নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

অণু গল্প -- মেঘের গর্জন

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩৭


না অরন্য এভাবে অপেক্ষা করা সম্ভব না ! তুমি তো জানো আমার কলেজ বন্ধ করে দেয়া হয়েছে ।
হ্যা জানি কবিতা কিন্তু আমার পক্ষে কোন সিদান্ত নেয়া ঠিক হবে না। কেন প্রেম করার সময় সেটা ভেবে প্রেম করতে । শুন কবিতা প্রেম প্রেম শীত কাল না যে বলে কয়ে বছরের সেস সময় আসবে । তাহালে অরন্য আর দেখা হবে না আমি উঠলাম - এই বলে কবিতা বিদায় নিবে আর শুরু হল মুসুল ধারে বৃষ্টি । অরন্য মাত্রই সাবেক হয়ে যাওয়া প্রেমিকার সামনে বসে আছে ।

রেস্টুরেন্ট এর বাইরে ঝুম বৃস্টি।কবিতা আর অরন্য টেবিলের দুই পাশে দু জন বসা কেউ কাউকে চেনে না । কবিতা এই মূহুর্তে অসহায়।অসহায়ত্বের কারণ অরন্য নয় ,বাইরের বৃস্টি।
যাই হোক,আরন্যের সাহায্য তার দরকার।অথচ বলতে পারছেনা।

কারণ, অরন্য তার সদ্য সাবেক প্রেমিক।

বাইরের বৃস্টি সহজে থামবার নয়।অর্থাৎ,আরো কিছুটা সময় অরন্য কবিতার নীরব সঙ্গ সে পাচ্ছে । বাইরের বৃস্টি,অষ্টাদশী কণ্যার চেহারায় নারী সুলভ অসহায়ত্ব....অরন্য কে আবারো বলছে প্রেমে পড়তে। বলছে আবারো কবিতাকে ভাল বাসতে , । শেষ পর্যন্ত বৃষ্টি শেষ কবিতা কিছু না বলেই টেবিল থেকে উঠলো ।রেস্টুরেন্টর গেইটের সামনে রিক্সা ডাকতে লাগলো কবিতা । পিছু পিছু অরন্য গিয়ে ঠিক পিছনে চুপ করে দাঁড়ালো । কবিতা ঠিক বুঝতে পারলো অরন্য তার পিছনে । এমন সময় হটাৎ আকাশের মেঘ প্রচণ্ড গর্জন করে উঠলো - কবিতা ভয়ে অরন্য কে ঝাপটে্ ধরল । মুহূর্তে যেন কবিতার সব ভয় কেটে গেল । অরন্য খুব আস্তে করে বলল ভালোবাসি কবিতা তোমাকে । আবার এক সাথে রিক্সায় হাঁসতে হাঁসতে কবিতা বলল পালাবো না দু জনেই অপেক্ষা করব । রসিক রিক্সা চালক বলে উঠল সবুরে আপা মেওয়া ফলে ।।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৫

আজিজার বলেছেন: সবুরে মেওয়া ফলে ।।

২| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১২:২৮

ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: ভালো লাগলো

৩| ০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৪

উপন্যাসের ছেঁড়া পাতা বলেছেন: হা হা হা।

৪| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৫১

এ এস রিপন বলেছেন: বৃষ্টি আর্শীবাদ হয়ে দেখা দিয়েছে! পড়ে ভালো লাগল। অল্প কথায় লিখতে পারা একট বড় দক্ষতা!

আপনি আমার দেশী! ভালো থাকরেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.