নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেহজাদ আমান

একজন সাংবাদিক ও সমাজকর্মী

শেহজাদ আমান

একজন সাংবাদিক ও সৃষ্টিশীল লেখক

শেহজাদ আমান › বিস্তারিত পোস্টঃ

ঈশ্বরের মতো নিঃসঙ্গতা

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৬

তারা বলে, নেই কিছুই
ঈশ্বরের আগে, ঈশ্বরের পরে
আদি ও অন্তে
আমি বলি,
তবে কি ঈশ্বর খুব একা
খুব নিঃসঙ্গ সত্ত্বা কোনো?
ব্রহ্মান্ডের ওপারে এপারে
ভাগ করে নেয়ার জন্য
কাউকেই পান না তিনি,
যেমন আমি পাইনা তোমাকে
পারি না দিতে প্রেমপূস্প্য নৈবেদ্য,
সঁপে দিতে পারি না আমার হাত
অন্য কোনো নারীর হাতে,
ইবাদতে ইবাদতে পার করতে পারি না
মধ্যরাত থেকে সুবহে সাদিক।

কেউ জানে না,
তোমাকে না পেয়ে
আমার অন্তরীক্ষে আমি ভীষণ একা,
তুঙ্গস্পর্শী পর্বতের চূড়ার মতো
মেঘের উপরে ওড়া ঈগলের মতো
আজীবন ক্ষমতাপ্রাপ্ত একনায়কের মতো
আমাকে প্রতিনিয়ত তাড়া করে
বেদনাবিহীন এক মহাশূন্যতা
আমার চরাচরে শুধু আমি,
আর আমাকে ঘিরে থাকে
ঈশ্বরের মতো নিঃসঙ্গতা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৫

জাহিদ অনিক বলেছেন: ঈশ্বরের মতো নিঃসঙ্গতা[/sb

ঈশ্বর নিঃসঙ্গ হতেই পারে না !

২১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

শেহজাদ আমান বলেছেন: কেন নয়? ঈশ্বরের সমকক্ষ তো আর কেউই নেই। তিনি তো নিঃসঙ্গই!

২| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪১

ANIKAT KAMAL বলেছেন: nice

২১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

শেহজাদ আমান বলেছেন: ধন্যবাদ বস!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.