নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোর গঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

পল্লী মায়া

১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৬



কতোদিন শুনি না ঘুঘুর ডাক,কোকিলের কণ্ঠ
দেখিনা তারা ভরা রাত, জোনাকির আলো
শুনি না রাখালের বাঁশি, ঝিঝি পোকার শব্দ
টানা বাতাসের দেখি না ধুলো উড়া পথে কেউ !
দেখিনা সবুজ মাঠ, কৃষকের দল বেঁধে কাজ
উধাও দিগন্ত দেখিনা আকাশের মিতালী মাটিতে !
ঘরের পিছনের ছোট্ট জংলায় দোয়েলের উড়াউড়ি,
সিম গাছ আর লতাপাতায় টুনটুনির পাগলামি ,
কোথাও দেখিনা একটি ধানের শীষে গঙ্গাফড়িং,
নৌকা যায় পাল তুলে উজান ভাটির দেশে ।
দেখা হয়না আপন গ্রাম ইট পাথারের নগরে
এক চিলতে বারান্দায় পরদেশী গাছে
আমি কি হতে পাড়ি বৃক্ষ প্রেমী জল ঢেলে ?
নিজের হাতে খেতের ধারে লাউ কুমড়া শাক
কত দিন চাষ হয়না, ঘরের পাশে পুঁই
উঠান জুড়ে ছড়িয়ে থাকা ধান পাট গুলো কই ?
টিনের চালে মেঘ বৃষ্টির নাচানাচি সব কই ?
কাদা মাটির গন্ধ গুলো ভুলার নয়তো গো ।
এই শহরের প্রজাপতি ফড়িঙের ওড়াউড়ি নেই,
গাভীর হাম্বা হাম্বা শব্দে প্রিয় গরু গুলো নেই ।
প্রিয় বৃক্ষ, প্রিয় নদী, প্রিয় পাখি তোমরা এখন কই
এই শহরে লোহার গেইটে বলো বন্ধী কেন হই ?

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৩

শাহারিয়ার ইমন বলেছেন: আপনার কবিতা পড়ে মনে হল রবীন্দ্রনাথের সেই অমর কবিতার লাইন "দাও ফিরিয়ে সে অরণ্য লও এ নগর" । সত্যি ভাল লাগল

২| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৬

চাঁদগাজী বলেছেন:


ইট পাথরের খাঁচায় আটকা পড়ার পর, প্রকৃতির কোলে থাকা গ্রামের প্রশান্তিটুকু এখন এক বিশাল স্মৃতির জগৎ।
কবিতা ভালো লগেছে, অনেক সুন্দর বর্ণনা

৩| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সহজ, সুন্দর, সাবলীল প্রকাশভঙ্গি।।

আবার আসিবো ফিরে, এই বাংলায়---

৪| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব সুন্দর লিখেছেন। গ্রামবাংলার সেই চিরাচরিত রূপ ইট আর কংক্রিটের জঙ্গলে থেকে অনুভব করা সত্যিই কঠিন। তারপরও আপনার মন এখনও পল্লীগ্রামের মায়ায় আনমনা হয় দেখে ভালো লাগল।

৫| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১৮

সোহাগ তানভীর সাকিব বলেছেন: আপনার সবগুলি প্রশ্নের উত্তর আমাদের গ্রামে গেলে পাবেন। আমাদের গ্রামটা এতই সুন্দর যে আমি প্রায়-ই বলি
"আমার গ্রাম আমার স্বর্গ
আমার দেশ আমার গর্ব।"

৬| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ২:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর কথামালা, ভালো লাগলো পল্লী গায়ের প্রতি ভালোবাসা

৭| ১৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! মনটা আনচান করে উঠলো।হারিয়ে যাওয়ার দিনগুলি যে আর ফিরে পাওয়ার নয়।

বৈশাখী শুভেচ্ছা রইল।

৮| ১৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৮

রাজীব নুর বলেছেন: কিছুদিন গ্রামে থেকে আসুন।

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৩৮

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: ঠিক মনের কথা বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.