নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

নোনা জল কাব্য

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩০

কি যেন খুঁজে বেড়াই
ঝরাফুল- মরাপাখি-
প্রাচীন কোন নদীর ঢেউ -
কি যেন লিখে রাখি
অসময়ের নোনা জল কাব্য
আকাশ ভ্রমন শেষে
ভূপাতিত ইচ্ছে ঘুড়ির শোক-

মন্তব্য ৩৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৩

শায়মা বলেছেন:


অনেক ভালো লাগা!:)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৭

নেক্সাস বলেছেন: হাহাহাহাহ শায়মা.. কেমন আছেন? মেলা দিন পরে পাগলামি করলাম

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৯

কাবিল বলেছেন: চমৎকার।
ছোট হলেও বার বার পড়া লাগলো আমার।
শেষের লাইনে এসে আপনার কবিতার মতো মনে হোল
কি জেন পড়ে এলাম।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ কাবিল..... আজ সারাটি দিন হারিয়ে ফেলা নিজেকে খুঁকে ফিরছিলাম...ভালো থাকুন

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪১

শায়মা বলেছেন: তাই তো দেখছি। এই বয়সে ঘুড়ির জন্য নোনাজল ফেললে চলবে?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৩

নেক্সাস বলেছেন: ঘুড়ি তুমি কার আকাশে উড়? -----
বুকটা ফাইট্টা যায়.....।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৫

শায়মা বলেছেন: হা হা ওহ সেই ঘুড়ি !!!

তাইলে বয়স ঠিক আছে! :P

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১

নেক্সাস বলেছেন: হাহাহাহা কোন ঘুড়ি কে জানে? ছোট কবিতায় অনেক কথাইতো হতে পারে

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২১

স্নিগ্ধ শোভন বলেছেন: কি যেন খুঁজে বেড়াই

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

নেক্সাস বলেছেন: আমিও খুঁজে বেড়াই....

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২১

হাসান মাহবুব বলেছেন: দীর্ঘ বিরতির পর এত হ্রস্ব কবিতা! ভালো লেগেছে যদিও বেশ।

শুভকামনা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪৭

নেক্সাস বলেছেন: প্রিয় হামা ভাই আসলে আমার কবিতা বলতে অনেকটা নিজের ছায়া। হঠাৎ করে অনাহুত বিষাদে মনটা ভারি হয়ে গেলে গুন গুন গানের মত এটা লিখলাম। কবিতা কিনা জানিনা....।

অনেক কৃতজ্ঞতা।

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

কথাকথিকেথিকথন বলেছেন: ভালো লেগেছে ছোট্ট কবিতায় ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৩

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৫

সুমন কর বলেছেন: অনেক দিন পর !! কেমন আছেন?

ভালো লাগল।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় সুমন । ভাল আছি। আপনি কেমন?

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মাইনাস। এত অল্প লেখার জন্য। X( X( X(

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৩

নেক্সাস বলেছেন: আপনারে প্লাস ভাই

১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৬

অন্ধবিন্দু বলেছেন: নেক্সাস,
নিয়মিত হোন... আপনার লেখা ভালো লাগে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

নেক্সাস বলেছেন: কৃতজ্ঞতা। চেষ্টা করছি ভাই

১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

খেয়ালি দুপুর বলেছেন: কবিতা ভাল লেগেছে ভীষণ। ভাল থাকা হোক।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

১৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

লালপরী বলেছেন: ঝরাফুল মরা পাখি অনেক ভালোলাগা ভাইয়া :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

নেক্সাস বলেছেন: এই ভাইয়াটা কেরে? আচ্ছা ধন্যবাদ আপামনি

১৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৮

জুন বলেছেন: ছোট্ট কবিতায় বিশাল ভালোলাগা নেক্সাস
+

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪২

নেক্সাস বলেছেন: ওরে জুনাপাপাপাপাপপাপাপাপা... অনেক অনেক ধন্যবাদ

১৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৯

রঙ তুলি ক্যানভাস বলেছেন: অণুকবিতা !! পড়া শুরু করতে না করতেই শেষ!!
কবিতায় ভাল লাগা রইল, আশা করি বিষাদ কেটে গেছে, শুভ কামনা :)

০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩০

নেক্সাস বলেছেন: বিষাদ কাটে আসে .. এইতো জীবন

১৬| ০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৩

সুলতানা রহমান বলেছেন: বুঝতে কি পারলেন কি খুজছেন?
আপনার প্রো পিক দেখে এমন এক কাপ চা খেতে ইচ্ছে করছে।

০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩১

নেক্সাস বলেছেন: না বুঝতে পারিনা...।
ব্লগে এসে নিয়মিত খেয়ে যাবেন। টাকা লাগবেনা

১৭| ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৬

তাশমিন নূর বলেছেন: দারুণ! কাল্পনিক ভালোবাসা ভাইয়ের মাইনাস আমি অনেকগুলো প্লাস দিয়ে পুষিয়ে দিলাম।

০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৮

নেক্সাস বলেছেন: আপনাকেও অনেকগুলা ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.