নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে এখন পর্যন্ত যেসব বিশ্বাসযোগ্য অভিযোগ পাওয়া গেছে…

৩০ শে এপ্রিল, ২০২৪ রাত ২:০৭




মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে এখন পর্যন্ত যেসব বিশ্বাসযোগ্য অভিযোগ পাওয়া গেছে…
১. প্রথমে বলেছেন মৃতদের পেটে কাটাছেড়ার ডাহা মিথ্যা। পরে স্বীকার করেছেন দাগ থাকে।
২. আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেয়া হয় না। কিন্তু চিকিৎসা বাবদ মাসে ৩০/৩৫ লাখ টাকার খরচ হয়।
৩. ৮৩৫টি লাশের হিসাবে সম্পূর্ণ গরমিল। কোনো বিশ্বাসযোগ্য ডকুমেন্ট তিনি এখনো দেখাতে পারেননি।
৪. নিজে ডেথ সার্টিফিকেট তৈরি করেন। ডাক্তারের সিল স্বাক্ষর জাল করেন।
৫. তিনি আশ্রমে কোনো চিকিত্‌সা দেন না। কিন্তু ডাক্তারদের জন্য ৬০ লাখ টাকার বিশালবহুল গাড়ি কিনেছেন। যা এখন অন্যের গ্যারেজে গোপনে রেখে এসেছে।
৬. তার কাছে রেখে আসা অন্ধ বৃদ্ধকে কার কাছে হস্তান্তর করেছে এখনো প্রমাণ দেখাতে পারেননি।
৭. আশ্রমের মধ্যে টর্চার সেল বানিয়ে মিল্টন নিজে হাতে পিটিয়েছেন এমন অন্তত ৮/১০ জনের সাক্ষাতকার ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ায় এসেছে।
৮. তার কোনো হাসপাতালের অনুমোদন না থাকলেও ভেতরে অপারেশন থিয়েটার রয়েছে। এই অপারেশন থিয়েটার বেআইনি ও অবৈধ। তিনি এখানে কী করেন জানা দরকার।
৯. মসজিদে বিনামূল্যে লাশ গোসল-জানাজা করালেও কাটাছেড়া নিয়ে প্রশ্ন করায় তিনি এখন ২/৩ হাজার টাকা করে খরচ করে আশ্রমের মধ্যে ২/৩ জন নিয়ে কাজ সেরে ফেলেন। কারণ কী?
১০. বেশিরভাগ সময় তিনি রাতে লাশ দাফন করেন। কারণ কী?
১১. তিনি হোমকেয়ার নামের ব্যবসা প্রতিষ্ঠান থেকে আয় করে ৬৬ লাখ টাকা বৃদ্ধাশ্রমে দান করেছেন বলে সাক্ষাতকার দিয়েছেন। কিন্তু বাস্তবে তার হোমকেয়ারের কোনো সার্ভিস নেই। শুধু লাইসেন্স আছে। তাহলে তিনি কার টাকা কাকে দেন?
১২. খ্রিষ্টান ধর্মের চার্চ দখল করতে তিনি মন্ত্রণালয়ের নামে ভুয়া চিঠি তৈরি করেছিলেন। এটার বিষয়ে কোনো উত্তর দেননি।
১৩. একজন মানবতাবাদী মানুষ কী করে নিজের হাতে লাঠি দিয়ে মানুষকে নির্মমভাবে পেটাতে পারে? (ভিডিও প্রকাশ হয়েছে)।
১৪. মিল্টন সমাদ্দার আটক হয়েছিলেন।সেই ঘটনা শেষ পর্যন্ত কী হয়েছিল জানা দরকার।
১৫. কিছু শিশু ছিল , একজন একটি শিশু রেখে ছিল , পড়ে তার কোন খোঁজ নেই । কেন নেই সে কোথায় ?
- আমরা এসব বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি করছি।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০২৪ ভোর ৪:১৫

সামরিন হক বলেছেন: পিশাচ একটা!

২| ৩০ শে এপ্রিল, ২০২৪ সকাল ১০:৩২

ধুলো মেঘ বলেছেন: বর্তমান সরকারের আমলে অনেকেরই কপাল এভাবে খুলে গিয়েছে।
বাদাম বিক্রেতা থেকে শত কোটি টাকার মালিক অমল

৩| ৩০ শে এপ্রিল, ২০২৪ সকাল ১০:৩৪

বাকপ্রবাস বলেছেন: সুশাসন না থাকলে সমদ্দারদের জন্ম হয়। কারণ অপরাধ করার রাস্তা সহজ থাকে।

৪| ৩০ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৪১

নতুন বলেছেন: মানুষ উপকার করতে চায় এটা ভালো উদ্দোগ।

কিন্তু যখন সেই উপকারের উদ্দেশ্যে টাকা পয়সা সংগ্রহে খুবই আগ্রহ দেখায় তখনই ঘাপলা শুরু হয়।

উনার ইউটিউব/ফেসবুকের অনুসারীর সংখ্যা অনেক এবং তাদের মন্তব্য দেখলে বোঝা যায় এই রকমের মানুষের প্রতি কতটা সহানুভুতি সমাজের মানুষের আছে।

কিছু ধান্দাবাজ এই সুযোগটাই নেয়...

৫| ৩০ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:৫২

শায়মা বলেছেন: এর কথা প্রথমে ব্লগেই পড়ি পরে ভালো করে তার সম্পর্কে জেনে আমি অবাক!!! এত শয়তান এই লোক!!!

৬| ৩০ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:১৪

করুণাধারা বলেছেন: প্রায় ৫ বছর আগে আমার এক বান্ধবী আমাকে বলে মিল্টন সমাদ্দারের কথা, খুব প্রশংসা করে আমাকে বলছিল যেন মিল্টনের প্রতিষ্ঠানে আমি সাহায্য করি। আমি দেখতে গিয়েছিলাম, কিন্তু কেন জানি সবকিছু মেকি বলে মনে হয়েছিল তাই কোন সাহায্য না করে চলে আসি। কিন্তু আমার চেনাজানা অনেকেই নিয়মিত সাহায্য করতেন, এবং খুব প্রশংসা করতেন মিল্টনের। আমি কিছুদিন থেকে ভাবছিলাম আমি শুধু শুধু একজন ভালো মানুষকে সন্দেহ করছি।

এখন বুঝতে পারছি যে আমার ভাবনা ঠিক ছিল।

৭| ০৫ ই মে, ২০২৪ রাত ২:৫৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যার অতীত কলংকিত
তার মানব সেবার অধিকার নেই ।

...........................................................
অবশ্যই সে ছলনার আশ্রয় নেবে ,
নতুন কৌশলে প্রতারনা করবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.