নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্পকার

গ্রিন জোন

গল্পকার

গ্রিন জোন › বিস্তারিত পোস্টঃ

বঙ্গবন্ধু সবার, আ\'লীগের একার নয়

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৩

বাংলাদেশ। একটা নাম। এক ইতিহাস। একটা আবেগ। একটা ভালবাসা। এক চেতনা। একটা ফুল। একটা মুক্ত বিহঙ্গ। বছর গড়িয়ে বিজয়ের মাস ডিসেম্বর চলে আসল। হৃদয়ের অলিন্দে একরাশ শান্তির বাতাস যেন দোল দিয়ে গেল। আমরা এ মাসেই স্বাধীনতা অর্জন করেছিলাম। পাক হানাদার ৯৩ হাজার আত্মসমর্পণ করেছিল। আমাদের মুক্তিযোদ্ধারা করেছিল বিজয় উল্লাস। বাংলার স্বাধীনতা এ অঞ্চলের ভূরাজনীতিতে প্রভাব ফেলেছিল ব্যাপক। যুক্তরাষ্ট্র নাখোশ হয়েছিল। ভারত সহযোগিতা করেছিল স্বত:স্ফূর্তভাবে। তাদের গোপন বাসনাও ছিল বাংলাদেশকে নিয়ে। সব ছাপিয়ে হানাদার পাকিস্তানকে হটিয়ে আমরা বাংলাদেশের মানচিত্র তৈরি করেছিলাম।
আজ আমাদের সবচেয়ে বড় অর্জন আমরা স্বাধীন। প্রকৃত স্বাদ পেলাম কি পেলাম না সেটাও বিবেচ্য। আসল কথাই আসি। বাংলাদেশ সম্পর্কে এদেশের কিছু মানুষ এখনও নেতিবাচক ধারণা পোষণ করে। এটা আমি মনে করি এদের পূর্বপুরুষদের পাপের ফল। তারা স্বাধীন বাংলাদেশকে কেন জানি মেনে নিতে পারে না। তবে কাঙ্খিত বাংলাদেশ এখনও আসেনি। বিএনপি ও আওয়ামী লীগ একেবারেই ব্যর্থ। এ দু্দলই টাকা কামাতে ব্যস্ত। আমরা তাদেরকে নতুন ভাবে দেখতে চাই। নতুন বাংলাদেশ গড়তে চাই। গড়তে চাই জাতীয় নেতৃত্ব। প্রধানমন্ত্রীর ঘোষণা চাই--সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করা হোক। সাম্যের বাংলাদেশ গড়তে ব্যাংকিং খাতের সুদ কমিয়ে দেয়া হোক। দেশের বাক স্বাধীনতাকে উন্মুক্ত করে দেয়া হোক। বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়তে ঝাঁপিয়ে পড়ুক বাংলার মানুষ। বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নন- এ ঘোষণা দেয়া হোক। বঙ্গবন্ধু এদেশের প্রতিটি মানুষকে নিয়ে স্বপ্ন দেখতেন। আবার যেন এদেশের মানুষ বলতে পারে আমাদের শেখ সাহেব'।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:০৩

রাফা বলেছেন: ঘোষণা দিতে হবে কেনো..! কেউতো নিষিদ্ধ করেনি বঙ্গবন্ধুকে।এক সময় ছিলো নাম বা শ্লোগান কোনটাই উচ্চারিত হোতোনা।কিছু অকুতোভয় নির্বিক মানুষ তখনও বঙ্গবন্ধুকে জাতির জনক বলতো এখনও বলে।তারাই বঙ্গবন্ধুকে আকড়ে ধরে রেখখেছে।এটাতো কোন অপরাধ নয়-অপরাধ বরং তাদের যারা আজ পর্যন্ত বঙ্গবন্ধুর নাম নিতে লজ্জা বোধ করে।অথচ তার স্বাধীন করা রাষ্ট্রে মন্ত্রি,প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হয়।ধিক সেই সকল মানুষরপি অমানুষদের।

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৬

গ্রিন জোন বলেছেন: না রাফা--বঙ্গবন্ধুকে কিছু লোক তাদের পকেটে পুরে ফেলেছে।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:১৫

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহেবের স্বপ্ন ছিল, বাকশাল প্রতিস্ঠিত করা; উহা শুনে ভয় পেয়ে যাবেন নাতো?

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৭

গ্রিন জোন বলেছেন: এ নিয়ে বিতর্ক আছে চাদগাজী

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৫

ডা: এনামুল বলেছেন: শেখ সাহেবের স্বপ্ন ছিল, বাকশাল প্রতিস্ঠিত করা

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৭

গ্রিন জোন বলেছেন: এ নিয়ে বিতর্ক আছে

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৬

রাফা বলেছেন: ঐটা আপনার পরসেপশন।ব্ঙ্গবন্ধু মহিরুহু তাকে বগল দাবা করে রাখা যায়না।যারা তাকে প্রকৃতপক্ষে সন্মান দিতে চায়না তারাই বিভিন্ন দোহাই দেয়।আমাদের ইতিহাস ও বঙ্গবন্ধুকে বাংলাদেশ থেকে মুছে ফেলতে চেয়েছিলো কেউ কেউ।ঐতিহাসিক সরোওয়ার্দি উদ্দ্যানকে কেনো শিশু পার্ক বানানো হয়েছিলো বলেনতো?
যেখানে আমাদের ইতিহাসের সবচাইতে গৌরবজ্জল অধ্যায় রচিত হয়েছে।এখানেই নির্মিত হয়েছিলো ইন্দিরাগান্ধি ও বঙ্গবন্ধুর সেই ময়ূরপন্খী মঞ্চ।আসলে আমরা না জেনেই অনেকে অনেক কথা বলে ফেলি যার কোন ভিত্তি নেই।

সেই অপপ্রচার শুনেই আপনিও বলছেন বঙ্গবন্ধুকে কিছু লোক তাদের নিজস্ব সম্পত্তি বানিয়ে ফেলেছে।এখন ইতিহাস জানা খুব সহজ আগ্রহ থাকলে নিজে থেকেই জানা যায়।ধন্যবাদ।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৯

গ্রিন জোন বলেছেন: না রাফা, এটা বোঝানোর জন্য যদি ইতিহাসকে ব্যবহার করেন, তাহলে ইতিহাসকে অস্বীকার করেই বঙ্গবন্ধুকে পকেটে পুরে ফেলা হয়েছে। প্রতিটি বোধবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে বঙ্গবন্ধু একজন মহান, বাংলাদেশের স্থপতি হিসেবেই মনে গেথে রয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর একনিষ্ঠ অনুসারি হিসেবে আমরা যা করছি তা কি ঠিক করছি?

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

প্রামানিক বলেছেন: বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নন- বঙ্গবন্ধু এদেশের প্রতিটি মানুষকে নিয়ে স্বপ্ন দেখতেন।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

গ্রিন জোন বলেছেন: ঠিক @প্রামানিক। ধন্যবাদ

৭| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৮

রাইসুল ইসলাম রাণা বলেছেন: বঙ্গবন্ধু সবার হলে,আওয়ামী লীগ সবার নয় কেন??

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫২

গ্রিন জোন বলেছেন: বঙ্গবন্ধুর আদর্শ আওয়ামী লীগে কি আছে? যদি থাকে তাহলে সবাই আওয়ামী লীগ করতে পারবে। আগে মানুষ বলতো আমাদের শেখ সাহেব। এখন কি কেউ বলতে পারে আমাদের শেখ হাসিনা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.