নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

প্রেম কিংবা স্মৃতি হয়ে ----------------------------------

০৬ ই অক্টোবর, ২০১৫ ভোর ৫:৩১

তোমাকে দেখার মতো চোখ নেই-তবুও গভীর বিস্ময়ে
আমি চেয়ে চেয়ে দেখি আজোও সেই বকুল তলায় তুমি ।
দরজার পাশে এসে দাঁড়াই মাঝে মাঝে চুপিসারে একাকি,
আড়াল থেকে মুখ বার করে, অনিমেষ নয়নে চেয়ে থাকি ।
তোমার দুখানি অথৈই আঁখি দেখে লিখতে চাই হাজার কবিতা
পড়ন্ত বিকেলে মনের ঐ বেল্কনিতে তোমার অবাধ আসা-যাওয়া-
মনের অজান্তে যদি খুঁজে বেড়াই মনে রেখো আজও আছি হয়তো
দৃষ্টির সীমারেখায়...............।।
স্বর্গতে অচেনা অপ্সরীরা হয়ত তোমার জন্য ডালি সাজিয়ে বসে আছে
তবে আমি সেই স্বর্গ, আমি চাই তোমার স্পর্শ যাতে ফুল গুলো ফুটে!!
কোনদিন নির্ঘুম রাতে তোমায় দেখে ও স্পর্শ করা হলো না তোমাকে .
কষ্ট গুলো ফেরী করে বেড়াই রঙ-বেরঙের মনের হাটে !
স্বপ্ন আজও দেখি আমি, আজও আকাশ দেখি আমি,বারিয়ে দুহাত ।
অচেনা রাত,মোমের আলো মিট মিট করে নিভে যাওয়ার সময়
এগিয়ে এলে তুমি, তোমাকে চিনতে পারিনি,পিছন দিকে সবাই অচেনা
কিন্তু সে দিন চিনেছি তোমাকে তুমি এলে আলোর মশাল নিয়ে অন্ধকারে ।
একাকী অরণ্যে মাঝে যে,আমি সেই জোনাকি বালিকা, কেউ খুঁজছে আমায়
নয়নের আলো জ্বেলে হাজার অন্ধকারের ভিরে ............।।
ঘুমহীন আমি ঘুম জড়ানো সবুজ গায়ের পথটা ধরে হাঁটছি বহুদূর
তুমি আমি মিশে গেছি আজ স্মৃতির মন্দিরে ......
ছেলেবেলার অনেক অজানা স্বপ্ন আর পুরানো সংলাপে
এসো তবে আকাশ দেখি , জোছনা দেখি স্বপ্ন আঁকি চোখে চোখে
আমি দেখবো তোমাকে গভীর বিস্ময়ে সেই বকুল গাছটারে
জ্যোৎস্না স্নিগ্ধ রাতের আকাশে ঝি ঝি পোকা
ঝির ঝির করা শব্দের সাথে যখন তুমি গাইবেই সেই গান
গেয়ে উঠবে আমার ব্যাকুল মনে
বেঁচে থাকবো তোমারই মাঝে হয়তো প্রেম কিংবা স্মৃতি হয়ে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.