নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্পকার

গ্রিন জোন

গল্পকার

গ্রিন জোন › বিস্তারিত পোস্টঃ

মুহাম্মদ স. হয়তো ব্যাপারটি জানতেন

২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

দাড়ি রাখা কি পুরুষদের স্বাস্থ্যের জন্য ভালো?
দাড়ি রাখা কি স্বাস্থ্যের জন্য ভালো? নাকি আপনার মুখভর্তি দাড়ি আসলে নানারকম রোগ-জীবাণুর এক বিরাট আস্তানা?
এ নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে বিজ্ঞানী আর গবেষকদের মধ্যে।
বিবিসির এক অনুষ্ঠান, “ট্রাস্ট মি, আই অ্যাম এ ডক্টর” সম্প্রতি ঠিক এই প্রশ্নে একটা ছোট্ট পরীক্ষা চালিয়েছিল।
তার ভিত্তিতে বিজ্ঞানীরা বলছেন, ক্লিন শেভড পুরুষের চেয়ে দাড়িওয়ালাদের মুখে রোগ-জীবানু বেশি, এমন কোন প্রমাণ তারা পাননি।
যারা দাড়ি রাখেন, তারা এর মধ্যে নানা রোগ-জীবাণু বহন করে চলেছেন এমন ভয় অনেকের মধ্যেই কাজ করে।
যুক্তরাষ্ট্রের একটি হাসপাতাল সম্প্রতি এ নিয়ে গবেষণা চালায়।
তাদের গবেষণার ফল অনেককেই অবাক করেছে।
‘জার্নাল অব হসপিটাল ইনফেকশনে’ প্রকাশিত এই গবেষণার ফলে বলা হচ্ছে, দাড়িওয়ালাদের চেয়ে বরং দাড়ি কামানো পুরুষের মুখেই তারা বেশি রোগ-জীবাণু পাওয়া গেছে।
গবেষকরা বলছেন, মেথিসিলিন-রেসিস্ট্যান্ট স্ট্যাফ অরিয়াস (এমআরএসএ) বলে যে জীবাণু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী, সেটি দাড়িওয়ালাদের চাইতে দাড়ি কামানোদের মুখে তিনগুণ বেশি মাত্রায় পাওয়া গেছে।
এর কারণ কি?
গবেষকরা বলছেন, দাড়ি কামাতে গিয়ে মুখের চামড়ায় যে হালকা ঘষা লাগে, তা নাকি ব্যাকটেরিয়ার বাসা বাঁধার জন্য আদর্শ পরিবেশ তৈরি করে।
অন্যদিকে দাড়ি নাকি সংক্রমণ ঠেকাতে সাহায্য করে।
বিবিসির “ট্রাস্ট মি, আই অ্যাম এ ডক্টর” অনুষ্ঠানে বেশ কিছু পুরুষের দাড়ি থেকে ব্যাকটেরিয়ার নমূনা সংগ্রহ করে একই ধরণের পরীক্ষা চালানো হয়।
ইউনিভার্সিটি কলেজ, লন্ডনের গবেষক ড: অ্যাডাম রবার্ট এই গবেষণার ফল দেখে বলছেন, দাড়িতে এমন কিছু ‘মাইক্রোব’ আছে, যা ব্যাকটেরিয়া ধ্বংসে সাহায্য করে। বিবিসি বাংলা ২২.১.১৬
বিশ্ব মানবতার নবী মুহাম্মদ স. হয়তো বিষয়টি জানতেন।

মন্তব্য ২৩ টি রেটিং +১/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

রাইসুল ইসলাম রাণা বলেছেন: মহানবী হয়তো বিষয়টি জানতেন,জেবরেল মারফতে।

২| ২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

গ্রিন জোন বলেছেন: ইয়েস রাইসুল পারহ্যাপস দ্যাট উড বি ট্রু............

৩| ২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

Ahmed Musa বলেছেন: আপনার সাথে একমত হতে পারলামনা।

রাসুল সাঃ আল্লাহর নির্দেশ ছাড়া একটা কাজও করতেননা। আর আল্লাহ সবই জানেন। এখানে হয়ত কথাটা আসছে কেন?
can you explain, please?

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১০

গ্রিন জোন বলেছেন: আপনি ঠিক বলেছেন আহমেদ মুসা.................ধন্যবাদ

৪| ২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

আরণ্যক রাখাল বলেছেন: আবিষ্কার করলো বিজ্ঞানী, একুশ শতকে আর ক্রেডিট যাচ্ছে চোদ্দ শো বছর আগে মুহাম্মদের কাছে!
ছামুয়ান আমারে এক গিলাস পানি দে পিলিচ

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১১

গ্রিন জোন বলেছেন: আপনি হয়তো বুঝতে পারছেন না #আরণ্যক রাখাল, আমি এজন্য বলছি মুহাম্মদ স. দাড়ি রাখার প্রতি গুরুত্ব দিযেছেন। অন্য কোনো ধর্মে এ ব্যাপারে এতোটা গুরুত্ব দেয়া হয় না বলে আমি জানি।

৫| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১২

বাবুল হোসাইন বলেছেন: Click This Link

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১২

গ্রিন জোন বলেছেন: লিংক দিয়ে দেয়ার জন্য ধন্যবাদ @বাবুল হোসাইন

৬| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৬

নিমগ্ন বলেছেন: বিষয়টা সায়েন্টিফিকলি প্রকাশিত হইসে। তাই বলে ধর্মের বগলে না লাগালে হয় না?

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৩

গ্রিন জোন বলেছেন: না এ বিষয়টি একটি ধর্মের গুরুত্বপূণ নিয়মের সঙ্গে মিলে গেছে জাস্ট সেটাই জানাতে চেয়েছি। অন্য কোনো উদ্দেশ্য নেই #নিমগ্ন

৭| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪২

মাহিরাহি বলেছেন: ধর্মের সাথে সম্পর্কিত করার সবচাইতে বড় কারন, দাড়িওয়ালা দেখলেই আপনাদের নেগেটিভ চিন্তাটা প্রথমে আসে, জংগি কিংবা গেয়ো।

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৬

গ্রিন জোন বলেছেন: দাড়িওয়ালারা যখন মুসলমান হয়, তখনি কেবল জঙ্গি বিষয়টি আসে। কিন্তু কার্লমার্কসকে কেউ কিন্তু গালমন্দ করে না............আব্রাহাম লিংকনেরও দাড়ি ছিল.....#মাহিরাহি

৮| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৩

মাহিরাহি বলেছেন: Are beards good for your health?[link||view this link]

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৭

গ্রিন জোন বলেছেন: থ্যাঙ্কস মাহিরাহি লিংকটা সংযুক্ত করার জন্য

৯| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৪

শাহ আজিজ বলেছেন: ব্যাটা ব্রিটিশ , হালার পো হালা কোন রেজরে মুখ কাটছ আর এখন রেজর / সেলুন ব্যাবসা বন্ধ করতে চাও !!
লেখক সাহেব মিশরের ফারাওর মূর্তি দেখেছেন তো? ওদের মুখে দাড়ি কায়দা করে বাধা। অ্যাসিরিয় সভ্যতায় সব মুখে লম্বা দাড়ি কারন ওই সময় দাড়ি কাটার যন্ত্র আবিস্কার হয়নাই। পুরুষের দাড়ি পৌরুষ আর বীরের প্রতীক ।

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৮

গ্রিন জোন বলেছেন: পুরুষের দাড়ি পৌরুষ আর বীরের প্রতীক । একদম সত্য #শাহ আজিজ

১০| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: He knew everything.

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৯

গ্রিন জোন বলেছেন: বাই দ্যা গ্রেস অভ আল্লাহ হি নিউ এভরিথিং # রূপক

১১| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৯

আদমের ছেলে বলেছেন: শাহ আজিজ, ফেরাউনদের (ফারাও শব্দটা বাংলায় অতটা প্রচলিত নয় যতটা প্রচলিত ফেরাউন শব্দটি) সময়ে তো লোকেরা চুল কাটতো, তাই না? তো চুল কাটতে পারলে দাড়ি কাটতে না পারার কী আছে?

সেলুনে গিয়ে কি একেবারে অসচেতন লোক ছাড়া কেউ দাড়ি কামায়?

জাপানীরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত (এখনো স্বাভাবিকের চেয়ে) লম্বা চুল রাখতো। তাই বলে আমরা বলতে পারি না, ওদের কাছে চুল কাটার যন্ত্র ছিলো না।

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৮

গ্রিন জোন বলেছেন: জাপানীরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত (এখনো স্বাভাবিকের চেয়ে) লম্বা চুল রাখতো। তাই বলে আমরা বলতে পারি না, ওদের কাছে চুল কাটার যন্ত্র ছিলো না। ভাল বলেছেন #আদমের ছেলে

১২| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪২

কলাবাগান১ বলেছেন: আর এই রেজাল্টের কথা বললেন না যেখানে দেখা গেছে আপনার পায়খানায় মাঝে যে ব্যাক্টেরিয়া পাওয়া যায় তা ও দেখা যায় দাড়ীর মধ্যে। ভাল/খারাপ দুই দিক ই আছে দাড়ী রাখার মধ্যে

Critics claim that beards are not only an irritating affectation but can potentially harbour unpleasant bugs.
So, what's the evidence that beards pose any sort of health risk? Pogonophobes, people who fear beards, had those fears confirmed by a recent study in New Mexico where they found traces of enteric bacteria, the sort usually found in faeces, in randomly sampled beards.
As one newspaper put it: '"Some beards contain more poo than a toilet."

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৬

গ্রিন জোন বলেছেন: মে ইট অল বি কারেক্ট অর ইনকারেক্ট..........আই জাস্ট শেয়ার এ ইনফরমেশন অর কমেন্ট.............হট মাস্ট বি বিলিভড দ্যাট নট অ্যাট অল...................

১৩| ২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৯

শাহ আজিজ বলেছেন: #আদমেরছেলে
এখনও জানা যায়নি কোন যন্ত্রের কথা তবে লোহার ব্যাবহার যখন ছিল তখন নিশ্চয়ই একটা বন্দোবস্ত ছিল। আপনিও সমাধানহীন ভাবনার কথা বলেছেন। ফারাও আর ফেরাউন শব্দে সমস্যা কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.