নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

আমাদের বাঙালী জীবন ।।

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১০




১. দামি ডিনারসেট কিনে শোকেসে তুলে রাখা, আর প্রতিদিন প্লাস্টিকের/মেলামাইনের প্লেটে খাবার খেয়ে ভাব নেই আমার ঘরে ডিনারসেট খুব দামী ।

২. ১০ টাকার প্লাস্টিকের বক্সের জন্য অযথা ১৫০ টাকার নুডুলস কেনা !

৩. বছরে একবার পরার জন্য ৫ হাজার টাকার পাঞ্জাবি, আর ১০ হাজার টাকার শাড়ি কেনা !

৪. হাসপাতালে রোগী দেখতে যেয়ে ২ হাজার টাকার খাম না দিয়ে 3 হাজার টাকার ফল কিনে নেয়া !

৫. বাড়ির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির কথা না শুনে আত্মীয় স্বজনের কথায় নাচানাচি করা !

৬. যে মেয়েটি পরিবারের জন্য চাকরি বা ব্যবসা করে, তার চরিত্র নিয়ে টানাটানি করা !

৭. ব্রান্ড আউটলেট এ ডিসকাউন্ট দিলে, ক্রেডিট কার্ড দিয়ে অপ্রয়োজনীয় শপিং করা !

৮. রেস্টুরেন্ট -কনফেক্শনারি থেকে বাচ্চাদের টিফিন, লাঞ্চ কেনা, অন্যদিকে বাচ্চা মোটা হয়ে যাচ্ছে কেন তা নিয়ে ডাক্তারের সাথে পরামর্শ করা !

৯. চাকরি না হলে দুর্নীতি হয়েছে বলে প্রচার করা, নিজে সুযোগ পেলে দুর্নীতি চেপে যাওয়া !

১০. যুক্তিতে হেরে গেলে ধর্ম টেনে নিয়ে আসা !

এ তালিকা শেষ হবার নয়, আর আমরাও শুধ রাবার ও নয় !

---- আপনি কিছু বলুন --------

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৬

মোঃ ইকবাল ২৭ বলেছেন: সবই সঠিক, আর এই গুলোই সমাজে বর্তমান। ভাল পোস্ট।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

সেনসেই বলেছেন: জব্বর পোস্ট। হাচা কথা কইছেন

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০৭

জগতারন বলেছেন:
কথাগুলো যা এখানে তুলেছিল লেখিকা তা সবই আমাদের
জীবন যাপনের নিত্য দিনের প্রতিফলন। কিন্তু
ফেবু থেকে এখানে আনলে তা বলা দরকার।

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০২

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: ফেইস বুকে ভাল করে সার্চ দিয়ে দেখুন লেখটা আমারেই নাম আসবে ।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০৭

নেওয়াজ আলি বলেছেন: যাদের টাকার জোর তারা বিদেশে বাড়ি করে আমাদের কি হবে তাই চুপ থাকি

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: তালিকাটি কি আপনার তৈরি করা?

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৫

রাজীব নুর বলেছেন: না আমার বা আমার পরিবারের জীবন এরকম না।

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
১। বড় বড় নীতি কথা বলি অথচ নিজে তার পরোয়া করি না।
২। সুদ খাওয়া হারাম বলে গলা ফাটাই অথচ ব্যাংকে কাড়ি কাড়ি টাকার
লাভ ছাড়িনা।
৩। কোরবানীতে বড় গরু কেনা সাথে বিশাল আকারের ফ্রিজ

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০২

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: ঠিক-

৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৫৩

রাশিয়া বলেছেন: ১। আমি মেলামাইনের প্লেটে খাই ভাব নেবার জন্য না, ধুতে সহজ হয় - এইজন্যে
২। প্লাস্টিক বক্সের উৎপাদন খরচ যদিও ১০ টাকার কম, কিন্তু জোচ্চর আরএফএল তা আউটলেটে বিক্রি করে ৭০/৮০ টাকা দামে। তাই ৬০/৭০ টাকার প্রাণ নুডুলসের সাথে ঐ বাটি দেখলে কিনতে ইচ্ছা করে।
৩। আমি এখনও পাঞ্জাবির কাজ চালাই ৫ বছর আগে বিয়েতে পাওয়া তিনটি পাঞ্জাবি দিয়ে। আমার বউয়ের শাড়িও মোটে তিনটি।
৪। হাসপাতালে আমি রোগি দেখতেই যাইনা। ফোনে খোঁজখবর নেই আর যেখানে যা সাহায্য লাগে, করার চেষ্টা করি।
৭। আমি ক্রেডিট কার্ড ব্যবহার করি কেবল ইন্সটলমেন্টে হোম এপলায়েন্স কেনার জন্য আর বিদেশে প্রফেশনাল সাবক্রিপশন দেবার জন্য - কেনাকাটার সময় আমি ক্রেডিট তো দূরের কথা, এটিএম কার্ডও ইউজ করিনা।

আমি বোধ হয় বাঙালি হইতে পারব না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.