নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

শূন্য মাঠ

০৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:৩৬

নিহত চোখে তবুও ভেসে উঠে তোমার মুখ,

স্মৃতির ককপিটে রেখে হয়েছো নিরুদ্দেশ;

এই এলে এই গেলে,

যেন হ্যালির ধুমকেতু।

চোখের আড়ালে তুমি কত দিন হয়ে গেল,

এখনো বাতাসে তোমার গন্ধ শুকে

অথচ হই আনমনা।



এখন তুমি অন্য কোথাও,

অন্য কোন চোখে নিত্য বাস্তব;

রোজ সকালে,

রোজ দুপুরে,

রোজ বিকেলে,

রোজ রাতে।

এখনও হয়তো তুমি কারো শুদ্ধ প্রেমিকা

কিংবা ছক আঁকা জীবনে কেবলি নারী।



শ্যামল মাঠে যখন নামে প্রগাঢ় খরা,

জংধরা লাঙলের ফলায় উদাসী কৃষক

তাকিয়ে ভাবে ফেলে আসা সুদিনের কথা,

কেবল সে জানে ফসল শূন্য মাঠের ব্যথা।









মন্তব্য ৪০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪৩

চাঁদগাজী বলেছেন:



নারী শুন্য ঘর, জল শুন্য নদী, ভাবনা শুন্য মগজ, ছাত্র শুন্য বিশ্ববিদ্যালয়।

০৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪৫

নেক্সাস বলেছেন: কিছুই বুঝলাম না ভাই। হাহাহাহাহা

২| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ৯:০০

সেলিম আনোয়ার বলেছেন: কেবল সে জানে ফসল শূন্য মাঠের ব্যথা।

সুন্দর+

০৬ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৫০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই

৩| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪০

সুমন কর বলেছেন: অনেক দিন পর, কেমন অাছেন?

কবিতা সুন্দর হয়েছে।

০৬ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২৮

নেক্সাস বলেছেন: ভাল আছি সুমন ভাই। ধন্যবাদ আপনাকে

৪| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ১১:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগা জানবেন।
+++

০৬ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাইজান

৫| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ১১:০১

আল কাফি বলেছেন: বেশ ভালো লিখেছেন :)

০৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:২৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে

৬| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪৩

তাহসিনুল ইসলাম বলেছেন: সুন্দর !

০৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:২৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে

৭| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ১২:১৬

আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর

০৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:২৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে

৮| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ১২:১৯

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: চমৎকার লেখা !

০৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:২৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে

৯| ০৬ ই মার্চ, ২০১৫ ভোর ৪:১৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: বিরহের কষ্টটা শেষ চার লাইনে রূপকের আড়ালে আরও বেশী স্পষ্ট হয়ে উঠলো যেন। বেশ ভালো লাগলো কবিতা নেক্সাস। অনেক দিন পর আপনার লেখা পেলাম। ভালো ছিলেনতো? শুভ কামনা রইলো।

০৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৩০

নেক্সাস বলেছেন: কিছু কিছু পাঠক না থাকলে কোন সাহিত্যই হয়তো সৃষ্টি হতনা। আপনি তেমনি একজন পাঠক। আমি মন থেকে আপনাকে সামুর শ্রেষ্ঠ পাঠক হিসেবে অভিহিত করলাম।

ভালো থাকুন। আমি ছিলাম থাকার মত।

ধন্যবাদ

১০| ০৬ ই মার্চ, ২০১৫ ভোর ৫:০৬

নাসরিন চৌধুরী বলেছেন: শ্যামল মাঠে যখন নামে প্রগাঢ় খরা,
জংধরা লাঙলের ফলায় উদাসী কৃষক
তাকিয়ে ভাবে ফেলে আসা সুদিনের কথা,
কেবল সে জানে ফসল শূন্য মাঠের ব্যথা।


খুব সুন্দর লিখেছেন। শুভ কামনা

১২ ই মার্চ, ২০১৫ রাত ৯:১৫

নেক্সাস বলেছেন: অনেক অেনক ধন্যবাদ নাসরিন চৌধুরী আপনাকে।

১১| ০৬ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৫৭

জাফরুল মবীন বলেছেন: সুন্দর কবিতা।

মুগ্ধ হলাম পাঠে।

ধন্যবাদ কবি।

শুভকামনা জানবেন অনিঃশেষ।

১২ ই মার্চ, ২০১৫ রাত ৯:১৫

নেক্সাস বলেছেন: মবিন ভাই আপনাকে ধন্যবাদ।
আপনাদের শুভকামনা সবসময় পথ চলার পাথেয়।

১২| ০৬ ই মার্চ, ২০১৫ সকাল ৯:২৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

বিরহী কবিতায় মু্গ্ধপাঠ!!!

১২ ই মার্চ, ২০১৫ রাত ৯:১৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার মুগ্ধতা আমার প্রাপ্তি।

১৩| ০৬ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০১

এনামুল রেজা বলেছেন: চমৎকার।

১২ ই মার্চ, ২০১৫ রাত ৯:১৬

নেক্সাস বলেছেন: রেজা ভাই ধন্যবাদ

১৪| ০৬ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

সুফিয়া বলেছেন: ভালো লাগল। ++

ধন্যবাদ শেয়ার করার জন্য।

১২ ই মার্চ, ২০১৫ রাত ৯:১৬

নেক্সাস বলেছেন: সুফিয়া আপনাকে ধন্যবাদ

১৫| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনার প্রতিমন্তব্যে লজ্জা পাচ্ছি নেক্সাস। তারপরও আন্তরিক প্রতিমন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। সামুতে কিন্তু অনেক ভালো ভালো পাঠক আছে।

১২ ই মার্চ, ২০১৫ রাত ৯:১৭

নেক্সাস বলেছেন: হুম অবশ্যই আছে। তবে আমার জন্য আপনি সেরা।
পাশে থাকবেন সবসময় এই আশা রাখি।

১৬| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ১:১২

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাললাগা ।

১২ ই মার্চ, ২০১৫ রাত ৯:১৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

১৭| ০৯ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪৬

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

নিরুদ্ধেশ- নিরুদ্দেশ হবে।

১২ ই মার্চ, ২০১৫ রাত ৯:১৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় হামা ভাই

১৮| ১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩৭

ডি মুন বলেছেন: চোখের আড়ালে তুমি কত দিন হয়ে গেল,
এখনো বাতাসে তোমার গন্ধ শুকে
অথচ হই আনমনা।


...... চমত্কার বিরহকাব্য।

শুভেচ্ছা ফরহাদ ভাইকে

১৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ মুন ভাই।

১৯| ১৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৭

শায়মা বলেছেন: সুন্দর দুঃখ কবিতা।


কেমন আছো ভাইয়া?

১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৩১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ শায়মা। আমি ভালো। আপনি কেমন?

২০| ২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৫

আহমেদ জী এস বলেছেন: নেক্সাস,





শেষের দু'স্তবকে জংধরা লাঙলের ফলার মতোই রূঢ় বাস্তবতা এনেছেন ।
ভালোবাসা নিরুদ্দেশ হলে শূন্য মাঠের ব্যথা বেজে ওঠে বুকে ।

ভালো লেগেছে ।

শুভেচ্ছান্তে ।

২৫ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৩৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আহমেদ ভাই।অনেকদিন পর এসে আপনার মন্তব্য পেয়ে ভাল লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.