্লিক করুন গেম চেঞ্জার। ধন্যবাদ

৫| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৮

আরজু পনি বলেছেন:

অনেকদিন আগে দেখেছিলাম, আজ আবার দেখতে রুচি হলো না ।

আমার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খায়...আমাদের এতো হাজারো সমস্যা থাকতে ওদের ধর্ম নিয়েই এতো মাথাব্যথা কেন ?! দেশের গরীবদের নিয়ে কাজ করুক তাতেওতো কিছু উপকার হয় জনগনের ।

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৫

গ্রিন জোন বলেছেন: ওরা মনে হয় পেইড। তা না হলে এ কাজ করতো না। অথবা মিশন নিয়ে নেমেছে আরজুপনি@

৬| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৮

আমি মিন্টু বলেছেন: এগুলো ঠিক না

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৬

গ্রিন জোন বলেছেন: ঠিক না তো বটেই। কি কি করার আছে?

৭| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৭

সজিব হাওলাদার বলেছেন: ওরা মানুষ নামের জানোয়ার।দ্রুত বন্ধ করার আবেদন জানাচ্ছি।

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৯

গ্রিন জোন বলেছেন: ধন্যবাদ @সজিব হাওলাদার

৮| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৩

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
এতো হাজারো সমস্যা থাকতে ওদের ধর্ম নিয়েই এতো মাথাব্যথা কেন ?
হ্যা।
তবে নেটে খুজে খুজে এসব পড়ার দরকারটা কি? স্কিপ করলেই তো হয়,
আবার লিঙ্ক বিতরন করে অন্যকে পড়াচ্ছেন কেন? পাপের ভাগিদার হচ্ছেন কেন?

৯| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৯

গ্রিন জোন বলেছেন: আসলে অনেকেই কথা বিশ্বাস করে কিনা তাই লিংক্ দেয়া ক্যাপটেন।

১০| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৫

চলন বিল বলেছেন: কলকাতার কিছু উগ্র হিন্দু আর নাস্তিক ধর্মকারী ব্লগের লেখক।
আদালতের নিষেধাজ্ঞা কার্যকর করলেও কিছুই হবে না। প্রক্সি সার্ভার দিয়ে ওই ব্লগ ঠিকই চলবে। যারা নিয়মিত পাঠক তারা ঠিকই পড়বে।
তাই এক্ষেত্রে উচিৎ হবে ব্লগটার নাম উচ্চারণ না করা, আমাদের দিয়েই যেন বিজ্ঞাপন না হয় সেদিকে খেয়াল রাখা।
এই যে আপনি সামুতে ধর্মকারী শিরোনাম দিয়ে পোস্ট করলেন, এতেই এর বিজ্ঞাপন হয়ে গেল, আরও বেশি সংখ্যক মানুষ এর ভয়াল থাবায় পরার সম্ভাবনাও বেড়ে গেল।

১১| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১৩

গ্রিন জোন বলেছেন: কিন্তু বন্ধ করার তাগিদ থেকেই মূলত পোস্টটি চলন বিল@

১২| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২২

চলন বিল বলেছেন: আমি আপনার স্বদিচ্ছা বুঝতে পেরেছি @গ্রিন জোন। আপনার পোস্টের মুলবক্তব্য অবশ্যই প্রশংসনীয়।

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৮

গ্রিন জোন বলেছেন: বুঝতে পারার জন্য ধন্যবাদ @চলন বিল

১৩| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৭

গেম চেঞ্জার বলেছেন: @লেখকঃ আমি ক্লিক করে দেখেছি। ঢুকে না। ব্র‌ডব্যান্ড থেকে। অন্যান্য অপারেটরে চালু থাকলেও থাকতে পারে।

আপনি রিপ্লে করছেন না কেন? তারিখের পাশে (ডানে) সবুজ তীর চিহ্ণিত লিংকে ক্লিক করে রিপ্লে করুন

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০১

গ্রিন জোন বলেছেন: গেম চেঞ্জার সবখানেই এ সাইট ঢোকা যাচ্ছে। আমি বুঝতে পারছি না। সবাই এ লিংক পাচ্ছে।

১৪| ১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এদের কথা আর কি বলব বলেন। উনাদের উদ্দেশ্য কি? কি কারনে উনারা এই ধরনের অশ্লীল লেখা লিখেন তা আমার বোধগম্য নয়। এরা কোনভাবেই মুক্তমত প্রকাশ করেন না, বরং তাদের এই ধরনের আচরনে সমাজে আজ মুক্তমত প্রকাশ প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে।

যেখানে সাধারন ব্লগগুলো মানুষ তাদের দৈনন্দিন জীবন, নাগরিক সমস্যা, অন্যায়, দূর্নীতি ইত্যাদি নিয়ে আলোচনা করছে সেখানে এই অসুস্থ মানুষগুলো সমাজের মানুষদের মধ্যে ঘৃনা ছড়ানোর কাজ ইচ্ছাকৃতভাবে করে যাচ্ছে।

লেখালেখির জন্য আমি কারো শাস্তি চাই না। তবে যে লেখায় উসকানীর মাধ্যমে সাধারন মানুষের জনজীবন, নিরাপত্তা বিঘ্নিক্ত করা হয়, সেই লেখায় অবশ্যই প্রতিকার থাকা উচিত। যারা মনে করে এই ধরনের শাস্তির বিধান মুক্তমত প্রকাশের ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়াবে তাদের কাছে আমার প্রশ্ন এই ধরনের মুক্তমত প্রকাশ করে সমাজের কি উন্নতি সাধিত হয়েছে।

ধর্ম সম্পর্কে যে কেউ অবিশ্বাস পোষন করতেই পারে। এটার নিজস্ব ব্যাপার। তিনি হয়ত বলতেও পারেন, দেখেন এই সব ধর্ম টর্ম সব বাজে ব্যাপার। মানুষের জন্য কাজ করেন। ধর্মও তাই বলে। নিজেদের অগত্যার দায়ভার পুরো সমাজ কেন নিবে? এই কথা বললে অনেকেই আবার নিজেদেরকে সক্রেটিস, ডারউন, এমনকি নবীর সাথেও নিজেকে তুলনা করেন।

এই অসুস্থ মানুষগুলো বুঝে না, ইতিহাসের ঐ ব্যক্তিগুলো কোন জাতির মধ্যে হানাহানি সৃষ্টি করেন নি, তাঁরা এই ধরনের অশ্লীল বাক্যলাপ করেন নি। তাঁরা আগে কাজ করেছেন। তাঁরা মানবজাতিকে কিছু একটা দিয়েছেন। তারপর তাঁরা ভিন্ন মতের কথা বলেছেন।

ধর্মের প্রেক্ষাপটে বাদ দেন, সকল ধর্মীয় ব্যক্তি একটি ঐতিহাসিক চরিত্রও বটে। তাদের নিয়ে এই ধরনের নোংরা, অশালীন করা প্রকাশ কোন ভাবেই গ্রহন যোগ্য নয়। তাই আমি মনে করি, ঐ ব্লগে যারা লিখেন তাদের সবাইকে অবিলম্বনে মানসিক হাসপাতালে ভর্তি করা হোক এবং অশ্লীলতার দায়ে যদি কোন পর্ণ সাইট বন্ধ হতে পারে, ধর্মকারী ব্লগও বন্ধ হওয়া উচিত। নইলে সরকারের স্বদিচ্ছার প্রমাণ পাওয়া যাবে না।

আর যতদিন বন্ধ না হয়, বেসিক মেনে চলি - অশ্লীল জিনিস এড়িয়ে চলুন, অন্যদেরকেও এড়িয়ে যেতে বলুন।

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০৬

গ্রিন জোন বলেছেন: অশ্লীলতার দায়ে যদি কোন পর্ণ সাইট বন্ধ হতে পারে, ধর্মকারী ব্লগও বন্ধ হওয়া উচিত। নইলে সরকারের স্বদিচ্ছার প্রমাণ পাওয়া যাবে না।@ কাল্পনিক ভালবাসা

১৫| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:১৬

গরু গুরু বলেছেন: অই ব্লগ বন্ধ হয়ে গেলে মানুষ অদের বেজন্মা পরিচয় জানবে কি করে

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৭

গ্রিন জোন বলেছেন: বন্ধ হলেও ওদের কাজ ওরা চালাই যাবে: ধন্যবাদ

১৬| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৩

দুরন্ত লেখক বলেছেন: :-B যাকে বলছেন তিনি খুবই নীতিবান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.