নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

পকেটমার ও একজন মোমিন ব্যক্তি ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:১৮


------------------------------------------

বাসের ভীড়ে লম্বা-দাড়ী, হুজুর টাইপের নুরানী মানুষটাকে পকেট মার টার্গেট করেছে । ঝানু পকেটমার যাকে টার্গেট করে তার পকেট সবার । পকেটমার তাই হুজুরের ঢোলা আলখাল্লার পকেট থেকে মানিব্যাগটা আলগোছে তুলে আনতে গিয়ে যখন পকেটে হাত দিল ওমনি জুরে একটা চিৎকার মেরে উঠলো পকেট মার । মা গো বাবা গো হাত পুড়ে গেল । সবাই দেখল লোকটার হাতে আগুন জ্বলছে । সবাই হুজুরের কাছ থেকে একটু সরে দাঁড়ালো । একজন বলল হুজুর আপনার পকেটে কি ? যে হাত লাগতেই আগুন ধরে গেল । পকেটমার বলল উনার পকেটে জ্বলন্ত কয়লা ।
হুজুর বলল কেউ ভয় পাইয়েন না । আমার পকেটে সামান্য কয়টা টাকা আর একটা তবজি । হুজুর সবার সামনে বের করে দেখালো । পকেটমার সবার সামনে বলল হুজুর বুঝতে পারছি আমারে মাপ করেন । হুজুর একটু হেসে বলল ঈমানের ঘর আল্লাহ্‌ রক্ষা করে । মনে রেখ আল্লাহ তার মোমিন বান্দার জান মাল হিফাজত কারি ।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:০২

নীল আকাঁশ বলেছেন: ঘটনা কি সত্য...?
নাকি রুপক হিসেবে ব্যাবহার

সেলিনা,আপু।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৩

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: একজন বলল তাই লিখলাম

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:০৪

Blogger Zubair বলেছেন: ফালতু একটা পোস্ট, ডিলেট করেন

ব্লগে এরা রেজিস্ট্রেশন করে কীভাবে!

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০২

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: ফ্রি পাইলে করে আর কি? জ্ঞানী ভাই

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০৩

সিপন মিয়া বলেছেন: Blogger Zubair ব্র, আপনি কি নূন্যতম ভদ্রতাও শেখেন নি? এগুলো তো পরিবার থেকেই শেখার কথা।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০২

রাজপায়রা বলেছেন: golper source ta diben??? kothar bas? kon desher huzur??

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০১

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: কি যে বলেন ?

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৪০

শ্মশান বাসী বলেছেন: ওওওও শোনা কথা!?!?!?

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:০৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যদিও রূপক,তাবলীগ স্টাইল গল্প
তারপরও পড়ে ভালো লাগলো
মনে রেখ আল্লাহ তার মোমিন বান্দার জান মাল হিফাজত কারি ।
আবেগ এবং বিশ্বাসের জায়গা..........
ধন্যবাদ।

৮| ০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৪

রুদ্র জাহেদ বলেছেন: এইটা অনেকটা পরহেজগারদের নিয়ে যে অলৌকিক গল্প হয়ে থাকে বা আমরা ধর্ম কেন্দ্রিক বইগুলোতে ওলিদের যেসব কাহিনী শুনি পড়ি সেরকম একটা কাহিনীর খণ্ডচিত্র

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.