নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

নিঝুম দ্বীপ

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১২


-----------------------------------

তোমাদের সমুদ্র সম হৃদয়ে আমি নিঝুম দ্বীপের প্রেম
যেখানে শান্ত জলরাশি নিবিড় মায়ায় ডাকে প্রাণের তরে ।
হিমালয়ের বিন্দু বিন্দু জলের পলি কনায় ভেসে আসে মমতা
ক্ষণকাল নদী মোহনা পেরিয়ে জল সমুদ্রে বাঁধে নিয়মের সংসার ।
ধ্যানের সুরভি মেখে হাঁটি সবুজ কেওরা বনে বলগা হরিণের সাথে
খুঁজে পাই তোমার সমুদ্র বুকে বিস্তৃত শাখা-প্রশাখার ডুবচর প্রেম!
আমি রাধা নই শ্যাম কেউ চাইনা শুধু বিবিধ নিয়মে সমুদ্রের দ্বীপ বালিকা
আমার চার দিক থই থই জল রাশি আমি যেন তোমার বুকেই সেই দ্বীপ
প্রেমময় প্রতিটি পলিমাটিতে লিখে যাই জীবনের বহমান সূত্রমালা
ভাঙ্গা গড়া জীবনে ভরসা শুধু বিধানের নিয়ম ভেঙে গড়ি নিঝুম দ্বীপ ।
জিবনের তোমাকে ভেবে ভেবে সূত্রের বিন্যাসে লাগে অসীমের ঢেউ
তোমার প্রেমে সমুদ্র বালিকার মন দুলে ওঠে অবেগর সাথে ব্যাকুলতায়
হয়ত বাতাসে পাল হয়ে বেসামাল নৌকায় লাগে দোলা আমার
শসমুদ্র বিশাল লোনা খেলা জলে জেগে ওঠে অপার মহিমায় নিঝুম দ্বীপ ।
সমুদ্র মন্থনের পর উঠে আসা যতো সুন্দর তার সব চেয়ে দেখ এ দ্বীপে
শুধু প্রগাঢ় নীল আমি সমুদ্রের সেই নীল পানে নীলকণ্ঠ নিঝুম বালিকা
আলোর আধারে সমুদ্রের মাঝে নক্ষত্রের রাতে মাতাল ঘোরে চেয়ে থাকি
অচেনা হয় যদি, তোমারে চিনিতে চিনিতে আবার শীতল জলে ভাসি
সমুদ্র তোমার জন্য সমস্ত গোলাপের পাপড়ি আমার আচলে রাখি তোমার জন্য
বেলা যায় জীবনের ঢেউ তোলে দ্বীপ বালিকা কিছুই জানে নাকো কেউ !
যে শিশির চলে গেছে সিঁদুর-সূর্য নিয়ে নিদারুণ মাহা কালের পথে সমুদ্র পথে
তার তরে অচেনা জনপদের নিঝুম দ্বীপ কেন জাগে অচেনা ঢেউ !

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৭

নীল নীলাদ্রি বলেছেন: লিখেছেন অসাধারণ..

২| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৩

রাফা বলেছেন: তোমাদের সমুদ্র সম হৃদয়ে আমি নিঝুম দ্বীপের প্রেম
যেখানে শান্ত জলরাশি নিবিড় মায়ায় ডাকে প্রাণের তরে ।
হিমালয়ের বিন্দু বিন্দু জলের পলি কনায় ভেসে আসে মমতা
ক্ষণকাল নদী মোহনা পেরিয়ে জল সমুদ্রে বাঁধে নিয়মের সংসার ।

অসাধারন হয়েছে-এই চারটি লাইন।

শসমুদ্র কি শত সমুদ্র বুঝাতে চেয়েছেন?

৩| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৭

সপ্ন সবুজ বলেছেন: বাবু দার প্রেম
..........
জামাইবাবুর বয়স বুঝি একুশ ওরে
আছেন তিনি দিদির সাথে প্রেমের ঘোরে............বাকিটুকু পড়ুন

৪| ১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩০

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.