নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

নেংটিনামা

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১০





রোদের শরীরে মেঘ ঢুকে গেলে

গোপন সুড়ঙ্গ বেয়ে উঠে আসে প্রাচীন অন্ধকার,

ক্ষুধার্ত পিপীলিকার দল;

মৃত নগরীর বুকে সভ্যতার মিছে ক্যামোফ্লেজ,

মানুষের জীবন্ত লাশ,

পাখিদের কলরবহীন ভোর..

অজ্ঞাতনামা লাশের পচা খুলিতে বসে

নেংটি ইঁদুর পাঠ করে আগামীর ইশতেহার।



ইশতেহারে গোপন কালিতে উঠে আসে-

সেলাই কন্যর ফুলতোলা রুমাল,

শ্রমিকের ঘাম মাখানো জামার আস্তিন,

গোলার ধান,

কৃষানীর মুঠি চাল।

ওরা নিজেদের মধ্যে ভাগ করে নেয়,

ভাগ করে নেয় সিংহাসন আর আস্ত চাঁদ

গৃহস্থের চুরি হয়ে যাওয়া রুটির মত।



মানুষ তখন ভীত-সন্ত্রস্ত কতিপয় মুখোশ

জীবনের কাছাকাছি অথচ জীবিত নয়;

বুক পকেটে নিজস্ব হিসেবের খাতা,

চোখের ভিতর দৈহিক মৃত্যু ভয় পুষে-

শীত ঘুমে পালিয়ে থাকে চিলেকোঠায়।



হ্যামিলনের কোন বাঁশিওয়ালা আর ফিরে আসেনা,

শুধু দিনে দিনে বাড়ে নেংটি ইঁদুরের আবাদ।







শেখ আহমেদ ফরহাদ

০৭ জানুয়ারী ২০১৫।

মন্তব্য ৫৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৮

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

২| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৭

নীল আতঙ্ক বলেছেন: প্রতীকী ভাবে সুন্দর করে কবিতায় কঠিন বাস্তবতা টাকে তুলে এনেছেন।
ভালো লাগলো।
++++++++

০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪২

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ নীল ভাই কবিতাটি পড়ে সুন্দর মন্তব্যের জন্য। কিছু না কিছু না বলতে চেষ্টা করি কবিতায়। তাই আমার কবিতাগুলো হয় সহজ শব্দের বিন্যাস।

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৮

তাহসিনুল ইসলাম বলেছেন: চমৎকার কবিতা। ভালো লাগলো।

০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৭

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ তাহসিনুল ইসলাম

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৪

হাসান মাহবুব বলেছেন: ভালো লেগেছে।

ডুকে-ঢুকে
ক্যামোপ্লেজ- ক্যামোফ্লেজ হবে

০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ হামা ভাই। বানাগুলো আসলে কিভাবে যে ভুল হয় বুঝতে পারিনা। অফিসে বসে তাড়াতাড়ি লিখিতো হুশ থাকেনা।

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতায় ভালো লাগা জানবেন।

০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১২

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২১

আবু শাকিল বলেছেন: কবিতা পড়ে আরাম পাইলাম :)

০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৪

নেক্সাস বলেছেন: আপনার কমেন্ত পেয়ে আমারো আরাম লাগছে। ধন্যবাদ

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো :)

০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ অভি ভাই

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন কবি ।+

০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ কবি

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৮

কাবিল বলেছেন: সুন্দর উপস্থাপনা

ভাল লাগল + + +

০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ কাবিল

১০| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১২

ডি মুন বলেছেন:
সুন্দর কবিতা

ভালো লাগল কবি

০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৫

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ মুন ভাই

১১| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৭

সুমন কর বলেছেন: ভালো লাগল।

০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

১২| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

আলম দীপ্র বলেছেন: বাহ! চমৎকার কবিতা !

০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আলম ভাই

১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৮

স্নিগ্ধ শোভন বলেছেন:



হ্যামিলনের কোন বাঁশিওয়ালা আর ফিরে আসেনা,
শুধু দিনে দিনে বাড়ে নেংটি ইঁদুরের আবাদ।

+++

০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৯

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় শোভন ভাই

১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০২

একজন আরমান বলেছেন:
সুন্দর।

০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০০

নেক্সাস বলেছেন: মেলাদিন পরে আরমান ভাই। ধন্যবাদ

১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪২

বিদ্রোহী বাঙালি বলেছেন: হ্যামিলনের কোন বাঁশিওয়ালা আর ফিরে আসেনা,
শুধু দিনে দিনে বাড়ে নেংটি ইঁদুরের আবাদ।

চরম একটা সত্য তুলে ধরেছেন। তাই হচ্ছে। লঙ্কায় যায় যে, সে-ই রাবণ। খুব ভালো একটা মেসেজ দিয়েছেন কবিতায়। ভালো লাগলো নেক্সাস।

০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৩

নেক্সাস বলেছেন: আপার পাঠ দক্ষতা আমাকে মুগ্ধ করে। আপনি যে কোনো লিখার নৈপথ্যে যে ব্যাঞ্জনা সেটা তুলে আনতে পারেন।

আপনাকে অনেক ধন্যবাদ

১৬| ০৮ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:২৮

বেলায়েত মাছুম বলেছেন: ক্যামোফ্লেজ শব্দে কি মোহ? জানি না।

আমার কাছে বাংলা পরিভাষাটাই পছন্দের।


হ্যামিলনের কোন বাঁশিওয়ালা আর ফিরে আসেনা,
শুধু দিনে দিনে বাড়ে নেংটি ইঁদুরের আবাদ।


০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৪

নেক্সাস বলেছেন: আসলে লিখারপর পড়ার সময় ছন্দের কথা চিন্তা করে শব্দটা আসে। কখনও বাংলাটও আসে।

ধন্যবাদ আপনাকে

১৭| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৭

তুষার কাব্য বলেছেন: রোদের শরীরে মেঘ ঢুকে গেলে
গোপন সুড়ঙ্গ বেয়ে উঠে আসে প্রাচীন অন্ধকার,
ক্ষুধার্ত পিপীলিকার দল;
মৃত নগরীর বুকে সভ্যতার মিছে ক্যামোফ্লেজ,
মানুষের জীবন্ত লাশ ...

চমত্কার লাগলো ভাই...

০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫১

নেক্সাস বলেছেন: তুষার ভাই আমার প্রিয় লাইন এই কয়টা। অনেক ধন্যবাদ আপনাকে

১৮| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৪

জুন বলেছেন:
শুধু দিনে দিনে বাড়ে নেংটি ইঁদুরের আবাদ।
+

০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৮

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ জুনাপা।

১৯| ০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১০

নুরএমডিচৌধূরী বলেছেন: যথার্থ বলেছেন কবি ।
কবিতায় ভাল লাগা
+++++++

০৮ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

নেক্সাস বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ নুর ভাই

২০| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
চারিদিকে শুধু মুখোশ আর মুখোশ,
একটু খুলে দিলেই বাবাজি নাখোশ!


কবিতায় ভালোলাগা জানবেন কবি! ++

১০ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৬

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ গ্রানমা

২১| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৬

আরজু পনি বলেছেন:

খুব ভালো লাগলো, নেক্সাস ।

১০ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৮

নেক্সাস বলেছেন: অনেকদিন পর পনিপা আমার ব্লগে। ধন্যবাদ আপনাকে

২২| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৫

আমি অথবা অন্য কেউ বলেছেন: চমতকার স্ট্রাকচার। আপনাদের শব্দ ভান্ডার কত রিচ... ভালোলাগা রইলো

১০ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১০

নেক্সাস বলেছেন: আপনাকে ধন্যবাদ। শব্দ ভান্ডার আরো রিচ করা দরকার।

২৩| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৫

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতায় অনেক ভালোলাগা ।

১০ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৯

নেক্সাস বলেছেন: অনেক অেনক ধন্যবাদ আপনাকে

২৪| ০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৫

নীল আতঙ্ক বলেছেন: সহজ শব্দই যে সহজে মনে গেঁথে যায়।

১০ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১১

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ নীল

২৫| ১০ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৬

স্বদেশ হাসনাইন বলেছেন: রিটার্ন টিকেট ছাড়াই বিপদে পড়েছিল বংশীবাদক
ইঁদুরের পাল তাড়াবে না, পাওনা টাকা আজও মেলে নি
নীতি ডাকতে দুর্নীতি
পাওনা টাকা খেয়ে যায় ইঁদুরের পাল
সেলাই করতে হলে দুর্নীতি মোটাতাজা হবে
নতুনত্ব প্রাচীন হলেও আদতে মিহিন চিটবাজি,
ভেলকি দেখিয়ে কিনে নিতে পারে অর্বুদ বছরের রবির কিরণ,
পিঁপড়েরাও গড়তে পারে নি একদল সমবায় পাকস্থলী
অসভ্যতা নিশ্চিত
হাটে হাঁড়ি ভাঙে - চাবি আঁটা কলের গানের শব মনে হয় আমরা

ওরা বলে ভোরের নিয়ম ঠিক শুধু ছিঁড়ে নেয়া হয়েছে পাখিদের পালক
ওরা বলে জীবন্ত এক প্রাণী হলেও তার বাসস্থান মৃতের মাথায়
সেলাই দিয়ে যতটুকু জোড়া লেগেছে
শকুনায়িত পতাকার অন্যপাশ ছিঁড়েছে তার চেয়ে ঢের বেশি

১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০০

নেক্সাস বলেছেন: অনেক অনেক দিন পরে আমার ব্লগে আপনার কমেন্ট আমাকে আপ্লুত করেছে। এত সুন্দর কমেন্ট সত্যই বিশাল পাওয়া।
আসলে ইঁদুর শকুনের অত্যাচারে আমাদের পাতাকা আর মানচিত্র এত বেশী ক্ষত বিক্ষত যে এদিক টানলে ঐদিকের ছেঁড়া ষ্পষ্ট হয়ে উঠে।

অনেক কৃতজ্ঞতা দাদা

২৬| ১০ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৪

আমি অথবা অন্য কেউ বলেছেন: আর কত রিচ হলে ওটাকে রিচ বলবেন?

১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৩

নেক্সাস বলেছেন: যখন সত্যি সত্যি রিচ হবে

২৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৫৫

তুষার আহাসান বলেছেন: "ওরা নিজেদের মধ্যে ভাগ করে নেয়,
ভাগ করে নেয় সিংহাসন আর আস্ত চাঁদ
গৃহস্থের চুরি হয়ে যাওয়া রুটির মত। "

এত ভাল কিছু পড়িনি,বহুদিন।

১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ তুষার ভাই। ক্ষমা করবেন অনেকদিন পর উত্তর দেওয়ায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.