নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

হাতে-হাত রেখে একটু হাঁটি ---------------------------------------------

০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১১:৩২



চলো হাতে-হাত রেখে একটু হাঁটি ময়ূরাক্ষী নদী’র তীর ধরে
হিম-হিম রাতের লজ্জা উষ্ণতায় ঢেকে দিয়ে আমরা দু’জন
এক টুকরো সবুজ উষ্ণতায় স্বপ্নের ভেতরে যেন ঠিকানা খুঁজি,
ঐ নদী আমার চোখের দিকে তাকাতে পারে না প্রেমের আলিঙ্গনে ।

আকাশ কাঁদুক অনিমেষে অথবা- চন্দ্র বিঁছিয়ে যাক আলগোছে
রুপোলী মায়ার জালে চলো হাতে-হাত রেখে একটু হাঁটি এ পথে
ভারী অদ্ভুত তবু অদম্য আলোর ঝলক স্পর্শ করে মায়াবী মন
শরীরে রেশমি কাপড় চড়ায়ে উষ্ণ অনুভূতি,সমুদ্রের জলে ভেজা ।

পূর্ণ-পূর্ণিমা রাতে জোছনার মেলায় চলো হাতে-হাত রেখে একটু হাঁটি
তক্ষক হয়তো ডেকেই যাবে; প্রহরে-প্রহরে তবুও রাত হবে ধীরে- ধীরে
হৃদয় গহনে ঘোরে স্মৃতির স্রোত। হায় যৌবন, ভালোবাসার কাঙালি হয়
চারদিকে বয়ে গেছে শুনশান প্রাচীনতম ময়ূরাক্ষী নদ-নদী প্রেমের জোয়ারে ।

ইথারের দুর শব্দে বাতাসে বাঁজে তার ধ্বনি রিনরিনে এক সুমধুর সুর শুনি
আমি কান পেতে শুনি ভালবাসায় আর ভাললাগার পরম আবেগে সময়
শেষ রাতের শিশির ঝকমক করে উত্তরের ঝিরিঝিরি হিমেল হাওয়ায় এ পথ
কাঁপন ধরায় আমার শরীরে ,লাজুক হেসে বলে চলো হাতে-হাত রেখে একটু হাঁটি ।

সরু অলি-গলি- মাকড়সার জাল ছোট্ট ছোট্ট নীল কুটির,জোছনা করে হেলাফেলা-
তলিয়ে যাই আমি, ভালবাসার ময়ূরাক্ষী নদী’র শীতল জলে বাতাসে ভাসে যেথা,
রজনী গন্ধার সুবাশ গায়ে মাখি আলতো হেসে আমার আমি’র নিজস্ব পৃথিবীতে
চলো হাতে-হাত রেখে একটু হাঁটি ময়ূরাক্ষী নদী’র তীর ধরে স্বপ্নের অরন্যের সাথে ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:৩০

ভ্রমরের ডানা বলেছেন: অসাধারণ কবিতা। খুব সুন্দর হয়েছে+।

২| ০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৬

আমিনুর রহমান বলেছেন:



চমৎকার কবিতা। সুন্দর শব্দ আর ছন্দময় ভালোবাসার কবিতা।

৩| ০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৫৯

রুদ্র জাহেদ বলেছেন: চলো হাতে-হাত রেখে একটু হাঁটি ময়ূরাক্ষী
নদী’র তীর ধরে স্বপ্নের অরন্যের সাথে ।


খুব সুন্দর হয়েছে। দারুণ কবিতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.