নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

রাগ, অভিমান, ঝগড়া, খুনসুটি

০৪ ঠা মে, ২০২৪ রাত ৯:০৯



নারীর সবচেয়ে বেশি ভালোবাসা যার কাছ থেকে পেয়ে থাকে
সেই নারী সবচেয়ে বেশি রাগ, অভিমান, ঝগড়া, খুনসুটিও তার সাথে করে থাকে ।
নারীরা একটু এমনই! নারী যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার উপরই সবচেয়ে বেশি অধিকার দেখায়, রাগ করে, ঝগড়া করে, অভিমান করে !
নারী সরলতার প্রতিমা হয় আবার রাগের উপমাও হয়।
সবকিছু নির্ভর করে আপনার উপর।
আপনি তাকে কিভাবে ট্রিট করছেন সেটার উপর।
স্বাভাবিক ভাবে পুরুষের তুলনায় নারীদের বেশি মুড সুইং হয়
তাই নারীদেরকে বুঝতে পারা একটু বেশিই কঠিন......
আপনি হয়ত বলতেই পারেন
এতকিছুর পরও আপনি কেন সেই নারীকে সহ্য করে যাবেন।
রাগ, অভিমান, জেদ আপনারও আছে।
শক্তিমত্তার বিচারেও তার চেয়ে সৃষ্টিকর্তা আপনাকে বেশি শক্তিশালী করে পাঠিয়েছেন।
আপনি চাইলেই সেই শক্তি, রাগ, ক্ষমতা প্রয়োগ করতে পারেন.
আবার চাইলে তাকে ছোট বাচ্চাদের মতো ট্রিট করতে পারেন।
ক্ষমতার প্রলয় না দেখিয়ে ভালোবাসার চাদরে তাকে আবৃত করে রাখতে পারেন।
হয়ে উঠতে পারেন তার প্রিয়তম পুরুষ; সবচেয়ে নিরাপদ আশ্রয়,
বুদ্ধিমানরা তাই করে।
কারণ তারা জানে নারীর উপর রাগ, অভিমান,
কঠোরতা দেখিয়ে নারীর কাছ থেকে সবকিছু আদায় করে নেওয়া যায় না। তবে ভালোবাসা দিয়ে নারীর কাছ থেকে পুরো পৃথিবী আদায় করে নেওয়া যায়। নারী এমনই. হয় ।
তাই বলতে হয়
আকাশের অনেক রং আর নারীর অনেক অভিমান রাগ অনুরাগ জেদ !
সেই অভিমান কখনো আকাশ মেঘের ভাঁজের আড়ালে গুমরে গুমরে কাঁদে কাজল কালো চোখে মেঘ হয়ে ঝরে কত না বলা গল্প হয়ে ।
কখনো বা মনের কষ্টগুলো বিশাল আকাশের দিকে চেয়ে বৃষ্টির অপেক্ষা করে ; গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফোঁটাগুলো নির্ঘুম ভেজা রাতে কাজল কালো চোখে কথা বলে যায় ।
কখনো বা আকাশ মেঘের সাথে নিরবিচ্ছিন্ন বিজলীর মতো চমকে উঠে ভালবাসা বিশ্বাস আর জীবন গল্পের বহতা নদীর মতো ।
কখনো বা গর্জে উঠে বজ্রপাতে লালে লাল হয়ে ভালবাসার অভিমান
কে বা জানে -- আকাশ ও নারী ভালোবাসতে জানে কি ?
নাকি আকাশের বিশালতার মাঝে নারী উপমা হয়ে ক্ষীণ চাঁদের আলোয় আলোকিত করে তোলে কারো জীবন ।
আমার যত সুখ দুঃখ কষ্ট আর বিরহ যেন ঐ আকাশের বিশালতার কাছে সব উপমায় ক্ষুদ্র ধুলিকনা হয়ে উড়ে! তাই নারীর সবচেয়ে বেশি ভালোবাসা যার কাছ থেকে পেয়ে থাকে
সেই নারী সবচেয়ে বেশি রাগ, অভিমান, ঝগড়া, খুনসুটিও তার সাথে করে থাকে ।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০২৪ রাত ২:১৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নারীর মন দেবতা না জানে
.............................................................
এমনতর প্রবাদ আমরা পড়ে এসেছি ।
বাস্তবে ও দেখি পুরুষ মানুষের কাছে ভালবাসার পেখম মেলে ধরে
যখন মানুষটি ভালবাসতে শুরু করে , আপন হতে থাকে তখনই
নারীর ভেতর থেকে নানাহ আবদার উঠে আসে ।
সেই আবদার পূরণ না হলে তখনই অভিমান , ঝড় তুফান দেখতে পাই ।

২| ০৫ ই মে, ২০২৪ সকাল ৭:১৯

আরেফিন৩৩৬ বলেছেন: ছেলে মানুষী, জীবনে বেঁচে থাকার আরো মানে আছে। এত জটিল করে দেখালে এখনকার ছেলেরা ঘরবিমুখ হয়ে যাবে। সহজ মানুষই জীবনের সহজ সমাধান৷

৩| ০৫ ই মে, ২০২৪ দুপুর ১:৪১

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক মেয়েকে ছোট্ট বাচ্চার মত মনে করলে ঝামেলা চুকে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.