নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোর গঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

প্রিয় আধুনিক শিক্ষিত জাতির মা বাবা কে বলছি

২০ শে জুলাই, ২০১৭ রাত ৯:২৪


-----------------------------------------------------
আপনার সন্তানের পরীক্ষা । আমি জানি আপনারা সবাই সন্তানের পরীক্ষার ভাল করা নিয়ে সত্যিই উদ্বিগ্ন।
কিন্তু,দয়া করে মনে রাখবেন, যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে সব শিক্ষার্থীদের মাঝে একজন শিল্পী আছে, যার গণিত বুঝার প্রয়োজন নেই।
এক জন উদ্যোক্তা আছে যে ইতিহাস বা ইংরেজি সাহিত্যে জ্ঞানের তোয়াক্কা করেনা।
এক জন সুরকার আছে, যে রসায়নে কত পেল সেটা কোন ব্যাপার না।
রয়েছে একজন ক্রীড়াব্যক্তিত্ব যার শরীর ফিট রাখা স্কুলের পদার্থ বিজ্ঞান পড়ার চাইতে গুরুত্বপূর্ণ।
আপনার সন্তান যদি সর্বোচ্চ নাম্বার পায়,অসাধারণ! কিন্তু যদি সে না পায়, দয়াকরে তার আত্নবিশ্বাস ও মর্যাদা হানিকর কিছু করবেন না।
তাকে বলুন, ঠিক আছে, এটি একটি পরীক্ষা মাএ। জীবনে কত বড় কিছু বাদ দিতে হয়।
তাকে বলুন, সে কত নাম্বার পেলো সেটি গুরুত্বপূর্ণ নয়, ভালোবাসুন এবং তার বিচার করবেন না।
দয়াকরে এটি করুন, এবং যখন আপনি করবেন, দেখবেন আপনার সন্তান বিশ্ব জয় করবে। একটি পরীক্ষা বা কম নাম্বার তার স্বপ্ন এবং প্রতিভা কেড়ে নিতে পারেনা।
আর দয়াকরে ভাববেন না যে পৃথিবীতে ডাক্তার এঞ্জিনিয়ারাই একমাএ সুখী মানুষ।
------------------------------------
ইমরান হোসাইন
(সাইকোলজিসট)
পরামর্শ ও কাউন্সিলিং জন্য
মেইল করুন- [email protected]

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৬

আহমেদ জী এস বলেছেন: সেলিনা জাহান প্রিয়া ,





একটি ভালো লেখা শেয়ার করার জন্যে ধন্যবাদ ।

২| ২০ শে জুলাই, ২০১৭ রাত ১১:০৫

কবীর হুমায়ূন বলেছেন: ভালো বলেছেন। কিন্ত, মাথা যে ঠিক থাকে না। ওমুকের ছেলে/মেয়ে জিপিএ ৫+....
তুমি কেন...

'হাঁ বলুন' বলা সহজ। কিন্তু বাস্তবে 'হাঁ' বলা বড়োই কঠিন বইনটি।

৩| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১২:৩৬

ডঃ এম এ আলী বলেছেন: বেশ সুন্দর সুন্দর মুল্যবান কথামালায় রচিত লেখাটির জন্য রইল শুভেচ্ছা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.