নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্পকার

গ্রিন জোন

গল্পকার

গ্রিন জোন › বিস্তারিত পোস্টঃ

ঘেউ ঘেউ কাজ হলো না

২৮ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩১



রাষ্ট্রধম ইসলাম না থাকুক দাবিতে কিছুদিন ধরে অনেক ঘেউ ঘেউ চলেছে। কিন্তু কোনো কাজ হয়নি। ভাষার মতোই ধর্ম গুরুত্বপূর্ণ। আর বেশির ভাগের ভাষা যদি রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায়, তাহলে বেশিরভাগ মানুষের ধর্মকে রাষ্ট্রধর্ম কেন করা যাবে না।
তবে রাষ্ট্রধর্ম হিসেবে কোনো ধর্ম স্বীকৃতি পেলে পুরো রাষ্ট্রে অন্য ধর্মে অবহেলিত হবে তা তো হতে পারে না। এদেশে যদি হিন্দুধর্ম সংখ্যাগরিষ্ঠ হতো তাহলে অবশ্যই তা রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি পেতো। এজন্য রাষ্ট্রধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না বলে আমি মনে করি। ঠিক একই কারণে ধর্মনিরপেক্ষতাকে প্রশ্রয় দেয়া ঠিক না। কারণ মানুষ ধর্মছাড়া চলতে পারে না। আইস্টাইন বলেছেন, বিজ্ঞান ধর্ম ছাড়া অন্ধ। আর ধর্ম বিজ্ঞান ছাড়া অচল। সুতরাং যার যার ধর্ম অত্যন্ত গুরুত্ব পূর্ন। সুতরাং কেউই ধর্ম নিরপেক্ষ নয়।
ধর্মনিরপেক্ষতার ডেফিনিশন যা বোঝানো হয় তা হলো- ইসলামহীনতা। ইসলামকে ঘায়েল করতে পারলেই যেন ধর্মনিরপেক্ষতার জয় হয়ে গেছে। এ আসলে এক ধরণের ধর্মবিদ্বেষ। ধর্মনিরপেক্ষতার নামে ধর্মবিদ্বেষের দিকেই মানুষ ঝুঁকছে। এটা অযৌক্তিক।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধর্ম যার যান রাষ্ট্র সবার শ্লোগানটা ঐ ধর্মহীনতাপন্থীদেরই কথার কারুকাজ!

পৃথিবীতে ধর্ম হীন কোন কিছুই নেই।

অথচ তারা ধর্মহীনতার নামে স্রেফ ইসলামকেই টার্গেট করে!!!!!
পূজোয় গেলে তা সংস্কৃতি হয়, বড়দিনে গেলে সোশাল গ্যাদারিং, বৌদ্ধ পূর্নিমায় গেলে মহান বৌদ্ধের জ্ঞান লাভ হয়.. কেবলই ইসলামী আচার, ঈদের জামাতে গেলেই তা মৌলবাদ!
এরচে বড় হিপোক্রেসি আর কি হতে পারে???

ভারতীয় চ্যানেলে তাকান.. ধর্মীয় থিমে পরিপূর্ণ সিরিয়াল, সিনেমা, এনিম মুভি.. ভরপুর.. তারা মোলবাদী হযনা এটা তাদের সংস্কৃতির অংশ
আমাদের দেশে তাকান নাটক সিনেমা কোন কিছুতেই ৮০ ভাগের জীবনাচারের ছিটেফোটাও নেই!! কেউ যদি দিতে যায়- ট্যাগিংয়ের তকমার ভয়েই দূরে থাকে! আরোপিত এক জীবন বোধে ভরপুর আমাদের সাংস্কৃতিক পরিমন্ডল যেখানে অন্তত ৮০ ভাগ লোকের বিশ্বাসের কোন ছায়া নেই!!!!!!!!!!!!!!!

রাষ্ট্রধর্ম নিয়ে রাজনীতি থেকে শতহাত দূরে থেকেও বলতে চাই- জীবনের মৌলিকতাকে অস্বীকার করলে পরিনাম মন্দই হয়।

২৮ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

গ্রিন জোন বলেছেন: অসাধারণ বলেছেন। প্রতিটি অক্ষর যুক্তিপূর্ণ ভৃগু.........

২| ২৮ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২০

এইচ. ইমরান বলেছেন: খুব ভালো লেখছেন।

ধর্মনিরপেক্ষতার ডেফিনিশন যা বোঝানো হয় তা হলো- ইসলামহীনতা। ইসলামকে ঘায়েল করতে পারলেই যেন ধর্মনিরপেক্ষতার জয় হয়ে গেছে। এ আসলে এক ধরণের ধর্মবিদ্বেষ।

২৮ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

গ্রিন জোন বলেছেন: ধন্যবাদ এইচ. ইমরান................এভাবেই নিরপেক্ষতার ধ্বজাধারীরা কাজ করছে...........

৩| ২৮ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) বলেছেন: এখন তা-ই দেখছি। লাভ হলোনা!

২৮ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

গ্রিন জোন বলেছেন: সেটাই.................মন্তব্যের জন্য ধন্যবাদ

৪| ২৮ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

আবদুল্লাহ সাফি বলেছেন: সহমত

২৮ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

গ্রিন জোন বলেছেন: ধন্যবাদ

৫| ২৮ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: সহমত।

২৮ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

গ্রিন জোন বলেছেন: ধন্যবাদ

৬| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৮

দুরন্ত লেখক বলেছেন: এই দেশটা সব ধর্মের মানুষ মিলেই স্বাধীন করেছে,
সবাই মিলেমিশে থাকাটাই শ্রেয় মনে করি

৩০ শে মার্চ, ২০১৬ রাত ৮:১২

গ্রিন জোন বলেছেন: অবশ্যই। সবাই মিলেমিশে থাকা জরুরি। এজন্য ধর্মনিরপেক্ষতা লাগে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.